নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

জেগে উঠুক উপসংহার অযাচিত স্বপ্নের ঘোরে

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১



চলে যাক আনমনে অস্তিত্বের রেখা, জেগে উঠুক ঘোর স্বপনে অযাচিত সব ব্যাথা ।
যা ছিল নিয়ে যাক গহীন থেকে আরও গহীনে, নিমজ্জিত হোক করুণ সুর।
এ পথে আসা যাওয়া, ক্লান্ত পদচিহ্ন আর ধুলোর রণক্ষেত্র ফের বদলে যাক,
মুছে যেতে থাকে যুদ্ধের ইতিহাস, অগণিত রক্ত কণিকা,
যে মাঠে খেলেছে, সেখানে গোলা বারুদ জ্বলজ্বল চোখে
চেয়ে রয়।
আমিও একদিন লড়াই করেছিলাম একটা সবুজ দূর্বা ঘাসের জন্য,
একটা মেঠো পথের জন্য, এক থালা ভাত, আর এক মায়াময়
চোখে তাকিয়ে থাকা মায়ের জন্য।
আমি জিতেছিলাম হৃদয়ের কোঠর থেকে
উস্কে দেয়া হাসি, হয়েছিলাম আলোকিত এক
গল্পের পৃষ্ঠা। তবে সে পৃষ্ঠা মলাটে বাধা বই হয়নি একটা পরিচ্ছদ মাত্র,
তারপর থেমে যায় গল্পকার,
জমে থাকা সময় ফুরিয়ে গিয়েছিল আমার অজান্তে,
আর উপসংহার অপেক্ষায় আছে, এখনো ফেরা হয়নি, পথেই আছি।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা রইল, ভাল থাকুন নিরন্তর ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

জাহিদ অনিক বলেছেন:



ফেরা হোক-- শেষ হোক পথ;
হোক উপসংহার

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: এমনটাই যেন হয় । ভাল থাকবেন ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

দিলের্‌ আড্ডা বলেছেন: মনের ভাব প্রকাশ করতে মাঝে মাঝে লিখবেন, পড়বো।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: বেশ ভাল লাগল আপনার মন্তব্য। অনেক অনুপ্রেরণা পাওয়া গেল।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

ফারিহা নোভা বলেছেন: নতুন লেখা। বাহ :D

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

মাহবুবুল আজাদ বলেছেন: হুমম জি

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:


যেখানে এতো বিজয় সেখানে কী উপসংহার টানার দরকার পড়ে ! এভাবে চলুক বিজয় রথ...

কবিতা বেশ লেগেছে ।

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ শুভেচ্ছা রইল ।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!!

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা জানবেন ।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: হুম, এবার ফিরে আসুন......লেখা ভালো হয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,




কোনও গল্পকারই জীবনের গল্পগুলোর উপসংহার টানতে পারেন না !
পথ ফুরোবার আগেই ফুরিয়ে যায় পথ, শেষের স্বপ্নটুকু আর দেখা হয়ে ওঠেনা.............

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: যথার্থ বলেছেন।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

মলাসইলমুইনা বলেছেন: কোনো বইয়ের বা গল্পের উপসংহার এখনই টানার কোনো দরকার নেই ....| মায়ের জন্য, দূর্বা ঘাসের জন্য, মেঠো পথের জন্য লড়াই -সেট বেঁচে থাকবেই হৃদয়ের গভীরে কোনো স্মৃতির অলিন্দে | পৃথিবীর পথে প্রান্তরে তাই চলুক না আরো কিছুদিন ঘুরা ফিরা - লেখালেখির ফেরিওয়ালা হয়ে ক্ষতি কি ? অনেক দিন পর লিখলেন | কবিতা ভীষণ ভালো লাগলো |

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগার রেশ কিছুটা প্রাণ দিয়ে গেল লেখায়।
মুগ্ধতা অপরিসীম।
ভাল থাকবেন, সাথে থাকার জন্য অসংখ্য শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.