|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মাহবুবুল আজাদ
মাহবুবুল আজাদ
	আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
 
 
বিষণ্ণতার বইখানা আমার হাতে ধরিয়ে দিয়ে তুমি চললে তোমার পথে।
পৃষ্ঠার পর পৃষ্ঠার খুঁজে খুঁজে আমি ক্লান্ত, একটা সুখের কবিতা পেলাম না।
শেষ হাসির রেখাটুকু অস্তমান সূর্যের সাথে মিলিয়ে ডুব দিলে অতলে,
নদীর চৌকাঠে বসে এখন আমি বিবর্ণ পাটাতন দেখি-শুন্য দৃষ্টিতে।
আমার চোখে এখন কোন কষ্ট নেই,হারাবার ভয় নেই,
আছে শুধু অবলীলায় বয়ে চলা ছোট ছোট ঢেউ,
নদীর জল আর কচুরিপানার দল।
রাত আসে রাতের মতই, চেনা বৈশাখ আর চৈত্রের  শুষ্কতা নিয়ে,
আমি বর্ষার অপেক্ষায় থাকি কবে ভিজবে আমার উঠোন, 
আর আমি দেখব তোমাকে সেই রুপে, যার জন্য এত ব্যাকুলতা।
তবুও শেষ হয়েও কেন যেন শেষের সংজ্ঞায় আমার অশ্রুপাত-
জাগরণের ধারাপাত মুক্তিপায়না। 
আমার ঘুমেরা এখন ঘুরে বেড়ায় উচ্ছল নৃত্যে মনপোড়া এই 
শহরের আলিতে গলিতে। এখানে ফুলেরা ফোটে শুধু ঝরে পড়ার জন্য,
এখানে যৌবন রাস্তায় হাটে অকারণে নিঃশেষ হবার জন্য,
ভবঘুরে বখাটে প্রেমিক একখানা কবিতার বই খুলে পড়ে,
আর ভাবে আহা কবি,তুমি কতই না নষ্ট। 
আমি এখন দ্বিধান্বিত ল্যামপোস্ট হয়ে যাই,
গ্রীষ্ম আমায় ছুয়ে যায়, বর্ষা আমার ছুয়ে যায়।
আমি নির্লিপ্ত, নিথর আধারের মত মগ্ন-ডাক বাক্সের পানে চেয়ে থাকি,
কবে আসবে পিয়ন আর তুলে নেবে আমার শেষ চিঠিখানা। 
 ৮৪ টি
    	৮৪ টি    	 +২৬/-০
    	+২৬/-০  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৪
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৪
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগার বিশালতা ছড়িয়ে গেলেন ক্ষুদ্র এই পটভূমিতে। অনেক ধন্যবাদ।
২|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:২৫
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:২৫
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভালো লাগা থাকলো ।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৮
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই আপনার প্রোপিক এ যে নীলাকাশ আর চাঁদ - তা দেখেই মন ভাল হয়ে গেল। ভাল থাকবেন মামুন ভাই।
৩|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৩০
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৩০
রুদ্র জাহেদ বলেছেন: সকাল সকাল দারুণ কবিতা পাঠ করলাম
  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:০০
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:০০
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বাহ সকাল সকাল রুদ্র চলে এসেছে আমার কবিতায়- আলোকিত হয়ে গেল চারপাশ।
৪|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৩৯
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৩৯
শামছুল ইসলাম বলেছেন: অসাধারণ একটা কবিতা।
লাইন দু'টো অনেকবার পড়লাম, কবিকে চিনতে চাইলাম,বুঝতে চাইলামঃ
//বিষণ্ণতার বইখানা আমার হাতে ধরিয়ে দিয়ে তুমি চললে তোমার পথে।
পৃষ্টার পর পৃষ্টার খুঁজে খুঁজে আমি ক্লান্ত, একটা সুখের কবিতা পেলাম না।//
কবির ব্যাকুলতার অনুভূতি আমাকেও ছুঁয়ে গেছেঃ
//রাত আসে রাতের মতই, চেনা বৈশাখ আর চৈত্রের শুষ্কতা নিয়ে,
আমি বর্ষার অপেক্ষায় থাকি কবে ভিজবে আমার উঠোন, 
আর আমি দেখব তোমাকে সেই রুপে, যার জন্য এত ব্যাকুলতা।//
প্রতিটা লাইন হৃদয় ছুঁয়ে গেছে।
ভাল থাকুন। সবসময়।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:০৭
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:০৭
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই কবিতাটা আমার নিজের কাছেও বেশ লেগেছে, তার মধ্যে আপনার প্রবল ভাল লাগার জোয়ার আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমি গেলাম টা টা। 
যাই হোক আপনাদের ভাল লাগা উৎসাহ, হাজার কষ্টের মাঝে একটু ভাল থাকার উপকরণ যোগায়, ভাল থাকবেন।
৫|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫৩
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫৩
দেবজ্যোতিকাজল বলেছেন: যারা রাত জাগে
তারা মানুষের নিস্তব্দতা গুনে
কুকুর আর নিশিঘুঘুর ডাকে
ঘুম ভেঙ্গে দেখি
বাংলাদেশ চোখের সামনে
স্বপ্ন হয়ে পাখির ঠোঁটে চুমু দ্যায়………… ভাললাগল
ভাললাগল
  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:০৮
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:০৮
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্যেটা ও চমৎকার, ভাল লাগল।
৬|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৪
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৪
ফুলফোটে বলেছেন: ...ফুল তো ফুটে ঝড়ে পড়ার জন্য-ই...।
এক কথায় অসাধারন...।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:১৪
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: ওরে সর্বনাশ আম্নে দেখি নিজেই ফুলফোটে ভাই আপনার মন্তব্য দেখেই আমার কল্পনায় চলে আসল এর দৃশ্যপট- আপনি খুব উদাস ভঙ্গিতে বলতেছেন ফুল ফুটবে ঝরে পড়ার জন্য, আকাশে উড়ে যাবার জন্য না, তাই না।
৭|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:০৮
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:০৮
অগ্নি সারথি বলেছেন: সুন্দর কবিতা।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:০৬
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:০৬
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকুন নিরন্তর।
৮|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:২৫
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
কয়েকটা উপমার ব্যবহার খুব সুন্দর হয়েছে।
কবিতায় একরাশ ভাল লাগা রইলো।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:০৮
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:০৮
মাহবুবুল আজাদ বলেছেন: কান্ডারি ভাই কেমন আছেন? একরাশ ভাল লাগায় আমিও পুলকিত।
৯|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪০
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪০
শতদ্রু একটি নদী... বলেছেন: সুপার্ব। তুফান নামাইছেন ভাই। ভাল্লাগছে। 
  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৫৮
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই যে মন্তব্য দিলেন তাতে আপাতত তুফানের মত ছুটে যাচ্ছি, থামাবার কোন অবকাশ নেই, ভাল লাগা সীমা পরিসীমা ছাড়িয়ে গেল।
১০|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৯
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৯
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার নামটাই খুব সুন্দর।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৫৯
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: হ্যালো অপর্ণা আপু। আপনাকে দেখে অনেক উৎসাহ পেলাম।
১১|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৮
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৮
হামিদ আহসান বলেছেন: কবিতায় ভাল লাগা ....
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:০০
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:০০
মাহবুবুল আজাদ বলেছেন: হামিদ আহসান ভাই আপনাকেও অনেক শুভ কামনা।
১২|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৯
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৯
নেক্সাস বলেছেন: কয়েকটা উপমা আমারো মন ছুঁয়ে গেছে
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:০২
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:০২
মাহবুবুল আজাদ বলেছেন: দ্যা আল্টিমেট ফেভারেট পার্সন- নেক্সাস ভাই আপনাকে দেখেই খুশি হয়ে গিয়েছি। তারপর কেমন আছেন।
১৩|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৪৬
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৪৬
উইশবার্ড বলেছেন: খুব সুন্দর কবিতা 
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২২
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২২
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দরের সংজ্ঞায় ফেলার জন্য অনেক অনেক শুভ কামনা।
১৪|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৩৫
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা চমৎকার লেগেছে । দারুণ ।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২৬
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ব্লগের নাম টা দিয়ে একটা প্রতিযোগিতা করা যাবে, যত বার ই দেখি তাড়াতাড়ি বলার চেষ্টা করি -কোনো লাভ নাই প্যাচ লেগে যায়। যাই যার পরনাই আনন্দিত আপনাকে আমার প্লাটফর্মে দেখে।
১৫|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৩৯
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৩৯
জিমার পেঙ্গুইন বলেছেন: সুন্দর লাগল আজাদ ভাইয়া
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২৯
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: আচ্ছা জানেন কি? জিমার শব্দটা কিন্তু জার্মান - এর মানে হচ্ছে কামরা। সদা ভাল থাকবেন হাসিখুশি থাকবেন।
১৬|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৪৩
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ সুন্দর লাগলো।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৩১
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: দিশেহারার তাকানো দেখে কিছুটা দিশেহারা হয়ে গেলাম, অবশ্যই সুন্দর।
১৭|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৫৬
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৫৬
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অসংখ্য ভালো লাগা রইল আপনার কবিতায়, এরই সাথে অগনিত ভালবাসা ।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:২০
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:২০
মাহবুবুল আজাদ বলেছেন: অগণিত ভালবাসা আর একরাশ ভাল লাগায় মুগ্ধ হলাম। 
ভাল থাকুন নিরন্তর, হাসি আর আনন্দে মুড়ে থাক জীবনের প্রতিটা সময়।
১৮|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৫৭
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:৫৭
নীলসাধু বলেছেন: চমৎকার লিখেছেন, বেশ ভাল লেগেছে। 
শুভেচ্ছা রইলো কবির জন্য। ভালো থাকবেন।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:২২
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:২২
মাহবুবুল আজাদ বলেছেন: শুভেচ্ছায় সিক্ত হলাম, ভাল লেখায় আপনি ও কম যান না। ভাল থাকবেন নীলসাধু ভাই।
১৯|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:০৭
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:০৭
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: চমৎকার শিরোনামের সুন্দর কবিতায় ভাললাগা অনেক
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:২৫
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার সুন্দর নামের মত - ভাল লাগার কবিতা কিছুটা সৌন্দর্য নিয়ে রিনিঝিনি বাজছে।
২০|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:১০
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:১০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর একটা কবিতা, ১৩তম ভালোলাগা।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:২৭
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: যততম ভাল লাগাই হোক আপনি এসেছেন তাতেই ধন্য আমি।
২১|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:১৭
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:১৭
সুলতানা রহমান বলেছেন: একদিন ঠিক আসবে। নিয়ে যাবে বিষন্নতার বই খানা।
দিয়ে যাবে বর্ষার জলধারা।
ভাল লাগলো।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:৩২
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও আপনার কথা গুলো অনেক ভাল লাগল। মুগ্ধ হয়ে গেলাম।
২২|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:২৬
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:২৬
কিরমানী লিটন বলেছেন: রাত আসে রাতের মতই, চেনা বৈশাখ আর চৈত্রের শুষ্কতা নিয়ে,
আমি বর্ষার অপেক্ষায় থাকি কবে ভিজবে আমার উঠোন, 
আর আমি দেখব তোমাকে সেই রুপে, যার জন্য এত ব্যাকুলতা। -অসাধারণ!!!
মুগ্ধতায় অতল ছুঁয়ে গেলো- সত্যিই, নান্দনিক ...।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪০
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মুগ্ধতা আমাকেও ছুয়ে গেল।
২৩|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:২৮
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:২৮
মায়াবী রূপকথা বলেছেন: সকালেই পড়েছি। দারুন কবিতা ভাইয়া 
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪২
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ ভাল ত, সকালে পড়েছেন, দুপুরে মন্তব্য আর সন্ধ্যায় প্রতিউত্তর, সারাদিন কেটে গেল এক কবিতার মাঝে ।
২৪|  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৩১
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৩১
গেম চেঞ্জার বলেছেন: ভালো হইছে.....। +++++
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৬
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: একদম খাটি কথা।+++++
২৫|  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৪৭
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৪৭
শতদ্রু একটি নদী... বলেছেন: প্লেজার ইজ অল মাইন 
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৭
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৭
মাহবুবুল আজাদ বলেছেন: কি যে বলেন? সব প্লেজার একলাই মেরে দিলেন  
২৬|  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪২
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪২
রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার কবিতা। ভাল লাগলো। + 
পৃষ্টা টা মনে হয় পৃষ্ঠা হবে।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৯
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৯
মাহবুবুল আজাদ বলেছেন: অবশ্যই বানানের সাথে কোন সমঝোতা নেই, সাথে সাথে ঠিক করে নিলাম, সাথে আপনাকেও অনেক ধন্যবাদ।
২৭|  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:২৯
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:২৯
জুন বলেছেন: নদীর চৌকাঠে বসে এখন আমি বিবর্ণ পাটাতন দেখি-শুন্য দৃষ্টিতে।
আমার চোখে এখন কোন কষ্ট নেই,হারাবার ভয় নেই,  
কি অসাধারন কবিতা মাহবুবুল আজাদ 
+
  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৬
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৬
মাহবুবুল আজাদ বলেছেন: প্রশংসায় বিগলিত হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপু।
২৮|  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ১০:১৫
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ১০:১৫
বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ।
  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৭
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৭
মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২৯|  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৫২
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৫২
সুমন কর বলেছেন: বলার মতো ভাষা নেই......অসাধারণ.......চমৎকার........সুন্দর.......
প্রতিটি লাইন বুকে ঢেউ তুলে গেল.....আর মনে শান্তি !!  +++
**এখানে যৌবন রাস্তায় হাটে অকারণে < হাঁটে
গ্রীষ্ম আমায় ছুয়ে যায় < ছুঁয়ে
শুভ রাত্রি। 
  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:১২
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:১২
মাহবুবুল আজাদ বলেছেন: ঢেউ তুলে দিল ভাল কথা, তবে ভেসে চলে যাবেন না, শান্তির সাথে হোক বসবাস। 
আরে ভাই হাঁটাহাঁটি আর ছোঁয়া ছোঁয়ির মাঝে ভুল ধরেন কেন?, ভাল মতন হাঁটতে ও পারিনা ছুঁতেও পারিনা   হা হা।
   হা হা।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সুমন ভাই। ঠিক করে নিব।
৩০|  ২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ২:২৫
২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ২:২৫
কিরমানী লিটন বলেছেন: আবারও পড়লাম-গভীর মনোযোগে ... 
অতল ছুঁয়ে গেলো মুগ্ধ ভালোলাগায়- সত্যিই নান্দনিক , অনেক শুভকামনা প্রিয় কবির জন্য...
  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:১৩
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: আপনি তো দেখি আমাকে উড়িয়ে দিবেন, এত শুভ কামনা, সত্যিই ধন্য হয়ে গেলাম।
৩১|  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:৪০
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:৪০
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ !! আপনার এতো সুন্দর আবেগি কবিতার প্রশংসা করার ভাষা আমার জানা নেই । অসীম ভালো লাগা রেখে গেলাম আর প্রিয়তে রইল লেখাটি ।
  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৬
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: হে খোদা 
প্রশংসায় মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা,
প্রশংসায় আমি যেন না করি ভয়, সদা তাই যেন হয়। 
ভাল থাকবেন আপু, রবীন্দ্রনাথ কে একটু নিয়ে আসলাম   আর কাউকে পেলাম না।
  আর কাউকে পেলাম না।
৩২|  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫১
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫১
আরজু পনি  বলেছেন: 
আপনি কবি হিসেবে খুব খারাপ !
পড়ার শুরুতেই দিলেন মন খারাপ করিয়ে   
 
এমন কষ্টের কথা কেউ লেখে !
ওসব চাপা দিয়ে...না না ভুলে থাকতে হয় ।
মন খারাপ করিয়ে দেবার জন্যে মাইনাস 
পড়ার শুরুতে মনে হলো আমার কথাগুলো আপনি লিখলেন কেন !?
দুঃখ বিলাস কারে কয় !
আমার বর আমার এই মন্তব্য দেখলে নির্ঘাত হার্টফেল করবে   
  
  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৩৪
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: ওহহহো কি দারুণ এক মন্তব্য, আজ পর্যন্ত কেউ করেনি, আপনিই প্রথম। খুশিতে ডগমগ করছি, মন্তব্যের জন্য না- মাইনাস বাটন নাই তাই হা হা। 
কি আপনার মনের কথা লিখে ফেলেছি- আমার জ্যোতিষী হবার রাস্তা এখন আর কেউ আটকাতে পারবেনা। 
মনের কথা???? মাআআআনে ব্যাক হিস্ট্রি -ওরে সর্বনাশ, ও দুলাভাই গো আপায় কি কয়?????
৩৩|  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫৩
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫৩
আরজু পনি  বলেছেন: 
মাইনাস বাটন না পেয়ে স্টার বাটনটাই চাপতে বাধ্য হলাম  
  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪১
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: ভাগ্যিস সামু স্টার হবার রাস্তা খুলে রেখেছিল, আমি উল্লাসিত, উচ্ছ্বাসিত জয়তু সামু।
৩৪|  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৭
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ , 
তেজী হাতে একটি কোমল , নমনীয় লেখা । রাত যেমন আসে রাতের মতই, তেমনি তেমন কবিতার ভেতর থেকে তেমন এক কবি উঠে আসেন । 
বিষণ্ণতার বইখানা আমার হাতে ধরিয়ে দিয়ে তুমি চললে তোমার পথে।
পৃষ্ঠার পর পৃষ্ঠার খুঁজে খুঁজে আমি ক্লান্ত, একটা সুখের কবিতা পেলাম না।
অপূর্ব কষ্টে মাখানো দু'টো লাইন ।
( দৃষ্টি আকর্ষন - দু'টো বানান দু'ঠো হয়ে গেছে ভ্রমে । আগের মন্তব্যটি কি মুছে দেয়া যাবে !!!!) 
  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৭
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৭
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই আহমেদ জী এস আপনাকে দেখে আমি যারপর নাই আনন্দিত।  
ট্রুথ নেভার ডাই্জ   আপনার এই পরিচয়ে, আমি মুগ্ধ। 
আপনার জন্য রবি ঠাকুরের 
শুধু এই চেয়ে দেখা, এই পথ বেয়ে চলে যাওয়া,
     এই আলো, এই হাওয়া,
এইমতো অস্ফুটধ্বনির গুঞ্জরণ,
     ভেসে-যাওয়া মেঘ হতে
     অকস্মাৎ নদীস্রোতে
          ছায়ার নিঃশব্দ সঞ্চরণ,
যে আনন্দ-বেদনায় এ জীবন বারেবারে করেছে উদাস
          হৃদয় খুঁজিছে আজি তাহারি প্রকাশ।
৩৫|  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৬
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৬
আরজু পনি  বলেছেন: 
হাহাহাহা
আমার নিজের কোন দুঃখের ব্যাকহিস্ট্রি নেই...
তবে কাছের, পছন্দের মানুষগুলোর দুঃখ আমাকে প্রতিনিয়ত পোড়াচ্ছে ।
যাদের কারো কারো ব্যাকহিস্ট্রির কারণে তাদের জীবনের লক্ষ্যই বদলে গেছে ।
  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৫৪
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৫৪
মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই অনেক কাছের মানুষ আছে যাদের ভাগ্য দেখলে অনেক কষ্ট হয়, কিছু কিছু ক্ষুদ্র ঘটনার জন্য তাদের পুরো জীবনটাই বদলে গেছে। হীন মন মানসিকতা এর জন্য সবচেয়ে বেশি দায়ী। সবকিছু ভাগ্যের উপর দিয়ে চালিয়ে দেয়া যায়না। যাই হোক ভাল থাকুক সবাই, ভাল থাকি আমরা, অনেক ধন্যবাদ আপু আমার ব্লগে এতটা সময় দেবার জন্য।
৩৬|  ২৯ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২৮
২৯ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২৮
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা। শুভকামনা কবি।
  ২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৪১
২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৩৭|  ৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৩৩
৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৩৩
তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর !!!!!!!!!!!!!!!!!
  ৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২১
৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২১
মাহবুবুল আজাদ বলেছেন: দূর হয়ে যাক সব অস্থিরতা, সব দুঃখের পথ,
সদা বয়ে চলুক অনাবিল সুখের রথ।। 
ভাল থাকবেন, সুন্দরের মাঝে হোক বসবাস, নিত্য এ কামনা।
৩৮|  ৩০ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৫৫
৩০ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৫৫
সুপান্থ সুরাহী বলেছেন: সুন্দরম।
শুভেচ্ছা কবি।
  ৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:৩৩
৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:৩৩
মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।
৩৯|  ০১ লা ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৫
০১ লা ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৫
জে.এস. সাব্বির বলেছেন: আপনার ব্লগে প্রথমবার এসেই খুব ভাল লাগল ।ভাল লাগল কবিতাটি...
  ০১ লা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৫
০১ লা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৫
মাহবুবুল আজাদ বলেছেন: এই ভাল লাগার রেশ থেকে যাক আজীবন, ভাল থাকুন নিরন্তর।
৪০|  ০২ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:২১
০২ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:২১
জিমার পেঙ্গুইন বলেছেন: জানা ছিল না। জিমা আমার নাম
  ০২ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৫২
০২ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: আচ্ছা তাই। ভাল থাকবেন সদা হাসি আনন্দে।
৪১|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৪৪
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৪৪
জিকরুল হক বলেছেন: অপূর্ব আপনার লেখা , সাফল্য কামনা করি।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:১৫
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: সফলতা সকলের দুয়ারে ভিড় করুক, ভাল থাকবেন।
৪২|  ০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:৫০
০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:৫০
ফেলুদার তোপসে বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
  ০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ১১:৩৮
০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ১১:৩৮
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা গ্রহন করলাম হে অতিথি। অনেক অনেক ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:২২
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:২২
আরণ্যক রাখাল বলেছেন: সকালটা সুন্দর একটা কবিতা দিয়ে শুরু করলাম