নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
মায়া হঠাৎ আড্ডায় একটা প্রশ্নবোধক চিহ্ন ভুল করে সবার মাঝে রেখে হারিয়ে গেল নিমিষে,
জনে জনে শুরু গুঞ্জন, ঘটনা, রটনা, কত কি, এতগুলো মানুষের অবাক বিহবল দৃষ্টি মুছে
কোন উত্তর কারো কাছ থেকে পাওয়া গেল না।
শহুরে খোশমেজাজে পরিচিত রোদ আর গাঁয়ের সরু পথে কিছুটা ধুলোমাখা পড়ন্ত রোদ
কতটা মায়ার, পাশের কেয়ার কাঁটা শিস তোলে বলে যায়।
না বোঝার ভান করে কোকিল শালিক,
আর আমরা বুঝে বুঝে আবারো প্রশ্নের কাছে ফিরি,
আহা কিছু মায়া, কিছু কষ্ট- কিছু সময় রয়ে যায় অগোচরে কিছু কথা অস্পষ্ট।
অবহেলার উপাসনা, বিবাদি বাতাস মোড়ে মোড়ে বিষাদের দেয়াল লিখে যায়,
আমরা আবার ও হতবাক এ মিছিলে কি যাব,
না থাক কেতাদুরস্তপনা লাঠিতে ঠকঠক, পুরনো অক্ষরশূন্য জমিদারি
মাথা চাড়া দিয়ে উঠে কাঁচের গ্লাসের জলে।
পাঞ্জাবির ভাঁজ, আর কিছুটা ক্ষয় হওয়া জুতো চেনা অলিগলিতে সরবে আড্ডায় মাতে।
মায়া এখনো কাটলো না, সেদিনের মাঠের ঘাস এখনো বাকবিতণ্ডায় লিপ্ত,
কিন্তু আমরা নির্লিপ্ত,
বিভেদের দেয়াল জুড়ে একটা বটগাছ জন্মাক, তার ছায়ায় বসে থাকব,
প্রশ্নটা বট ফলের মত একটা টোকা দিয়ে যায়, কে করে তার খেয়াল,
অসমাপ্ত উনুনের একপাশে ভেজা খড়, জীবনের অপেক্ষায় আগুনের মায়া খোঁজে।
২৮/০৯/২০১৭
আরাকাশান রোড, নিউ দিল্লী।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।
শুভ কামনা ।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ বাস্তবতা তুলে ধরেছেন কবিতায়, কত সহস্র বছরের প্রতীক্ষা যেন কবিতার প্রতিটি লাইন জুড়ে। একটা বটগাছ আমরা চাই... যে গাছের ছায়ায় নিশ্চিন্ত মনে বসে ছাড়বো তৃপ্তির শ্বাস, চোখে ভেসে উঠবে অতৃপ্ত আত্মার কিছু মুখময় স্বপ্ন, একটি বটগাছ হয়ে উঠবে নির্ভরতার প্রতীক।
মুগ্ধতা রইল কবিতার কথামালায়, শুভকামনা জানবেন প্রিয় কবিবর।
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্য নতুন কিছু প্রাণের শব্দ জুড়ে দিল কবিতায়,
অনেক অনেক ধন্যবাদ।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মায়ার খেলা!
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৩
মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই তাই - রুপক
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
জীবন মানে মায়া আর মায়া !!
খুব ভালো লিখেছেন, ভাই ।
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: এ মায়ায় কেটে যায় কত কাল , কখনো কিছু প্রাপ্তি, কখনো সব শূন্য
৫| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩২
মলাসইলমুইনা বলেছেন: "অসমাপ্ত উনুনের একপাশে ভেজা খড়, জীবনের অপেক্ষায় আগুনের মায়া খোঁজে | " উদাসী করে দিলেন তো কবিতা পড়িয়ে জানিনা কেন, কিসের মায়ায় যেন | কত কাজ এখনো বাকি ....| তবুও সুন্দর | ধন্যবাদ নিন |
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮
মাহবুবুল আজাদ বলেছেন: কবিতা ছুঁয়ে গেল আপনাকে, সার্থক।
আন্তরিক শুভ কামনা জানবেন।
৬| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩
খায়রুল আহসান বলেছেন: আহা কিছু মায়া, কিছু কষ্ট- কিছু সময় রয়ে যায় অগোচরে কিছু কথা অস্পষ্ট - চমৎকার একটি চরণ, যা পাঠকের মনে ভাবের সঞ্চার করে।
অগোচরে রয়ে যাওয়া কিছু সময়, অব্যক্ত, অস্পষ্ট কিছু কথা, মায়াময় কিছু কষ্ট, - সবই মনে হয় আমাদের যাপিত জীবনের অবিচ্ছেদ্য অংশ।
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: এত সুন্দর একটা মন্তব্য কবিতার সার্থকতা বাড়িয়ে দিল।
অসংখ্য ধন্যবাদ ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,
মায়া বড় কুহকিনী ।
মায়ার ঘোর লেগেছে কবিতার গায়ে । কিছুটা ধুলোমাখা পড়ন্ত রোদে পড়ে থাকা মায়াময় কবিতার মেঠোপথ ।
০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০
মাহবুবুল আজাদ বলেছেন: যথার্থ বলিয়াছেন ।
৮| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০
মনিরা সুলতানা বলেছেন: ঊইড়া যায় বক পক্ষী
ছাইড়া যায় মায়া !!!
মায়া বড্ড ভয়ঙ্কর ; মাথার উপর অবিরাম ছায়া দিতে থাকা নিশ্চিত নির্ভরতার জনের মায়া আরও খানিক বেশি _
০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: কথা সত্য, অসংখ্য ধন্যবাদ ।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ময়ার এ বাধনে বেধনা আমারে
তুমি ভুলিতে দিলেনা তোমারে।
ভাল হইয়াছে কবিতা খানি।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৪
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ ভাল লাগা।
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
জুন বলেছেন: বিভেদের দেয়াল জুড়ে একটা বটগাছ জন্মাক, তার ছায়ায় বসে থাকব,
বটবৃক্ষের ছায়া যাকে বলে মাহবুবুল আজাদ ।
ভালোলাগা রইলো ।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
সবার এ ছায়া থাকেনা।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বিভেদের দেয়াল জুড়ে একটা বটগাছ জন্মাক, তার ছায়ায় বসে থাকব,
প্রশ্নটা বটফলের মতো একটা টোকা দিয়ে যায়, কে করে তার খেয়াল,
অসমাপ্ত উনুনের একপাশে ভেজা খড়, জীবনের অপেক্ষায় আগুনের মায়া খোঁজে।
চমৎকার একটা কবিতা পড়লাম।