নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
মা আজ দিনগুলো কেমন জানি, স্বপ্নেরা উবে গেছে, চেনা ঘ্রাণ , চেনা বিছানা, প্রতিটা কোনে তোমার রেখে যাওয়া স্মৃতি গুলি বড্ড জ্বালাতন করে। গেট খুলে বাসায় ঢুকতাম তুমি এগিয়ে আসতে, আসছিস বাবা, হুমম, হাত মুখ ধ্যে খেয়ে নে। আমি তো আসি মা বারবার কই আর তো এগিয়ে আসোনা , বলনা বাবা আসছিস, কেন মা এটা কি খুব কঠিন বলা, কেন এতটা বোবা হয়ে গেলে। পৃথিবীর শব্দ গুলো কেন এত তাড়াতাড়ি হরিয়ে গেল তোমার কাছ থেকে।
তবুও আমি আসব বারবার- যে দুয়ার খুলে তুমি বের হতে আমি দুয়ারে কড়া নাড়ব। কত হিসেব বাকি ছিল সেগুলো আর মেলেনা, মিলবেওনা কোনদিন। আমার উচ্ছ্বাসের কোলাহল থেমে গেছে, বৈশাখ, ফাগুন, বর্ষায় যখন সবাই উৎসবের রঙে ভেসে যাবে, তখনো আমি আসব তোমার কাছে, আমার উৎসব তুমি, আমার জীবনের রঙ তুমি, যা কোনদিন মলিন হবার নয় মা।
কত কথা জমে ছিল, কিছু স্বপ্ন ছিল আমাদের ছোট্ট চারটা দেয়াল জুড়ে, আমি আর কোনদিন সে স্বপ্ন আঁকতে পারব না। আমার রঙ তুলি সব ধুসর হয়ে গেছে। বেছে বেছে মাছ গুলো ফ্রিজে রেখে দিতে, আমি বাড়ি আসলে রান্না হত, ফ্রিজটা খালি পড়ে আছে, রান্না ঘরটা শুকনো, হাড়িপাতিল গূলো খরখরে , এ ঘরে আর উনুন জ্বলেনা মা, আমার নিঃশ্বাস ভারি হয়ে যায়, কোন মায়ার চাদরে মুড়ে রেখে গেছো হারিয়ে যেতে চেয়েও আবার ফিরে আসি।
আঙুল গুলো কাঁপে, যে ছোট্ট হাতের আঙুল ধরে এ পৃথিবীর বুকে আমায় চলতে শিখিয়েছিলে, আজ সে হাতে তোমার কবরের মাটি ছুঁয়ে যাই, তুমি দেখতে কি পাও মা, আমার ঝাপসা চোখে আমি তোমায় দেখিনা, শুধু বুকের ভিতর অস্থিরতার জলে আমি ডুবে যাই। এতটা গহীনে ডুবে যাই- পৃথিবীর কোন মায়া আমায় খুঁজে পায়না।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: এত সুন্দর একটা মন্তব্য মন ভাল করে দিল, ভাল থাকবেন,
অনেক অনেক শুভ কামনা রইল।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭
রেইড ইন স্কাই বলেছেন: আপনার লেখা চোখ ঝাপসা করে দিল। যে মায়েরা চলে গেছে তাদের মাগফিরাত কামনা করছি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
কসমিক রোহান বলেছেন: তূলনাহীন নিঃস্বার্থ মমতা,
নিজের স্বাচ্ছন্দ সুখ ত্যাগ করা,
সবটুকু ভালোবাসা দিয়ে জড়িয়ে নেয়া,
-এগুলো শুধু মায়েরই বৈশিষ্ট্য..
সন্তানদের প্রতি যে ব্যকুলতা মায়ের, আমরা কজনই উপলব্ধি করি?
মমতাময়ীকে সৃষ্ঠিকর্তা আরো পরম মমতায় আগলে রাখুন, এই কামনা.
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর করে বলেছেন। মুগ্ধতা, আপনার লেখাও অনেক চমৎকার।
ভাল থাকবেন নিরন্তর ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫০
মনিরা সুলতানা বলেছেন: হৃদয় ছোঁয়া লেখা !
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
দোয়া রাখবেন ।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
বিজন রয় বলেছেন: পৃথিবীতে সবচেয়ে প্রিয়জন হলো 'মা'।
তাই এই লেখায় মা'কে উদ্দেশ্য করে বলে গেলাম...............
প্রিয়জন....
স্বপ্ন রেখে গেলাম
স্মৃতি রেখে গেলাম
প্রতিশ্রুতি রেখে গেলাম....
অনেক ভাললাগা লেখায়।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১
মাহবুবুল আজাদ বলেছেন: মা বেঁচে থাকতে অনেক কিছুই বোঝা যায়না,
অনুভূতি গুলো কেমন করে জানি চুপ করে থাকে। আর যখন থাকেনা তখন অনুভুতির তীব্রতা বোঝা যায়।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
পৃথিবীতে মায়ের সাথে আর কোন কিছুর তুলনা হয় না। আমাদের শ্রেষ্ঠ উপহার হচ্ছে “মা”
ভালো লিখেছেন ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় শাহরিয়ার কবীর
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
সোহাগ সালেহ বলেছেন: লেখাটা পড়তে পড়তে মনটা ভিজে উঠলো। কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম। কোথায় যেন হারিয়ে গেলাম....
পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক। নিরাপদে থাকুক। কোন সন্তানকেই যেন মায়ের জন্য এভাবে দু:খগাঁথা লিখতে না হয়....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই পৃথিবীটাই এমন।
ভাল থাকবেন নিরন্তর ।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: মনকে নাড়া দিয়ে গেলো
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক বেশিই নাড়া দেয়
৯| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৫
নীরদ অর্ণব বলেছেন: মা কখনও হারিয়ে যায় না। তারা সবসময় আমাদের পাশেই থাকে । তবে হ্যাঁ অনেক মা তাদের সন্তানকে বুঝতে পারে না।
আপনার লেখা ভীষণ মর্মস্পর্শী ।
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
১০| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫
মলাসইলমুইনা বলেছেন: মাকে নিয়ে আপনার লেখাটা পড়ে একটা কথাই শুধু বলতে ইচ্ছে করছে, বিউটিফুল !
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৬
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল থাকুন সব সময় ।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬
কথাকথিকেথিকথন বলেছেন:
সকল সন্তানদের হৃদয়ে মা এমনিভাবে ধরা দেয় । মায়ের সুখ, ত্যাগ অতুলনীয় । একদিন সবাই চিরতরে হারিয়ে যায়, মায়েরাও হারিয়ে যায় । তবে স্মৃতির গভীরতায় শুধু হারিয়ে দিতে পারে মায়েদের আঁচলটুকু, এ বড্ড অমূল্য অলঙ্কার । সন্তানের চোখ মাহীন অন্ধ, সন্তানের হৃদয় মাহীন অন্ধকার ।
ভাল লেগেছে মায়ের ছায়ার ঘুরে আসা ।