নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

শঙ্কিত জীবন জুড়ে অঙ্কিত মেঘদল, আর চোখের জমিনে নিথর বানের জল

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪



একটা সাদা কাগজ ছিল, সাথে ছিল একটা বেপরোয়া কলম,
তাতে কি?
একটা হাসি মাখা মুখ তো আঁকা যেত।
তবে বাতাস কেন মিথ্যে অবহেলা কিনে বেড়ায়,
কেন ঘর ছেঁড়ে নিঃশ্বাস গুলো প্রজাপতির রঙিন পাখায়
ধুসর সময়ের মাঝে বেঘোরে প্রাণ ফেরি করে?
আমার জানা নেই, অজানাই থাক,
আলো নিভে যাবে, ধোঁয়া টাও ধীরে ধীরে উবে যাবে।

চাঁদ থেকে জ্যোৎস্নার পাতাগুলো
জলের টানে আকাশ ছেড়েছে,
আলো জানেনা তার যে ঘর নেই, কোন আশায়
ছোট্ট ঢেউগুলোর মাঝে অকারন
অব্যক্ত মৌনাশার মগ্নতা জমায়, মাতাল বনের এক অচেনা বৃক্ষ
জানে ঘুনে ধরা দিন রাতের
স্বপ্নের শিকড় কোথায় প্রোথিত,
ভুলে যাবার পন গুলো ভুলে গিয়েছি, অবিরত সুখেরা পথ বদলে নিয়েছে,
তবুও আমি তার জন্য পথে নেমেছি,
আমার একটা কালো চাদর আছে,
আর সঙ্গী অন্তহীন পথের হাতছানি।

মন্তব্য ১০৬ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাঠে ভাল লাগা রইল।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুজন ভাই, ভাল থাকবেন।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

ইনফেকটেড মাশরুম বলেছেন: বেশ ভালো...

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: খুবই ভাল লাগল আপনাকে দেখে, আন্তরিক ধন্যবাদ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর কবিতা।
অনেক ভাল লেগেছে।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: সদা সুন্দরের মাঝে হোক বসবাস। ভাল থাকবেন আরণ্যক রাখাল ভাই

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,




সুখেরা সব সময়ই পথ বদলায় । ফেলে আসা পথ ছেড়ে নতুন পথের খোঁজে নামে ।

কিছু রূপকল্প বেশ ভালো । সুন্দর ।
শুভেচ্ছান্তে ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই,
সবার সুখ গুলো সোজা পথে জীবন ঘিরে থাকুক, সে আশা রইল।
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

তার আর পর নেই… বলেছেন: অনেকদিন পর কবিতা। ।হাসিমাখা মুখ আঁকাই যেতো।
প্রত্যেকটা লাইন সুন্দর! বেশ ভাল লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা ভাই অনেক দিন পর, কিছুটা ব্যাস্ত ছিলাম ব্লগে সময় দেয়া সম্ভব হয়নি।
অনেক অনেক উৎসাহ দিয়ে গেল আপনার উপস্থিতি।
ভাল থাকবেন।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা সুমন ভাই সব সময় পাশে থাকার জন্য।

ভাল থাকবেন ।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।

+

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: সুপ্রিয় ব্লগার দিশেহারা রাজপুত্র
আপনি সব সময় আমার উৎসাহের আকাশে আলো দিয়ে যান।
ভাল থাকবেন, অনেক অনেক ভাল।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:

প্রিয় কবি, লিখতে বসে যেনো থম ধরে বসা আপনাকে দেখলাম ।

আপনার শিরোনামগুলো অসাধারণ হয়, আর লেখারা সাধারণত বিষণ্নতায় ভরা ।

অনেক ভালো লাগা রইল ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: সত্যি কথা বলতে কি, আমি আসলেই থম ধরে বসেছিলাম।
খুবই ভাল লাগল আপু আপনার মন্তব্যে।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
নিরন্তর শুভ কামনা জানবেন সুপ্রিয় কবি।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: কল্লোল ভাই সব সময় পাশে থেকে উৎসাহের জোগান দিয়ে প্রাণ সঞ্চার করে রাখেন আমার ব্লগ।
অনেক অনেক কৃতজ্ঞতা।

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

অগ্নি সারথি বলেছেন: চমৎকার।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা !!!!!!!

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা জানবেন ।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

মৃদুল শ্রাবন বলেছেন: হ্যা সাদা খাতায় হাসি মুখটা একে ফেললে হয়তো সবকিছু অন্য রকম হতো কিন্তু সব কিছু কি আর করে ফেলতে হয়!!
কিছু ব্যপার থাকে যেটা হয়তো চাইলে আমি করতে পারতাম কিন্তু না করে না পাবার মজা পাবার ব্যপারটা কিন্তু ইন্টারেস্টিং।


কবিতায় ভাললাগা জানবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক অনুপ্রেরণা দিয়ে গেলেন।
ভাল থাকবেন মৃদুল শ্রাবন।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

রাইসুল ইসলাম রাণা বলেছেন: কবিতাটি ভালো লাগলো

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

অলওয়েজ ড্রিম বলেছেন: আর সঙ্গী অন্তহীন পথের হাতছানি। যতদিন পথের হাতছানি আমাদেরকে আকর্ষণ করতে পারে ততদিন কিন্তু আমাদের স্বপ্ন থাকে। যেদিন পথ আর ডাকবে না সেদিনের পর থেকে মানুষের অপেক্ষা শুধু "আর ক'টা দিন, তারপরই তো চলে যাব"। এবং তারপর চলে যেতে হয় আরেক পথের আহ্বানে।

আজাদ ভাই, স্বপ্নটা কিন্তু ধরে রাখা চাই।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: ফেলে আসা আমার প্রিয় আঙিনায় আবারো ফিরে আসতে চাই নাঈম ভাই,
স্বপ্ন কখনো কখনো চোখ বুজে ফেলে।
আশা করি আবারো আমাদের আড্ডা আন্দোলিত করবে চারপাশ তার আপন মহিমায়। দোয়া রাখবেন ভাই। '
হারিয়ে যাইনি, ফেয়ার অপেক্ষায় আছি।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই, ভাল থাকবেন।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: এমন ঘোরলাগা কবিতায় মাতাল হওয়া যায়।
++

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: ঘোর লাগা মাতাল মুগ্ধতা - স্নিগ্ধ রুপে ভরে থাকুক জীবন জুড়ে।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা জানবেন।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক উৎসাহ দিয়ে গেলেন।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

সুখী পৃথিবীর পথে বলেছেন: "চাঁদ থেকে জ্যোৎস্নার পাতাগুলো
জলের টানে আকাশ ছেড়েছে"

কি দারুন ভাল লাগা। ভাল থাকবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগা আমাকেও ছুঁয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন .।।।

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

স্পর্শিয়া বলেছেন: দারুন ভালো লাগা।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: খুবই ভাল লাগল আপনাকে দেখে। অনেক অনেক ধন্যবাদ।

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । এক চিমটি সুখের লাগিয়া কত পথ বদল, দেয় না তো ধরা সেই সুখ, তবুও খুঁজে ফেরা- এতেই যেন সুখ !!

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ বলেছেন।
ভাল থাকবেন আশপাশ আলোকিত করে।

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

সায়েম মুন বলেছেন: স্নিগ্ধ কবিতায় ভাললাগা রইলো।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সায়েম ভাই। কেমন আছেন?
ভাল লাগল আপনাকে দেখে, আন্তরিক শুভ কামনা রইল।

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ মুগ্ধতায় ভরে গেলো মন ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: সব সময় আপনাকে পাশে পাই, আমার ব্লগের আঙিনা আলোকিত করে রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৯

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু । ভাল থাকবেন।

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

মেজদা বলেছেন: অজানা এক প্রাকৃতিক অনুভুতি, খুব চমৎকার লিখেছেন। ধন্যবাদ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: খুবই ভাল লাগল আপনাকে দেখে। অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

ফারিহা নোভা বলেছেন: খুবই সুন্দর। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: আমার ব্লগ আঙিনায় স্বাগতম। হ্যাপি ব্লগিং :)

৩০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

আহা রুবন বলেছেন: আ্মি ব্লগিঙএ নতুন, আপনার ব্লগে প্রথম এলাম। প্রথম লেখা পড়েই আপনার ভক্ত হয়ে গেলাম। এমন লেখাই যেন খুঁজছিলাম। পরে কথা হবে, আগে আপনার লেখাগুলো পড়ে নেই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কবিতার শিরোনামগুলো খুব সুন্দর হয়। আর আরজুপনিও দেখলাম একই কথা বলেছে। শুভেচ্ছা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপু, ভাল থাকবেন।

৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৪

রাবার বলেছেন: বিষাদভরা সুন্দর কবিতা ++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন ।

৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা।খুব ভালো লাগল
+++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার রুদ্র জাহেদ।
সব সময় পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

৩৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুন মোহনীয়তা ছড়িয়েছিলো লিখাটিতে। শুভকামনা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক উৎসাহ পেলাম আপনার মন্তব্যে।

ভাল থাকবেন।

৩৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


নিশির রূপের মতো এক অপরূপ মায়াবী পরিবেশে নিজকে প্রকাশ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাল লাগল আপনাকে দেখে।

৩৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

আলোরিকা বলেছেন: ' শঙ্কিত জীবন জুড়ে অঙ্কিত মেঘদল, আর চোখের জমিনে নিথর বানের জল ! ' ------- চমৎকার কাব্য :)

আমায় কেন এমন কবিত্ব গ্রাস করে না ! :(

অনেক শুভকামনা , ভাল থাকবেন :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

অপেক্ষায় থাকেন একদিন কবিত্ব আপনাকে গ্রাস করবে :)
শুভ কামনা রইল।

৩৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৬

সায়েদা সোহেলী বলেছেন: আপনি অবশ্যই ভালো লিখেন , তবে শিরোনাম গুলো বাড়তি প্রশংসা দাবী করে । পাঠের শুরু টাই হয় মুগ্ধতা দিয়ে !!!!

ভুলে যাবার পন গুলো ভুলে গিয়েছি, অবিরত সুখেরা পথ বদলে নিয়েছে,
তবুও আমি তার জন্য পথে নেমেছি,
আমার একটা কালো চাদর আছে,
আর সঙ্গী অন্তহীন পথের হাতছানি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন আপু,
অনেক অনেক ভাল লাগল আপনাকে দেখে। নতুন করে উৎসাহ দিয়ে গেলেন। ভাল থাকবেন সব সময়, সে শুভ কামনা রইল।

৩৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: খুবই ভাল লাগল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ তাহসিন ভাই। ভাল থাকবেন ।

৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

আরজু নাসরিন পনি বলেছেন: ভালো লাগা রইল ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: নতুন রুপে স্বাগতম। অনেক অনেক ভাল লাগা জানবেন আপু। আপনি হচ্ছেন আমার লেখালেখির উৎসাহের প্রাণ।

৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

মায়াবী রূপকথা বলেছেন: Sundor vaiya :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মায়াবী রুপকথা । খুবই ভাল লাগল আপনার মন্তব্যে।

৪১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

নীলপরি বলেছেন: কবিতাটা বেহালায় ওঠা করুন সুরের মতো লাগলো, যা মনকে ছুঁয়ে যায়। ++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্যটাও মন ছুঁয়ে গেল একরাশ ভাল লাগার অনুভূতি দিয়ে।

ভাল থাকবেন সব সময়।

৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৭

মিহির মিহির বলেছেন: "ভুলে যাবার পন গুলো ভুলে গিয়েছি, অবিরত সুখেরা পথ বদলে নিয়েছে,
তবুও আমি তার জন্য পথে নেমেছি,
আমার একটা কালো চাদর আছে,
আর সঙ্গী অন্তহীন পথের হাতছানি। "
ভ্য়ংকর ভালো লেগেছে লাইনগুলো। :)
শুভকামনা।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০১

মাহবুবুল আজাদ বলেছেন: সত্যিই অনেক ভাল লাগল আপনার মন্তব্যে।

ভাল থাকবেন।

৪৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

শুভ্র বিকেল বলেছেন: দারুণ কবি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভ্র বিকেল

৪৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০০

রোকেয়া ইসলাম বলেছেন: খুব সুন্দর। মন ছুঁয়ে যাওয়া কবিতা।
অনেক ভালো লাগা রেখে গেলাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপু, আপনার বইটা এখনো পড়া হয়নি, অপেক্ষায় আছি একটু ব্যাস্ত সময় যাচ্ছে।

৪৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

এযুগেরকবি বলেছেন: একটা সাদা কাগজ ছিল, সাথে ছিল একটা বেপরোয়া কলম,
তাতে কি?
একটা হাসি মাখা মুখ তো আঁকা যেত।
তবে বাতাস কেন মিথ্যে অবহেলা কিনে বেড়ায়,
কেন ঘর ছেঁড়ে নিঃশ্বাস গুলো প্রজাপতির রঙিন পাখায়
ধুসর সময়ের মাঝে বেঘোরে প্রাণ ফেরি করে?
আমার জানা নেই, অজানাই থাক,
আলো নিভে যাবে, ধোঁয়া টাও ধীরে ধীরে উবে যাবে।


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: ওহহহহহো এত্ত প্লাস, মুগ্ধ হয়ে গেলাম এযুগেরকবি

ভাল থাকবেন শুভেচ্ছা রইল।

৪৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

বিজন রয় বলেছেন: নতুন কবিতা চাই কবি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ উৎসাহ পেলাম, অনেক অনেক ধন্যবাদ।

একটু ব্যস্ততার মাঝে সময়টা যাচ্ছে। তাই আপাতত দেরি হচ্ছে । খুব শীঘ্রই ফিরব।

৪৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

এযুগেরকবি বলেছেন: পুনঃ পুনঃ
ভাললাগে জানবেন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা রইল।

৪৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার কথা মালা ,আমি মুগ্ধ । ভাল থাকুন সব সময় ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: সেই জানুয়ারীর পর আর লিখেন নি।

অসম্ভব সুন্দর একটা কবিতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: লেখালেখির জন্য সময় করে উঠতে পারছিনা। অনেক ধন্যবাদ আন্তরিক মন্তব্যের জন্য।

৫০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার! বিষাদময় কবিতা মন বিষণ্ন করে দিলো। তারপরেও ভালো লেগেছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৫১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

দৃষ্টির সীমানায় বলেছেন: ভুলে যাবার পন গুলো ভুলে গিয়েছি, অবিরত সুখেরা পথ বদলে নিয়েছে....
ভাল লাগলো অনেক +++++++++++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন। :)

৫২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: শিরোনাম প্রায় অসম্ভব ভাল লেগেছে।

কবিতায় ভাল লাগা রেখে গেলাম।
+++++

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগা কবিতায় আঙ্গিনায় আলো ছড়িয়ে গেল।
অনেক অনেক শুভ কামনা রইল।

৫৩| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৬

অতঃপর হৃদয় বলেছেন: আমি অভিভূত।

১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১১

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার সাথে আমিও মুগ্ধ। ভাল লাগা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.