নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

বর্ষায় জাগুক প্রাণ, মিহি জলের গান

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৭


প্রতি বছর বর্ষা এলেই একটু নৌকা ভ্রমণ হবে না তা কি করে হয়।
হবিগঞ্জ শহরের পাশেই লাখাই অঞ্চল, বর্ষায় সাঁজে এক নতুন রুপে, সারা বছর কেবল নদীর অংশেই অল্প বিস্তর পানি থাকে, কিন্তু বর্ষা এলে সে ভাসে এক অনাবিল জলের উচ্ছ্বাসে। সে উচ্ছ্বাসের টান অবহেলা করা যায়না, মনের অজান্তেই কি করে যেন কিছুটা নাগরিক জীবনের ব্যাস্ততা কে ফাঁকি দিয়ে চলে যাই।

হবিগঞ্জ সদর থেকে সিএনজি অটোরিক্সা, বাস, মাঝে মধ্যে দু একটা চান্দের গাড়ি ও দেখা মিলে, এতে করে আধা ঘণ্টায় আপনি পৌঁছে যাবেন, বুল্লা বাজার, দু তিন টা ঘাট আছে, আমরা একটা ডিঙ্গি নৌকা ভাড়া নিয়েছিলাম, নৌকার ক্যাপ্টেনের দায়িত্ব নিয়েছিল আমার কাজিন, ২০০ টাকায় ভাড়া করা হয়েছিল, বড় ইঞ্জিনের নৌকা ভাড়া করতে চাইলে ৫০০-৭০০ টাকা লাগবে। আমাদের কোন ধরা বাঁধা সময় ছিল না, যতক্ষন বাওয়া যায়।

আমারা প্রায় ঘণ্টা দেড়েক ছিলাম, পাশ দিয়ে কখনো ধানের নৌকা চলে, কখনো বালু বোঝাই বিশাল নৌকা, কখনো কিছু জেলে নৌকা, মোটামুটি বেশ ভাল লাগার একটা অনিভুতি। কিছুটা পাশে নিয়ে আমরা নৌকা টা এমনি রেখে দিয়েছিলাম, তারপর হালকা দুলছিল নৌকা, এমন সময় অদ্ভুত একটা ভাললাগা কাজ করবে আপনার, পড়ন্ত বিকেলে সব যেন স্বপ্নের মত লাগে।

ছোট ছোট ঢেউ। কলসি কাঁখে জল তুলে নেয়া, শিশুদের দুরন্ত পনা, কখনো গাছের ডাল থেকে ঝুলে পানিতে ঝাপ দেয়া, কখনো নৌকা থেকে ঝাঁপ দেয়া, এক ভিন্ন আমেজ, বড়জোর দু/তিন ঘণ্টা সময়, কিন্তু তাই অনেক কিছু, শহরের গৎবাঁধা ক্লান্ত ব্যাস্ত জীবন থেকে কিছুটা হলেও প্রকৃতির অনাবিল শান্তি পাবেন।

ঢাকা থেকে সকালে পারাবত ট্রেন যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পর্যন্ত, ভাড়া ১৯৫ টাকা শোভন চেয়ার, ১ম ক্লাস ২৬০ টাকা, এসি স্নিগ্ধা ৩৭৪ টাকা। ঢাকার কমলাপুর থেকে ছাড়ে সকাল ৬ টা ৩৫ এ, ১০ টা থেকে ১০.৩০ মধ্যে শায়েস্তাগঞ্জ পৌঁছে যায়। এ ছাড়া সিলেট গামী যেকোন বাসে যেতে পারবেন, ভাড়া ৩৪০-১২০০ টাকা

হবিগঞ্জের সরাসরি বাস আছে নন এসি ৩০০ টাকা, এসি ৪০০ টাকা। সায়েদাবাদ হুজুরবাড়ি গেট থেকে যায় দিগন্ত পরিবহন প্রতি ৩০/৪০ মিনিট পরপর। সময় লাগে ৪.৫-৫ ঘণ্টা। বাস থেকে মেনে সি এন জি অটো তে ৩০ মিনিট লাগবে বুল্লা বাজার যেতে।

বিস্কিট কেক কোমল পানীয় সব ই পাবেন সে বাজারে । কিছু ছোট খাট ভাল রেস্টুরেন্ট ও আছে, একেক জনের খাবার খরচ যাবে ১০০ থেকে ১২০ টাকা।
ফেরার সময় তাজা সবজি, হাওড় থেকে ধরা মাছ কিনে আনতে পারবেন সহজেই।
গ্রামীণ বাজারের রসগোল্লা খেয়ে আসতে ভুলবেন না।




মন্তব্য ৩২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

বিজন রয় বলেছেন: হিল্লোলে হিন্দোল।

মাধূর্যময়।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: বেশ বলিয়াছেন।

কেমন আছেন?

২| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩

কাওসার চৌধুরী বলেছেন:



আমার বাড়ি সিলেটে হলেও হবিগঞ্জের লাখাই যাওয়া হয়নি; আপনার লেখা পড়ে ভাল লাগছে। মনে হচ্ছে এই বর্ষায় একবার ঘুরে আসি..........

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০০

মাহবুবুল আজাদ বলেছেন: হুম , ঘুরে আসতে পারেন, ভাল লাগবে। আমার বাসা হবিগঞ্জে, সকালে ঢাকা থেকে গিয়েছি, বাসায় গিয়ে দুপুরে খেয়ে তারপর বেড়িয়েছি। ২ টার পরে। আবার সন্ধ্যার আগেই বাসায়।

৩| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫

রাকু হাসান বলেছেন: সুন্দর উপস্থাপনা ,ইনশাআল্লাহ্ যাওয়ার সুরেযাগ যদি কোন দিন দিন হয় ।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০২

মাহবুবুল আজাদ বলেছেন: আশা রইল, একদিন ঘুরতে যাবেন। ভাল লাগবে।

৪| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৫

ফারিহা নোভা বলেছেন: আমার আর যাওয়া হল না। আফসোস।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০২

মাহবুবুল আজাদ বলেছেন: আর কইয়া লাভ নাই।

৫| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের নদী গুলো আসলেই সুন্দর।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই কেমন জানি একটা মায়া জড়ানো।

৬| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: নৌকা ভ্রমণের অনেক স্মৃতি চোখে ভাসছে। বর্ষা এলে একটাসময় হাকালুকির আশেপাশে ঘুরতাম... কি অপরূপ দৃশ্য, আনন্দ! উফ!

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: সে কি আনন্দের ভ্রমণ আর ঘুরাঘুরি। বর্ষা আসলে কোনভাবেই মিস করা যায়না।

৭| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৬

উদাসী স্বপ্ন বলেছেন: প্রথম ছবিটা দারুন লাগলো

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা জুড়ে থাক বর্ষার জলে।

৮| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪১

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ,




কবিতার মতোই ছবির নদীর জল , ছলোছল ।
সুন্দর একটি ভ্রমন গাইড পোস্ট।


০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৯| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:




অপূর্ব সব ছবি! সাবলীল বর্ননা আর প্রাণবন্ত উপলব্ধি! ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই!

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় আনন্দিত হলাম, ভাল থাকুন নিরন্তর।

১০| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৪৫

চাঙ্কু বলেছেন: বর্ষা একটা পেইন!

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: জীবন যখন, যেখানে যেমন।

১১| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮

এ.এস বাশার বলেছেন: একটা ভ্রমন কাহনিী... বেশ ভালো লেগেছে.... ছবিগুলো চমৎকার তুলেছেন......

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইল।

১২| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা ভাল দিয়েছেন। ছবিগুলোও সুন্দর।
পোস্টে প্লাস + +

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার মন্তব্যে প্রীত হলাম, ভাল থাকবেন।

১৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:২৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেক সুন্দর একটি জায়গা ঘুরার মত।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সুযোগ পেলে ঘুরে আসবেন একবার।

১৪| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: নৌকাভ্রমন উড়োজাহাজ ভ্রমন,বাস ভ্রমন রেলভ্রমন। সবচেয়ে প্রিয় কব্যিক ভ্রমন ।তারপরই নৌকো ভ্রমন ।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:০০

মাহবুবুল আজাদ বলেছেন: বেশ বলেছেন।

১৫| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০২

গরল বলেছেন: চমৎকার জায়গা, ভালো লাগলো।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, সময় হলে এক বর্ষায় ঘুরে আসবেন।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: কতদিন নৌকায় চড়া হয়নি।ছবি গুলো ভাল লেগেছে।
বেড়াতে যেতে পারলে মন্দ হত না।

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: সময় বের করে নিন,



না হলে এমনি এমনি দিন পার হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.