নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
কিছু কিছু পৃষ্ঠা শব্দের কণ্ঠে এখনো পাহারা দেয়,
বেতাল ঢেউয়ের পতন শেষে তীরে বসে থাকা ঝিনুকের বাসর আবার শুরু হয়।
অপরূপ মধুলয়ে মুগ্ধ জীবন ডুবসাঁতারে স্বপ্নের পাল ধরে বয়ে চলে,
কখনো কি ভেবেছো তুমি আমি জলের কতটা অতল ছুঁয়েছি,
জানিনা, শুধু জল ভেবেই শুরু থেকে শেষ আকাশে
ঘুড়ির পাখায় মেঘ টেনেছি।
কোনদিন ভেবে দেখিনি বোবা দেয়ালে ঘিরে থাকা হৃদয় ঘুড়ির ছেঁড়া সুতো কোথায়,
হাহাকারের নাটাই পরে আছে অবাক এক শূন্যতায়।
আমরা কেউ পারিনি এই শুন্যতার কাঁচটাকে
ধুসর থেকে উসর উচ্ছ্বাসের রাজসিক শরীরের আবরণ দিতে।
অন্তহীন বারান্দায় শেষ রাতের মশাল সোনালী শিখায়
ইতিহাসের ঋতুমতী পৃষ্ঠাগুলো সযত্নে পোড়ায়,
তুমিও পোড় আমি ও। আমরা পুড়ছি, চোখের জলে আগুন,
শীতলতা খোঁজে প্রেম।
মনবিহারে আবার হয়তো এক মহা প্রেম আসবে।
আমি কাঁদছি সন্ন্যাসী চাঁদের আলোয়, অঝোরে কান্না,
শব্দ বিলীন করে আবারো এক নতুন ভোর আঁকছি নিশ্বাসের প্রহরে।
যেন এক চিলতে বিয়োগ-সন্ন্যাসী বনে এক নব্য জন্ম লয়ের অপেক্ষা।
২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
মাহবুবুল আজাদ বলেছেন: ভালই বলেছেন।
এনিওয়ে আন্তরিক ভাল লাগা রইল ।
২| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সেজুতি_শিপু বলেছেন: আমরা কেউই বুঝতে পারিনা জলের কতটা অতল ছুঁয়েছি । চমৎকার লিখেছেন । শুভকামনা।
২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা অফুরন্ত।
সুন্দর হোক প্রতিটি দিন।
৩| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭
ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক সুন্দর হইছে।
২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১
মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ জি
৪| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩
মাহবুবুল আজাদ বলেছেন: এ সুন্দর ছুয়ে থাক প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তে ।
৫| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫
আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,
যে প্রেম শীতলতা খোঁজে , সে তো "ম্যানতা মারা" প্রেম । সে প্রেম নাটাই্য়ের সুতো ছিঁড়ে ঘুড্ডির মতো বোকাট্টাই তো হবে !
প্রেম হবে শেষরাতের মশালের গনগনে আগুনের মতো !
ভালো হয়েছে তবে বেশ জটিল ।
২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: হয়তো সময়ের চাহিদা,
এসময় শীতলতার প্রয়োজন। কখনো কখনো তাই ছেঁড়া ঘুড়ির মত এদিক সেদিক পরে থাকে।
হা হা হা।
যাই হোক আন্তরিক মন্তব্যে খুশি হলাম।
৬| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩
বিজন রয় বলেছেন: এইতো ঠিক জায়গায় এসেছেন। দেখুন তো এখানে আপনাকে কেমন অনায়াস মানিয়েছে!
এভাবেই আপনাকে চাই।
+++++
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা আসতেই হবে যে।
আমার প্রিয় প্রাঙ্গন ।
৭| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪
বিজন রয় বলেছেন: প্রথম লাইনে কিছু কিছু হবে বোধহয়।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: ও হ্যা ঠিক করে নিয়েছি।
ধন্যবাদ ।
৮| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া!!!
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা আপুনি ।
আন্তরিক কৃতজ্ঞতা ।
৯| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪
স্রাঞ্জি সে বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের কবিতার একটি গুণ হলো, এক লাইন পড়ার সময়, আগের লাইনটির কথা মনে থাকে না।
কবিতায় জটিলতায় গাঢ়তর হলেও বেশ মনোমুগ্ধকর।
শীতল ভালবাসার জ্বলে উঠুক জয়ে ধারায়....
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
১০| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১১
সাগর শরীফ বলেছেন: ছবিটাও সুন্দর।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা।
১১| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫
সৈকত জোহা বলেছেন: মনবিহারে আবার হয়তো এক মহা প্রেম আসবে
আমি কাঁদছি সন্ন্যাসী চাঁদের আলোয় , অঝোরে কান্না
শব্দ বিলীন করে আবারো এক নতুন ভোর আঁকছি নিশ্বাসের প্রহরে
যেন এক চিলতে বিয়োগ-সন্ন্যাসী বনে এক নব্য জন্ম লয়ের অপেক্ষা
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,
ভাল থাকুন।
১২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! "শব্দ বিলীন করে আবারো নতুন ভোর রাখছি নিঃশ্বাস নিঃশ্বাসের প্রহরে ।"
কবিতায় ভালো লাগা ।
শুভকামনা রইল।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার আনন্দ ভাল লাগা কবিতার আঙ্গিনা ছুয়ে গেল এক অনন্য উষ্ণতায়।
ভাল থাকুন।
১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: জটিলতার শব্দ বিন্যাস ভালই হয়েছে।
আহা প্রেমের যে কত রূপ,রং, রস.................।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯
মাহবুবুল আজাদ বলেছেন:
ধন্যবাদ ভাইজান,
প্রেমের রঙয়ের কি শেষ আছে+++
১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৫
শিখা রহমান বলেছেন: আজাদ অসাধারণ কবিতা। শেষ স্তবক আর শেষ লাইনটা মাথায় অনেক অনেক ক্ষণ ঝমঝমিয়ে মাদল বাজাবে।
খুব ভালো লেগেছে। শুভকামনা কবি।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০
মাহবুবুল আজাদ বলেছেন:
মুগ্ধতা ছড়িয়ে গেলেন,
আন্তরিক ভাল লাগা, তবে আপনার লেখাও অনেক বেশি সুন্দর।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লাগল ভাই।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা আপনাকেও সোহেল ভাই।
১৬| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগার বিশুদ্ধ কবিতা, অভিবাদন রইলো প্রিয় মাহবুবুল আজাদ ভাই ...
২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: আপনি সব সময় এক অনুপ্রেরণার উৎস।
কেমন আছেন? ফুরিয়ে যাবার স্রোতে আমরা সবাই চলে যাব, কেউ আগে কেউ পরে। তারপরও বলব ভাল থাকুন।
১৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন:
গুচ্ছ শব্দগুলো সুন্দর । কবিতায় কাব্যিকভাব প্রবল । ভাল লেগেছে ।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা।
ভাল থাকুন।
১৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সুমন কর বলেছেন: কঠিন সুন্দর !!
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ কৃতজ্ঞতা সুমন ভাই।
১৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮
জাহিদ অনিক বলেছেন: এক নব্য জন্মের অপেক্ষা--- অপেক্ষা নাকি আক্ষেপ? আক্ষেপ নাকি উচ্ছ্বাস?
উচ্ছ্বাস নাকি জলোচ্ছ্বাস!
কবিতায় ভালোলাগা
২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও, যা বলেছেন
কবিতা স্বার্থক হয়ে গেল।
অনেক অনেক ভাল লাগা, ভাল থাকবেন।
২০| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
মলাসইলমুইনা বলেছেন: অসম্ভব সুন্দর শব্দ বাক্যের সম্ভারপূর্ণ কবিতা আপনার। তাই বোধহয় কবিতার লক্ষ্য উদ্দেশ্যের চেয়েও বেশি সামনে চলে এসেছে জমজমাট কবিতা বুননটা। তাই একটু জটিলও মনে হয়েছে । কিন্তু তারপরেও জমজমাট শব্দ বাক্য বিন্যাস আড়াল করতে পারেনি সন্যাসী চাঁদ হয়ে ওঠা ভালোবাসার বিরহ কথা -
মনবিহারে আবার হয়তো এক মহা প্রেম আসবে।
আমি কাঁদছি সন্ন্যাসী চাঁদের আলোয়, অঝোরে কান্না,
শব্দ বিলীন করে আবারো এক নতুন ভোর আঁকছি নিশ্বাসের প্রহরে।
যেন এক চিলতে বিয়োগ-সন্ন্যাসী বনে এক নব্য জন্ম লয়ের অপেক্ষা।
সবাই যা বলেছে সেটাই আমিও বলছি মাহবুবুল আজাদ, অসাধাৰণ হয়েছে কবিতা ।
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্য সব সময়ই এক বিশাল অনুপ্রেরণা দিয়ে যায়।
ভাল লাগায় অশেষ কৃতজ্ঞতা। নব্য সৃষ্টির লক্ষ্যে এক সাগর উৎসাহ দিয়ে গেলেন।
২১| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো।
২৭ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাললাগা জানবেন ।
২২| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো কবিতা। শেষ দুই লাইনে আশাবাদী সুর এবং অপেক্ষা খুব ভালোলাগলো।
ভালো থেকো আজাদ। লেখায় থেকো।
শুভেচ্ছা।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা আপু। খুবই খুশি হলাম আপনাকে দেখে।
ভাল থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের কবিতার একটি গুণ হলো, এক লাইন পড়ার সময়, আগের লাইনটির কথা মনে থাকে না।