নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

ঈদে বাড়ি যাচ্ছি মা, যে বাড়ির ঠিকানা তোমার জন্য বদলে গিয়েছে

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫০



ঈদে বাড়ি যাচ্ছি মা, অনেক কষ্টের পথ পার করে যাব,
হয়ত তোমার ঘরের ঝুরঝুরে মাটিতে কিছু দূর্বাঘাস জন্মেছে,
আমি তাই দেখতে যাব।
পাশের লাল মসজিদের আযান শুনতে যাব, তোমার অনেক কাছে আসব।
শুধু দেখব না , তোমার পা ছুঁয়ে সালাম করা হবেনা আর কোনদিন,
তবুও ঈদে বাড়ি আসব মা। একরাশ শূন্যতা দেখতে আসব,
কাল বাদে পরশু ঈদ, এতটা দেরি করে যাওয়া হয়না,
আর কোনদিন তুমি ফোন করে বলবে না,
বাবা আসবি কবে, রওনা হবি কখন, সকাল সকাল আসিস।
বাবা একটা নতুন কাপড় আনিস, একটু হালকা দেখে,
ভারি কাপড় পড়তে পারিনা, মা আমার শেষ বার আনা তিনটে কাপড়
এখনো পড়ে আছে, আর কোনদিন তোমার পরা হবেনা,
আমি সেই কাপড় গুলো ছুঁয়ে দেখতে আসব মা,
এখনো যে তোমার ঘ্রান লেগে আছে।
নামাজ শেষে ঘরে ফিরে আর কখনো সেমাই, পিঠা হবেনা,
বলবে না তোর বাবার কবর জিয়ারত করে আসিস
সকাল সকাল কিছু খেয়ে নে, কোরবানির মাংশ আসতে তো অনেক দেরি,
সব থেমে গেছে, প্রানান্তকর ভাল থাকার চেষ্টায় আমি অনেক ক্লান্ত।
আমার আকাশ থমকে গেছে, আমি একা একা আকাশের তারায় তোমায় দেখিনা মা,
আমার চোখ যে ঝাপসা হয়ে যায়।
জীবনের গল্পটা স্থবির হয়ে গেছে , যে গল্পের প্রতিটি পাতায় তুমি ছিলে,
আজ প্রতিটা শব্দ কেঁদে যায়, ভিজে যায় আমার পথ চলার পৃষ্ঠা।
ভাল থেকো মা, অনেক ভাল। আর বাবাকে বলো আমরা অনেক ভাল আছি।

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৭

ইরিবাসের রাত বলেছেন: চরণে চরণে বেদনাবোধ ছোঁয়ানো। অপূর্ব।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: ঈদ মোবারক, ভাল থাকবেন।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২

করুণাধারা বলেছেন: মায়ের প্রতি আন্তরিক কথামালা মন ছুঁয়ে গেল। প্রার্থনা করি আপনার মা বাবা ভাল থাকুন,আর আপনি যেন শোকের ছায়া থেকে বেড়িয়ে আসতে পারেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন, ঈদের শুভেচ্ছা রইল।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৩

মৌমুমু বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন কথাগুলো। কোন লিখা পড়ে অটোমেটিক চোখ বেয়ে পানি চলে এলো। পড়ছিলাম আর ভাবছিলাম, আল্লাহ্ না করুন আম্মু না থাকলে আমার কেমন লাগবে!!
খুব ভালোলাগা রইল ভাইয়া আপনার কবিতায়।
ভালো থাকবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই মা কে কখনো অবহেলা করবেন না, তার জন্য যখন যা করার ইচ্ছা সেটা বাকি রাখবেন না, আমার তো কত কিছুই বাকি ছিল এ আফসোস কি কোনদিন মুছতে পারব?

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

সুমন কর বলেছেন: ভাল থেকো মা, অনেক ভাল। আর বাবাকে বলো আমরা অনেক ভাল আছি।

অগ্রীম ঈদের শুভেচ্ছা...... !:#P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: বিলম্ব ঈদের শুভেচ্ছা।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫০

আব্দুর রহিম p.t বলেছেন: সুন্দর। ধন্যবাদ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল !!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: নির্মম বাস্তবতা, ভাল থাকবেন।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

জাহিদ অনিক বলেছেন: কবিতাটা অন্যরকম । ভাল লাগলো।

হয়ত তোমার ঘরের ঝুরঝুরে মাটিতে কিছু দূর্বাঘাস জন্মেছে,
আমি তাই দেখতে যাব। -
কবির মাতৃ বিয়োগের পরবর্তী ইদের বেদনা স্পষ্ট প্রকাশ পাচ্ছে দুর্বাঘাসের উপমায়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: আসলে ভাই কখনো ভাবিনি এবারের ঈদ বাবা মা হীন এমন একা একা করতে হবে। যাক এটাই সবার নিয়তি।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: জীবনের সবচেয়ে কঠিন কবিতা।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

শাহানাজ সুলতানা বলেছেন: ঈদ শুভেচ্ছা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকেও ঈদের শুভেচ্ছা।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৮

উম্মে সায়মা বলেছেন: হৃদয়ে বিষন্নতা ছুঁয়ে গেল। ভালো থাকুক মা....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: দোয়া রাখবেন , ভাল থাকুন সব সময়

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

হৃদয় ছুঁয়ে গেল।

শুভকামনা রইল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন , ইদানিং খুব বেশি একটা দেখিনা আপনাকে, কেমন আছেন?

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: মন ছোঁয়া লেখা +++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল থাকবেন ।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। শুভেচ্ছা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লাগলো +

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ কামনা রইল।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

মলাসইলমুইনা বলেছেন: আমি ভীষণ শক্ত মানুষ সৰ সময়ই | নিজে দাবি করি | বিশ্বাসও করি | তবুও চোখ ছলছল করলো আপনার লেখা পরে | আমারও আম্মাকে মনে পড়লো | অনেক বছর দেখিনা যে |

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০১

মাহবুবুল আজাদ বলেছেন: যে মমতা অস্বীকার করা যায়না, যে আগলে রাখার হাত এত শক্ত- সে যদি কাছে না থাকে তাহলে চোখ তো জলে ভাসবে।

অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন ।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,




কান্নায় হৃদয় ভারাক্রান্ত করে দেয়ার মতো । কবিতা বলবোনা , বলবো এক বেদনার্ত অনুভবের অসমাপ্ত গল্প ------
তবুও ঈদে বাড়ি আসব মা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
বাবা মা হীন জীবনের প্রথম ঈদ। তাই খারাপ লাগাটা অনেক বেশি ছিল।

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন।

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:



বেদনায় বেদনায় চলতে চলতে শেষ লাইনটা আরো থমকে দিল । আপন জগতের সবচেয়ে উজ্জল দুই তারকা গেল মুছে, কার কাছে খুঁজবো শান্তনা....

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: নিজেই নিজেকে সান্তনা দেই, এছাড়া আর কিছু করার নেই, বাবা চলে গেছে ২৫ বছর আগে, আর মা এবার, অনেকে তো কিছু বোঝার আগেই বাবা মা হারিয়ে ফেলে, আমি তাদের থেকে সৌভাগ্যবান।
ভাল থাকবেন।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮

শায়মা বলেছেন: শিরোনাম দেখেই পড়তে এসেছিলাম ! আর পড়ে .... :(

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: খুশি হলাম আপানকে দেখে। দোয়া রাখবেন।

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩

বিলিয়ার রহমান বলেছেন: মাহবুবুল আজাদ

মায়ের ঘরের ঝুরঝুরে মাটি কথাটি পড়তেই চোখটা আর্দ্র হয়ে গেল!


সুন্দর লিখেছেন!


++

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, মায়ের জন্য আবেগের স্থান অনেক বেশি উপরে, যার সবটা জুড়ে থাকে সে।

২১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

Imtiaz Arnab বলেছেন: দারুন

০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ কামনা রইল, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.