নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

ডুবে রও মগ্ন মিথুন মেঘছায়

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭



মন্দ মেঘে ঢাকছে পৃথিবী, উচ্চারিত শব্দ ছায়ায়,
বৃষ্টি হয়েছে আমার অতিথি, উল্লাসিত মন মায়ায়।


হ্যা এ মায়া জুড়ে যে মোহ, আমি খুঁজছি তোমায় সে অধিকারের বলয়ে, আজন্ম আমার এ পদচিহ্ন শুধু এঁকেই যাবে তার ধুলোমলিন স্মৃতি চিহ্নের আদল।
তারপরঃ
যদি কখনো জাগে চাঁদ তোমার নির্ঘুম দ্বিধাহীন জানালায়,
তবে মনে রেখো জ্যোৎস্না যাচ্ছে ভেসে দুয়ারের আঙিনায়।
যদি ভেসে যেতে চাও, তবে ডুবে রও মগ্ন মিথুন মেঘছায়,
আমি নদী বুনছি আকাশে, এসো তবে মন পুরাণের খেয়ায়।

আর হ্যা ভেবোনা আমি ক্লান্ত পথিক, আমি সদ্য পথে নামা পথিক, আমার আছে উন্মত্ত ইচ্ছার পাল আর জোয়ার, তুমি এসো, আসবে কিন্তু।

তুমি এসো ভেজা বুকের প্রান্ত ধরে, হয়তো বুক পকেটের মাঝে,
রাখব আমি কিছু খোয়া ফুল, ঝরে পরার আগের সন্ধ্যা সাঝে।



ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

রাকু হাসান বলেছেন:



কবিতায় আগেই লাইক দিলাম ,অথচ তখনও কবিতাটি পড়িনি ,কারণ আপনার কবিতা ভাল লাগবেই সেই বিশ্বাসে । তারপরর ঃ এর পরের অংশ এবং শেষ দুই লাইন ভাল লাগলো খুব ।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: নির্মল নির্ভরতা কবিতার প্রাঙ্গণে আলো জ্বেলে যায়,



প্রতিটি শব্দের সীমানায় গিয়ে আলোকিত করে, যার জন্ম আপনার মন্তব্যে।
অনেক অনেক ভাল লাগা জানবেন।

২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২১

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লেগেছে ব্রাদার আপনার কবিতা

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।


ভাল থাকুন নিরন্তর ।

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

স্রাঞ্জি সে বলেছেন:

প্রীশু।


মনোমুগ্ধকর কাব্য......

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৫| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

উম্মে সায়মা বলেছেন: কবিতায় ভালো লাগা।
আপনার লেখার স্টাইল পছন্দ হয়েছে :)

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

মাহবুবুল আজাদ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

ভাল থাকুন নিরন্তর ।

৬| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

আরণ্যক রাখাল বলেছেন: মাথার উপর দিয়ে গেল!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০০

মাহবুবুল আজাদ বলেছেন: বেশ লাগল আপনার কমেন্ট দেখে।

৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ভালো লাগলো।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা ও কৃতজ্ঞতা রইল।

৮| ১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৩

মলাসইলমুইনা বলেছেন: সুন্দর I ভালো লেগেছে কবিতার মাত্রায় বোনা রোমান্টিকতাগুলোকে I

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা কিছুটা কথোপকথন আনার চেষ্টা করেছি, পুরোপুরি সফল হইনি, আশা করি পরেরবার পারব।

ভাল থাকবেন।

৯| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০১

চাঙ্কু বলেছেন: কবিতাটা সোজা আছে। ননাফসুসিত!

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা বেশ বলেছেন, :D

১০| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: রোমান্টিক কবিতা, ভাল লেগেছে।
তবে মনে রেখ জ্যোৎস্না যাচ্ছে ভেসে দুয়ারের আঙিনায় - চমৎকার!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল লাগল আপনাকে দেখে,

আন্তরিক শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.