নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

শব্দহীন, স্বপ্নহীন প্রতিদিন ডুবছি এ নগরে

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯



গলিত মোমের মত, গলে যাচ্ছে পর্দাটা, ভোরের দরজায়,
ছোট্ট একটা গল্প মোহনার সন্ধ্যায়,
আমাকে ডাকে-কখনো মৃদু ঢেউ, কখনো তীর ভাঙা সুরে।
আমার ব্যকুল শ্রাবণ, মুগ্ধ নয়ন, জলের ধারায়, বটের ছায়ায় তীর্থ শয়ন
কোন সে আশার ভিড়ে।
অস্থিরতায় ভাসছে চোখ পালহীন এই নগরে,
পুরনো মলিন হাসিদের ইতিহাস কিছুটা ধুলোয় নিরব-নিথর পাড়ার বিকেল ছাদে।
কোলাহলের ঘুড়ি সুতো ছিঁড়ে বহুদূরে , আর আমি
শব্দহীন, স্বপ্নহীন প্রতিদিন ডুবছি এ নগরে।

পোড় খাওয়া দিন, আজ থেকে কাল, দিনলিপির ধারাপাতে,
মিশে আছে মুষড়ে পড়া, ভাঙা শামুকের সৈকতে।
দাঁড়ি কমার আচ্ছাদনে নিঃশ্বাস হেলে পড়ে
নুনহীন অন্নহীন কুঁড়ে ঘরে।
তবুও যাচ্ছে দিন বিরামহীন শত ছিন্ন এ নগরে।

বদলে দেবার গল্পে হ্যমিলনের বাঁশিওয়ালা আসেনি ফিরে,
ঘুনে ধরা বাঁশি আছে, মৌনতা ভাঙ্গার এ বিরান প্রান্তরে,
একদিন বৃষ্টি আসবে জানি, কাঁদাজল তোমার সঙ্গী হয়ে
সে আশার মুগ্ধতা জুড়ে থাক প্রাণহীন এ নগরে।

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪

ছেদা বোতল বলেছেন:
-




ভাই, এইটা কি পুরান ঢাকায়?

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৩:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: নাহ :)

২| ১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মনকে বিষণ্ণ করে দেওয়া ভাবনা কাব্যে পরিস্ফুট।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৩| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২২

বিজন রয় বলেছেন: আহ! আরো একটি নতু কবিতা!
দারুন।

শেষ দুইলাইনের আশায় বুক বাঁধতে পারি।
হতাশার মাঝে আশা দেখানোর কবিতা।

আরো চাই, আরো।

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: উৎসাহের জোয়ার দিয়ে গেলেন, দেখা যাক কতদুর ভেসে যাওয়া যায়।


অনেক অনেক শুভ কামনা।

৪| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

ক্লে ডল বলেছেন: শিরোনামটা সম্মোহনী। ভাল লাগল কবিতাটিও।

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: বদলে দেবার গল্পে হ্যমিলনের বাঁশিওয়ালা আসেনি ফিরে,
ঘুনে ধরা বাঁশি আছে, মৌনতা ভাঙ্গার এ বিরান প্রান্তরে,
একদিন বৃষ্টি আসবে জানি, কাঁদা জল তোমার সঙ্গি হয়ে
সে আশার মুগ্ধতা জুড়ে থাক প্রানহীন এ নগরে।

সুন্দর +

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় আন্তরিক কৃতজ্ঞতা রইল।

৬| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । বেশ ভাল লেগেছে ।

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:১২

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা।

৭| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৬

কানিজ রিনা বলেছেন: অনেক অনেক ভাল লাগা। ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় উৎসাহিত।

৮| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১০

শায়মা বলেছেন: আমি চাই হ্যামিলনের বাঁশিওয়ালা ফের ফিরে আসুক তারপর ধরে নিয়ে যাক সকল কুমানুষ অমানুষদেরকে! :)

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: আমরা সবাই তাই চাই। সুন্দর একটা পৃথিবী ।

৯| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪২

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার কবিতা ,অনেক ভাল লাগা রইল ।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগার অনুপ্রেরণা ছুঁয়ে যাক সব কিছু, ভাল থাকবেন।

১০| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১২

সালমান মাহফুজ বলেছেন: সহজ সুন্দর শব্দপুঞ্জে একটা নিগূড় অনুভূতির প্রকাশ !

নাগরিক জঞ্জালে এক টুকরো স্বস্তির আভাস !

কাঁদা জল < কাঁদাজল
সঙ্গি < সঙ্গী
প্রানহীন< প্রাণহীন

শেষের দিকে এসে শব্দগুলো চোখে বাঁধল ।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: কেমন করে যে ভুল গুলো থেকে যায় , টেরই পাইনা, যাই হোক অসংখ্য ধন্যবাদ।

১১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

উম্মে সায়মা বলেছেন: একদিন বৃষ্টি আসবে জানি, কাঁদাজল তোমার সঙ্গী হয়ে
সে আশার মুগ্ধতা জুড়ে থাক প্রাণহীন এ নগরে।

আমরা আশায় বুক বাঁধি। বেঁচে থাকার অন্যতম অবলম্বন। কবিতায় ভালো লাগা ভাইয়া....

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আন্তরিক শুভ কামনা রইল।

১২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

সুমন কর বলেছেন: কবিতা আস্তে আস্তে ভালো হয়েছে। দারুণ লাগল।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগার রেশ উৎসাহের সূত্রপাত ।

১৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৫

নিতাই পাল বলেছেন: তবুও যাচ্ছে দিন বিরামহীন শত ছিন্ন এ নগরে।
ছিন্নমূল মানুষের কথা কবিতায় প্রকাশ পাওয়াতে কবিকে ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ।

১৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,



বাঁশিওয়ালা হ্যমিলনিয়ানদের এই প্রাণহীন এ নগরে পাবেন কই ?
বৃষ্টি পাবেন , হাটুজল পাবেন , খানাখন্দ পাবেন ।

তবু ও নগর আমার । এ নগরে প্রান জাগাতে আমি আছি ------------------
কবির এমন ভাবনার সাথে এ নগরবাসীও ঘুনে ধরা বাঁশিটি বাজাতে প্রস্তুত ।

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২

মাহবুবুল আজাদ বলেছেন: বেশ ভাল বলেছেন।

এ নগরে প্রাণ জাগাতে আমরা সবাই একমত।

১৫| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২

মাহবুবুল আজাদ বলেছেন: উৎসাহ দিয়ে গেলেন। আন্তরিক শুভ কামনা।

১৬| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩

নীলপরি বলেছেন: কবিতার রেশ সাথে থেকে যায় । ++++

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ভাল লাগা।

১৮| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: শব্দহীন, স্বপ্নহীন প্রতিদিন ডুবছি এ নগরে -- একটি সুন্দর অভিব্যক্তি, যথোপযুক্ত শিরোনাম।
প্রতিটি স্তবকের কাব্যিকতায় মুগ্ধ হ'লাম। কবিতায় ভাল লাগা + +
ক্লে ডল এবং শায়মা এর মন্তব্য দুটো ভাল লেগেছে। +

৩০ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: ১৪ ই আগস্ট আমার মা মারা যান, তাই আপনার মন্তব্যের জবাব টা দেয়া হয়নি, দোয়া রাখবেন উনার জন্য।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৯| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

আখেনাটেন বলেছেন: নগর সভ্যতা কবির মনে কি বিষাদ এনে দিল? গ্রামের সবুজ থেকে কিছু টাটকা অক্সিজেন নিয়ে অাসুন।

ভালোলাগা কবিতায়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক ।

২০| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: ১৪ ই আগস্ট আমার মা মারা যান, তাই আপনার মন্তব্যের জবাব টা দেয়া হয়নি, দোয়া রাখবেন উনার জন্য। - অত্যন্ত বেদনাহত হ'লাম আপনার এই অপূরণীয় ক্ষতির কথা জেনে। আমার পবিত্রতম প্রার্থনা রইলো আপনার প্রয়াত মায়ের জন্য। আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাঁর ছোট বড় সকল গুনাহ মা'ফ করে দিন, তাঁর ক্ববরকে শান্তিময় করুন এবং শেষ বিচারের দিনে তাঁকে জান্নাত নসীব করুন!
দুঃখিত যে আপনার প্রতিমন্তব্যটি আগে দেখিনি, সম্ভবতঃ সময়মত নোটিফিকেশন না আসার কারণে।
শুভকামনা...

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাদের মত আন্তরিক ব্লগাররা-ই এ ব্লগের প্রাণ, যার জন্য হয়ত আজও টিকে আছি আর এগিয়ে যাবার প্রেরনা পাই।
আশা রাখি সাথে থাকবেন সব সময় আলোকবর্তিকা হয়ে।

অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.