|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মাহবুবুল আজাদ
মাহবুবুল আজাদ
	আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
 
 
পৃথিবীর কোলাহলে হেঁটে যাওয়া পথিকের মাঝে আমিও একজন
হাজার বর্ষ পথ একলা পাড়ি দিয়েছি, 
শুধু একটা চেনা রাতে তোমায় চেয়েছি।
আমি কৃষ্ণচূড়ার পথ, আমি ডাহুকের গান।
আমি শিমুলের বাতাস-প্রেম কারণে অকারণে বহমান।
আমি সময়ের কাঁটায় স্বপ্ন বুনি 
টিক টিক করে স্বপ্নেরা চলে।
আমি দিনলিপির নকশা আঁকি 
স্মৃতিরা যেথায় কথা বলে।
ঘাসের জমিনে নির্জনতার গান ধরা বাউলের মাঝে আমিও একজন
আমার উল্লাসের উনুনে ধোঁয়া জোটেনা, উড়ছে শুধু ছাই।
ঘুড়ির শোকে আকাশ খেলেনা পুড়ছে যে নাটাই।
মন সুখ দেয় ডুব তিরতির কাঁপা শ্যাওলার আয়নায়,
জল ভেজা শাপলার অভিমান জুড়ে যায় নতুনের খোঁপায়। 
নির্বাসিত ক্লান্ত অযুত নিযুত কবিতার কবিদের মাঝে আমিও একজন
আমি অথৈ বেলা, কাঁদা জলে খেলাচ্ছলে ঘর ভাঙি জীর্ণতার,
আমি স্তব্ধ মৃত্তিকার সুপ্তানলে জেগে উঠা চিৎকার। 
আমি খেয়ালী, হেঁয়ালি, পৌষালী ঝরা পাতার গল্প,
দীর্ঘ পথ পাড়ি দিয়েও বদলেছি পৃথিবীর খুব অল্প।
 ১০৭ টি
    	১০৭ টি    	 +৩০/-০
    	+৩০/-০  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:১০
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:১০
মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন । 
ভাল থাকুন সব সময়, হাসি আনন্দের জোয়ারে।
২|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৪৩
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৪৩
আরজু পনি  বলেছেন: 
কী সব ভয়ানক হৃদয় কাঁপন জাগানো কবিতা লিখেন !
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:১২
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:১২
মাহবুবুল আজাদ বলেছেন: ওকি তাই নাকি। 
নিজ দায়িত্বে পড়বেন হার্টের সমস্যা হলে কিন্তু আমি জানিনা।
৩|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৪৪
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৪৪
আরজু পনি  বলেছেন: 
কথা-কথি-কেথি-কথন...আমার আবেগের জলে পানি ঢেলে দেবার জন্যে মাইনাস !
ভাবলাম অনুসারিত পাতা থেকে আমিই প্রথম দেখলাম আর আমিই প্রথম মন্তব্যটি করবো 
দিলো আমাকে দ্বিতীয় বানিয়ে  
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:১৬
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: প্রথমে একটু হেসে নিই    
    
এবার একটু মন খারাপ   যদিও সত্য না
  যদিও সত্য না 
হাউ চুইট জগড়া - সেকেন্ড বানিয়ে দিল আফসোস আরজু পনি আপু মনি। বেটার লাক নেক্সট টাইম।
৪|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৫৬
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৫৬
মাকড়সাঁ বলেছেন: নির্বাসিত ক্লান্ত অযুত নিযুত কবিতার কবিদের মাঝে আমিও একজন  
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:১৭
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:১৭
মাহবুবুল আজাদ বলেছেন: মনে হচ্ছে খুশি হইলেন, ব্যাফুক মজা।  
৫|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:০৫
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতার শুরুটা কিন্তু খুব ভালো লাগছে 
শুভেচ্ছা রইল
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:১৯
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: প্রবাদ টা ঘুরিয়ে দিতে হবে নাজমুল ভাই
শুরু ভাল যার , সব ভাল তার।  
।
।
ভাল থাকবেন ।
৬|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৩১
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৩১
রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা , পড়ে ভালো লাগলো।
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৩৯
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
৭|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪৩
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪৩
লেখোয়াড়. বলেছেন: 
৫ম প্লাস!
"আঁচলের জলে ঘ্রাণ মেলেনা জোনাকি অস্তপ্রায়, কৃষ্ণ নিশি ডানার পাঁজরে মৌন বরষায়"........... এমন হৃদয় হারানো শিরোণামের মূলকথা জানতে চাচ্ছি। যে শিরোণামে সোনালি স্নান নেমে আসে সারা অস্তিত্বজুড়ে সে শিরোণামের মর্মকথা জানতে খুব ইচ্ছে করছে। হৃদয়ে ধারণ অতপর 'বাহিরে' প্রকাশ ইত্যাদি।
"বরষায়" শব্দটির বদলে অন্য একটি শব্দ খুজঁছি, যেটাতে শিরোণামের মহিমা দিগুণ পরিপূর্ণতালাভ করতে পারতো।
না,  শিরোণামের মতো কবিতার ভিতরটা হৃদয়কে প্রভাবিত করলো না। হতে পারে চেনাজানা উপমা আর শব্দের দ্বৈত ব্যবহার।
যেমন........হাজার বর্ষ পথ একলা পাড়ি দিয়েছি,............ বর্ষ শব্দটি। সুপ্তানলে ইত্যাদি।
বানান.......... হা হা .......... এই ব্লগে গতরাতে একজন ভদ্রমহিলার সাথে বানান নিয়ে অনেক কথা বলেছি, সেখানে বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তাই বানান নিয়ে কিছু বলতে চাচ্ছি না, শুধু অনুরোধ সময় পেলে টাইপোগুলো ঠিক করে দিবেন। আমারো হয় এমন।
আবারো বলি আপনার শিরোণামগুলো খুব সুন্দর হয়।
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৫৪
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৫৪
মাহবুবুল আজাদ বলেছেন: আমি অবাক মুগ্ধ আরও কিছু কি বলা যায় আপনিই ভেবে নিবেন। আমি আসলে সাদামাটা লিখে যাই, কারো ভাল লাগলে তাতে অনেক আনন্দ পাই তার সীমা পরিসীমা ভাষায় প্রকাশ করা যাবেনা। 
আপনার মন্তব্যে রীতিমত সন্মানিত বোধ করছি। আমার কিছু লেখায় পরিপূর্ণ তৃপ্তি থাকে, কিছু লেখায় অল্প থাকে, তবে এ লেখাটায়  আমি নিজেই বেশি খুশি হতে পারিনি। আর বানানের ব্যাপারে আমি সব সময় চাই যেন কেউ ভুলটা ধরিয়ে দিক, কারন বানানের ভুল পুরো লেখার সৌন্দর্য টা নষ্ট করে ফেলে।  
আন্তরিক ধন্যবাদ
৮|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:০০
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:০০
শতদ্রু একটি নদী... বলেছেন: চমৎকার লিখছেন ভাই। ++
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:১৬
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: 
নদী ভাই, , , , কোথায় বয়ে চললেন, , ,কোথায় খুঁজব তোমায়। ভাল লাগল আপনাকে দেখে, অনেক ধন্যবাদ।
৯|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:০০
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:০০
নীলসাধু বলেছেন: মুগ্ধতা রইল। 
চমৎকার লিখেছেন।
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:১৮
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:১৮
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। 
।
।
                               ভাল থাকা হোক সবসময়।
১০|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৩২
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব সুন্দর!! চমৎকার!
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:১৭
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:১৭
মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ , কেমন আছেন?
১১|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৪৪
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৪৪
গেম চেঞ্জার বলেছেন: ভাবের সন্নিবেশন খুব চমৎকার হয়েছে ভাই।
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:২৫
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।
১২|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৫৩
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৫৩
অগ্নি সারথি বলেছেন: সুন্দর!
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:২৬
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দরের সাথে হোক বসবাস। ভাল থাকবেন।
১৩|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৫৯
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৫৯
শক্র হতে চাই বলেছেন: শিরনামের সঙ্গে কবিতার মিল খুজে পেলাম না। কবিতার ভাষার ও ছন্দের মি আছে। তবে কোথায় যেনো মাঝে মধ্যে লুজ হয়ে যায়। একলা হাজার বছর ধরে হাটছো। আমার জানা মতে আদম নবী ৯৫০ বছর সব চেয়ে বেশি বেচেছিল।হাজার বছর ধরে হাটছেন কে হাটছেতো আমি বুঝতে পারলাম না। যেহেতু পথিক বলে সম্মোধন করেছেন কোন পথিক এতোদিন বাচে না তবে হাঠবে কেমন করে ওঠা তোমার কল্পনা।
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:২০
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:২০
মাহবুবুল আজাদ বলেছেন: 
১৪|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:৫৩
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:৫৩
গুলশান কিবরীয়া বলেছেন: আমার কাছে কবিতার ভাব আর মেজাজটা খুবই গুরুত্বপূর্ণ । আপনার কবিতা ভীষণ টানে মন ছুঁয়ে যায় । প্রথম প্যাড়াটি অসাধারণ লেগেছে ।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১২:৪০
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১২:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য। 
আর এ লেখা যখন মন ছুঁয়ে যায় তখন ভাল লাগার মুগ্ধতা উল্লাসের আকাশে ভাসে। আন্তরিক শুভ কামনা।
১৫|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:৫৫
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: আরজুপনি বলেছেন: 
কথা-কথি-কেথি-কথন...আমার আবেগের জলে পানি ঢেলে দেবার জন্যে মাইনাস !
ভাবলাম অনুসারিত পাতা থেকে আমিই প্রথম দেখলাম আর আমিই প্রথম মন্তব্যটি করবো 
দিলো আমাকে দ্বিতীয় বানিয়ে ।
আমার আবেগের পানিতে জল ঢালার আগেই আমি ঢেলে দিয়েছি !!!
হা হা হা । ইয়েস আই উইন !!!!  
হাউ চুইট জগড়া - সেকেন্ড বানিয়ে দিল আফসোস আরজু পনি আপু মনি। বেটার লাক নেক্সট টাইম।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১২:৪২
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১২:৪২
মাহবুবুল আজাদ বলেছেন:  
 
।
।
ভাই পোড়া ঘায়ে নুনের ছিটা দিতে আসলেন বুঝি, হা হা হা হা হা
১৬|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১২:১২
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১২:১২
নয়ন বিন বাহার বলেছেন: জল ভেজা শাপলার অভিমান জুড়ে যায় নতুনের খোঁপায়।
..........সত্যিই।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৭:৫৬
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৭:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: হুমম সত্যিই।
১৭|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১২:১২
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১২:১২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৭:৫৬
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৭:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই।
১৮|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১:০৬
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১:০৬
সুমন কর বলেছেন: ইদানিং আপনার কবিতাগুলো বেশ হচ্ছে !! 
তবে প্রথম প্যারাটি বেশী সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:১৫
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সুমন ভাই।
১৯|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১:১৪
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১:১৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ঘাসের জমিতে নির্জনতার গান-ভাল লাগল
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:৩৩
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:৩৩
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় অনেক খুশি হলাম। 
ভাল থাকুন নিরন্তর।
২০|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১:৫১
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১:৫১
কল্লোল পথিক বলেছেন: সুপার লাইক
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:৩৫
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও সুপার হ্যাপি, হা হা হা ভাল থাকবেন কল্লোল পথিক ভাই।
২১|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  ভোর ৪:২৬
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  ভোর ৪:২৬
শামছুল ইসলাম বলেছেন: পৃথিবীর শত কোলাহলের মাঝ থেকে নিজেকে একলা করে নিতে কে পারে?
-কবি।
তারই অপূর্ব কথার মালায় কাব্যঃ
//পৃথিবীর কোলাহলে হেঁটে যাওয়া পথিকের মাঝে আমিও একজন
হাজার বর্ষ পথ একলা পাড়ি দিয়েছি, 
শুধু একটা চেনা রাতে তোমায় চেয়েছি।//
ঝরা পাতার মত কবির মনেও যেন একটু আক্ষেপঃ
//আমি খেয়ালী, হেঁয়ালি, পৌষালী ঝরা পাতার গল্প,
দীর্ঘ পথ পাড়ি দিয়েও বদলেছি পৃথিবীর খুব অল্প।//
কিন্তু আমি পাঠক তো মহাতৃপ্ত।
ভাল থাকুন। সবসময়।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:৩৯
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্যে আমি মহাতৃপ্ত, উচ্ছাসের জোয়ার এনে দেয়।
২২|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৪২
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৪২
চাঁদগাজী বলেছেন: 
নতুনত্ব আছে।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:৪১
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা চাঁদগাজী ভাই। কবিতা পড়ার জন্য আন্তরিক ভাল লাগা জানাই।
২৩|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৪৯
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৪৯
মাধব বলেছেন: শিরোনাম এবং কবিতা দুটো পড়েই খুব ভালো লেগেছে।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:২০
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:২০
মাহবুবুল আজাদ বলেছেন: মন্তব্য ও পড়ার জন্য আমার বেশ ভাল লেগেছে। ভাল থাকবেন মাধব।
২৪|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:০৫
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:০৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
ঘাসের জমিনে নির্জনতার গান ধরা বাউলের মাঝে আমিও একজন
আমার উল্লাসের উনুনে ধোঁয়া জোটেনা, উড়ছে শুধু ছাই।
অদ্ভুত সুন্দর +++++++ 
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:২৬
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর +++++++    আমি তো খুশিতে ডগমগ  
২৫|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:১৭
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:১৭
তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর-------------
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:২৫
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তাহসিন ভাই, আমার ব্লগে একটু ঘুরে যাবার জন্য।
২৬|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:২৯
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:২৯
শায়মা বলেছেন: জীবনানন্দ এবং নজরুল আর মাহবুবুল আজাদ ভাইয়া তিন এর ছোঁয়া এক কবিতায়!!!!!!!
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি এবং আমি দূর্বার আমি ভেঙ্গে করি সব চুরমার... আমি অনিয়ম- উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল....... এসব মনে পড়ার সাথে সাথে তোমার কবিতার মজা পেলাম ভাইয়া।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:৩১
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: ওহে আপু আমাকে কোথায় নিয়ে বসালেন, আমিতো পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে বসে আছি
এবার আক্ষেপের কবিতা
কোথায় জিবনানন্দ আর কোথায় নজরুল,
আমি কি হইতে পারিব এ জীবনে তাহাদের এক চুল।
আর আপনার জন্য রবীন্দ্রনাথ
ভেদিয়া দুঃসাধ্য বিঘ্নবাধা। তব প্রাণে প্রাণবান,
তব স্নেহচ্ছায়ায় শীতল, তব তেজে তেজীয়মান,
সজ্জিত তোমার মাল্যে যে মানব, তারি দূত হয়ে
ওগো মানবের বন্ধু, আজি এই কাব্য-অর্ঘ্য ল’য়ে
শ্যামের বাঁশির তানে মুগ্ধ কবি আমি
অর্পিলাম তোমায় প্রণামী।
২৭|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৭
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৭
রিকি বলেছেন: পৃথিবীর কোলাহলে হেঁটে যাওয়া পথিকের মাঝে আমিও একজন
হাজার বর্ষ পথ একলা পাড়ি দিয়েছি, 
শুধু একটা চেনা রাতে তোমায় চেয়েছি।
আমি কৃষ্ণচূড়ার পথ, আমি ডাহুকের গান।
আমি শিমুলের বাতাস-প্রেম কারণে অকারণে বহমান।
আমি সময়ের কাঁটায় স্বপ্ন বুনি 
টিক টিক করে স্বপ্নেরা চলে।
আমি দিনলিপির নকশা আঁকি 
স্মৃতিরা যেথায় কথা বলে। 
অসাধারণ ভাইয়া  
  
  
  অনেক অনেক ভালো লেগেছে
 অনেক অনেক ভালো লেগেছে 
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:২৪
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: প্রশংসায় প্রীত হলাম, মন্তব্যের মুগ্ধতা ছড়িয়ে গেল কবিতার আশপাশ জুড়ে। 
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
২৮|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৩৩
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৩৩
মায়াবী রূপকথা বলেছেন: খুব খুব খুব দারুন
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:৩২
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: খুব খুব খুব ভাল লাগল মায়াবী রুপকথা।
২৯|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৫২
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৫২
আমি ময়ূরাক্ষী বলেছেন: আমি খেয়ালী, হেঁয়ালি, পৌষালী ঝরা পাতার গল্প,
দীর্ঘ পথ পাড়ি দিয়েও বদলেছি পৃথিবীর খুব অল্প। 
খুব সুন্দর কবিতার গল্প।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৫
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: আমি ময়ূরাক্ষী আপনাকে দেখে খুবই আনন্দিত হলাম, সুপার লাইক।  
ভাল থাকবেন সব সময়।
৩০|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৩২
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৩২
সুপান্থ সুরাহী বলেছেন: কবিতা ভাল লাগলো। দৃশ্যায়নে আরো ভিন্নতা চাই।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪৫
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪৫
মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ সুচিন্তিত মন্তব্যের জন্য।
৩১|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪৯
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪৯
লুৎফুরমুকুল বলেছেন: বাহ বা এতো কমেন্ট!
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:০৪
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: এইডা কি কইলেন। যাক আপনাকে দেখে ভাল লাগল।
৩২|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:১৭
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ   , 
পড়তে গিয়ে আমারও যা মনে হয়েছিলো ব্লগার শায়মা সেচা বলে ফেলেছেন । 
তবে শিরোনামটির প্রতি অবিচার করেছেন । এমন সুন্দর ও মায়াবী একটি শিরোনামের ঘ্রান , কবিতার আঁচলের জলে খানিকটা থাকলে ভালো লাগতো । 
শুভেচ্ছান্তে । 
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৩৫
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার কথা যথার্থ। কিন্তু কেন যেন হয়ে উঠেনি। আশা করি আপনার উৎসাহ পরবর্তীতে আমাকে আরও ভাল কিছু করার প্রেরণা যোগাবে। 
অনেক অনেক ভাল লাগা জানবেন আহমেদ জী এস ভাই
৩৩|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:১৯
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১০:১৯
আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,
সেচা নয় "সেটা" হবে ।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৫  রাত ১২:২৩
০৫ ই ডিসেম্বর, ২০১৫  রাত ১২:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: হুমম বুঝতে পেরেছিলাম।
৩৪|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:৩৩
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১১:৩৩
ফেরদৌসা রুহী বলেছেন: প্রথম প্যারাটা বেশি ভাল লেগেছে। 
কবিতার শিরোনামও অনেক সুন্দর।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৫  রাত ১২:২২
০৫ ই ডিসেম্বর, ২০১৫  রাত ১২:২২
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় প্রীত হলাম, ভাল থাকুন সবসময় ।
৩৫|  ০৫ ই ডিসেম্বর, ২০১৫  ভোর ৪:১৪
০৫ ই ডিসেম্বর, ২০১৫  ভোর ৪:১৪
রাবেয়া রাহীম বলেছেন: দীর্ঘ পথ পাড়ি দিয়েও বদলেছি পৃথিবীর খুব অল্প.।
খুব বেশী ভাল লাগার লাইন ।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ৭:৪৮
০৫ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ৭:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকে দেখে অনেক ভাল লাগল। আশা করি আমার কবিতার উঠোন আলোকিত রাখতে সব সময় পাশে থাকবেন।
৩৬|  ০৫ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৮:০৬
০৫ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৮:০৬
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: অনেক ভাল লেগেছে । শুভ কামনা ।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৮:১৯
০৫ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৮:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: সুদীপ্তা মাহজাবীন মুগ্ধতা ছড়িয়ে দিয়ে গেলেন, অনেক কৃতজ্ঞতা।
৩৭|  ০৬ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৪৮
০৬ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৪৮
জুন বলেছেন: আমার উল্লাসের উনুনে ধোঁয়া জোটেনা, উড়ছে শুধু ছাই।
ঘুড়ির শোকে আকাশ খেলেনা পুড়ছে যে নাটাই। 
চমৎকার কথা মাহবুবুল আজাদ 
+
  ০৬ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৩৭
০৬ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: আমার লেখার আঙিনায় আলো ছড়িয়ে গেলেন। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আপু।
৩৮|  ০৬ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৩
০৬ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৩
শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ লিখেছেন। শুভকামনা।
  ০৬ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৮:০০
০৬ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৮:০০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ শুভ্র বিকেল।
৩৯|  ০৭ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৪৯
০৭ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৪৯
অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ লিখেছেন। বিমোহিত হলাম আপনার লেখা পড়ে।
  ০৭ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:৫৩
০৭ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: প্রশংসায় সিক্ত হলাম, উৎসাহ এখন আনন্দের উপলক্ষ। ভাল থাকবেন।
৪০|  ০৭ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:১৩
০৭ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:১৩
নেক্সাস বলেছেন: অসাধরণ একটা লিখা কবি আজাদ ভাই
  ০৭ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪০
০৭ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: আহা মন্তব্য তে ধন্য হল আমার লেখা। ভাল থাকবেন ।
৪১|  ০৭ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৫৫
০৭ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৫৫
দর্পণ বলেছেন: ঘাসের জমিনে নির্জনতার গান ধরা বাউলের মাঝে আমিও একজন
আমার উল্লাসের উনুনে ধোঁয়া জোটেনা, উড়ছে শুধু ছাই। 
দারুন।
  ০৭ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪৯
০৭ ই ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪৯
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা, ভাল থাকুন নিরন্তর।
৪২|  ০৮ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:২৮
০৮ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:২৮
সুলতানা রহমান বলেছেন: বাহ্ বলার মত হইছে। বাহ্! 
কেমন যেন জীবনানন্দ জীবনানন্দ লাগলো। 
তবে আবার আসিব ফিরে এই মাহবুবুল ব্লগে,
হয়তো ভিজিটর হয়ে, না হয় লাইকার হয়ে,
না হয়ে ……
  ০৮ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:৪৩
০৮ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:৪৩
মাহবুবুল আজাদ বলেছেন: যে ভাবেই আসেন সে ভাবেই স্বাগতম। মন্তব্যে ভেসে গেলাম, উড়ে গেলাম।
৪৩|  ০৮ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:৪৭
০৮ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:৪৭
সুলতানা রহমান বলেছেন: কই, সেই তো দাঁড়ানোই দেখা যায়।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:১০
০৮ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:১০
মাহবুবুল আজাদ বলেছেন: হুম সে তো দাঁড়িয়ে থাকবই, দেখেন কেমন অধীর আগ্রহে জানালার পানে তাকিয়ে আছি আপনি আসবেন। আহা
৪৪|  ০৮ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:৫৬
০৮ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:৫৬
সুলতানা রহমান বলেছেন: আহা! অপেক্ষা! কতদিন শুনিনা এ শব্দ!    
    
  ০৮ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৭
০৮ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৭
মাহবুবুল আজাদ বলেছেন: জীবনে অপেক্ষা যত কম তত শান্তি। 
অপেক্ষার অনলে যেন পোড়ে না হৃদয়,
বর্তমান সুখেই যেন হোক সব মোহময়।।
৪৫|  ০৮ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:১৬
০৮ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:১৬
খেয়ালি দুপুর বলেছেন: "আঁচলের জলে ঘ্রাণ মেলেনা জোনাকি অস্তপ্রায়, কৃষ্ণ নিশি ডানার পাঁজরে মৌন বরষায়" অসাধারণ হয়েছে শিরোনামটি। কেমন যেন একটা প্রশান্তি ভর করে হৃদয়ে। কবিতাটাও অসম্ভব চমৎকার। শুভকামনা অনেক। ভাল থাকা হোক নিরন্তর।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৫১
০৮ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৫১
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্যে প্রশান্তি ছড়িয়ে গেল আমার মাঝেও। 
লেখাগুলো নতুন করে প্রাণ পেল , মুগ্ধতার জল ছোঁয়ায় যেন আরও উজ্জ্বল হয়ে গেল কবিতার আঙিনা।
৪৬|  ০৮ ই ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১২
০৮ ই ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১২
এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন বলেছেন: চরম দাদা
  ০৮ ই ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৯
০৮ ই ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: ব্লগে সর্বপ্রথম কেউ আমাকে দাদা বলে সম্বোধন করল, আই এম সো হ্যাপি। অনেক অনেক শুভ কামনা।
৪৭|  ০৯ ই ডিসেম্বর, ২০১৫  রাত ১:৫৪
০৯ ই ডিসেম্বর, ২০১৫  রাত ১:৫৪
কিরমানী লিটন বলেছেন: আত্মার অতলে ঝড় তোলা দারুণ ভালোলাগার কবিতা,অসাধারণ।অনেক শুভকামনা প্রিয় মাহবুবুল আজাদ ভাইয়ের জন্য +++
  ০৯ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:১৩
০৯ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগার উচ্ছ্বাস আমার কবিতার আঙিনা উৎসব মুখর করে গেল। ভাল থাকবেন।
৪৮|  ০৯ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৫
০৯ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন: 
সুন্দর।
ছবিটা কলিজা ঠান্ডা করে দিসে ||
  ০৯ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:২৪
০৯ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: যাক শুনে ভাল লাগল। অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
৪৯|  ০৯ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:১০
০৯ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:১০
রাবার বলেছেন: দারুন কবিতা
  ০৯ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:০৯
০৯ ই ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:০৯
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
৫০|  ১০ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:২৪
১০ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ লাগলো ।
  ১০ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:৩৪
১০ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ রুপক
৫১|  ১০ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:০৯
১০ ই ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:০৯
কাবিল বলেছেন: আমার কবিতা লেখা তো দূরে থাক, কবিতায় খুব একটা পড়া হয়না । ব্লগে এসে দু-একটা কবিতা পড়া শুরু করেছি। তাই কবিতা সম্পর্কে জ্ঞান বলতে শূন্য। তার পরেও বলব আপনার কবিতা আমার কাছে খুব ভাল লেগেছে। উপরে অনেক বাঘা বঘা কবিরা খুব সুন্দর মন্তব্য করেছেন, তাদের কাছে আমি চুনো পুঁটি মাত্র।  তবে এইটুকুই বলতে পারি, কিছু কবিতা একেক জনের কাছে ভিন্ন ভিন্ন মাত্রায় ধরা দেয়। তাই অনেকের কাছে কবিতার প্রথম প্যারাটা ভাল লেগেছে। আমার কাছে তো প্রতিটি প্যারায় ভাল লেগেছে। কারন একটি সঙ্গে আর একটির যোগ সুত্র আছে। ধরুন আপনি পৃথিবীর অনেক জায়গাই ঘুরে বেরিয়েছেন, পরে মনে হবে অনেক কিছুই বাদ রয়ে গেছে। আপনার কবিতায় প্রথম দিকে অনেক কিছু  ----- কিন্তু শেষে এসে 
আমি খেয়ালী, হেঁয়ালি, পৌষালী ঝরা পাতার গল্প,
দীর্ঘ পথ পাড়ি দিয়েও বদলেছি পৃথিবীর খুব অল্প। 
বাহ দারুন, এ যেন শেষ বিকেলের গল্প। 
যাই হোক আপনার কবিতা কত রকম ভালা লাগা থাকতে পারে তা বুঝে নিয়েন। আর ভাবছি আপনার বাকি কবিতা গুলো পড়ার চেষ্টা করব। 
ভাল থাকুন সব সময়। 
  ১২ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:৫১
১২ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:৫১
মাহবুবুল আজাদ বলেছেন: উৎসাহের জোয়ার দিয়ে গেলেন। আপনার মন্তব্যে কবিতার প্রাঙ্গনে খুশির মেলা জমে গিয়েছে। অনেক অনেক শুভ কামনা, ভাল থাকবেন।
৫২|  ২২ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:২৬
২২ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:২৬
তানজির খান বলেছেন: 
''আমি খেয়ালী, হেঁয়ালি, পৌষালী ঝরা পাতার গল্প,
দীর্ঘ পথ পাড়ি দিয়েও বদলেছি পৃথিবীর খুব অল্প।"
অসাধারণ লেখনী। খুব ভাল লেগেছে কবিতা।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৫৮
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। 
ভাল লাগায় যারপরনাই আনন্দিত হলাম।
৫৩|  ১৫ ই মার্চ, ২০১৬  রাত ৯:১১
১৫ ই মার্চ, ২০১৬  রাত ৯:১১
রিপি বলেছেন: পৃথিবীর কোলাহলে হেঁটে যাওয়া পথিকের মাঝে আমিও একজন
হাজার বর্ষ পথ একলা পাড়ি দিয়েছি, 
শুধু একটা চেনা রাতে তোমায় চেয়েছি। 
অসাধারন লিখেছেন ভাইয়া।  
  ১৭ ই মার্চ, ২০১৬  রাত ১০:০৩
১৭ ই মার্চ, ২০১৬  রাত ১০:০৩
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রিপি
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৪০
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: প্রথম স্তবকটা বেশি ভাল লেগেছে । তবে পুরোটাই চমৎকার ।