নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
মনে পরে সে জানুয়ারির রাত, অঝোরে বৃষ্টি প্যারিসের রাস্তায়,
মৌলিন রুজের পথে ৮২ বুলেভার্ড ডি ক্লিচির পিগালে,
বৃষ্টিতে নাটকের টিকেট চুপসে গিয়েছিল, তুমি বললে দেখো রাস্তায় সিগন্যালে প্রেমিক যুগলের চুমুতে রেখে আসো উষ্ণতায় ফিরে আসবে।
তাই হয় কি, হ্যা কেন নয়। চলো তবে পুড়ে যাওয়া ইতিহাস থেকে আবারো প্রেমের অঙ্গার খুঁজি। এ সরাইয়ের আলোগুলো মিটমিটে অতচ প্রেমউত্তলা নৃত্য পাক সল্প বসনার স্বপ্নের আড়ালে কত মৃত্যু লিখে রেখেছে কে জানে সে কথা কেউ কি টাঙ্গিয়েছে বিজ্ঞাপনের জায়গায়।
ক্যান ক্যান এর প্রলোভনসিক্ত নাচের উচ্ছলতা আমাদের ডাকছে, আর এ শহরেই জ্যাঁ পল সার্ত্রে উসর অস্তিত্ববাদের কথায় “কারো হাঁটুতে বাঁচার চেয়ে কারো পায়ে মরে যাওয়াই শ্রেয়” জীবন এখান থেকে পেয়েছিল এক সুতনু তরুণীর নিঃশ্বাস।
আমরা দিব্যি বেঁচে আছি চলো ফেরার পথ ধরি,
এত জলদি, আসো সারি সারি ক্যাফে গুলোর ঘ্রাণ নিতে নিতে হাঁটি শ্যার্ল বোদল্যেয়ার কবিতায়
“অনেক অনেকক্ষণ ধরে তোমার চুলের গন্ধ
টেনে নিতে দাও আমার নিশ্বাসের সঙ্গে
আমার সমস্থ মুখ ডুবিয়ে রাখতে দাও তার গভীরতায়
ঝর্নার জলে তৃষ্ণার্তের মত”
যেন প্রথম প্রেমের মত। সঙ্কটে ডোবা এই নান্দনিক রাতের গান এখনো প্রেমিক যুগলের নবীন ঠোঁটের মত আজও উন্নত মৌলিন রুজ ভালোবাসার আবেগে।
জানুয়ারি_২০১০, প্যারিস।
১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা আপনার জন্য,
সুপ্রিয় পদাতিক চৌধুরি। ভাল থাকুন নিরন্তর।
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
স্বপ্ন নীর বলেছেন: প্যারিস এক স্বপ্নের নাম, এক ভালোবাসার নাম।
অনেক সুন্দর লিখেছেন।
১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: ঠিক ই বলেছেন।
একবার যে প্যারিস গিয়েছে সে বারবার যেতে চাইবে।
এ এক অন্যরকম ভালোলাগা।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
স্বপ্ন নীর বলেছেন: সুযোগ পেলে একবার যাওয়ার প্রবল ইচ্ছে আছে।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১২
মাহবুবুল আজাদ বলেছেন: অবশ্যই যাবেন সুযোগ হলে।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: প্যারিস দেশটা নাকি ছবির মতো সুন্দর। সাজানো গোছানো।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: ছবির দেশে কবিতার দেশে- সুনীল এর কথায়।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: প্রিয়তে নিলাম অসম্ভব সুন্দর শব্দ বর্ণনায় গ্রোথিত আপনার পোস্ট। অনেক শুভকামনা। লেখাটি কিছুক্ষণ আগেই চোখে পড়েছে পড়ি পড়ি করে পড়া হয়নি। এখন পড়লাম। অসাধারণ। ধন্যবাদ।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭
মাহবুবুল আজাদ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।
ভাল থাকবেন সব সময়।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯
রেইড ইন স্কাই বলেছেন: অনবদ্য ++
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
মাহবুবুল আজাদ বলেছেন: শুভেচ্ছা ও ভাল লাগা রইল ।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: বাহ। আর কি বলব।
অনেক সুন্দর হয়েছে।++
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা প্রিয় মোস্তফা ভাই।
ভাল থাকুন নিরন্তর।
৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কাব্যিক ঢঙ এ লেখাটা খুবই ভালো লাগল। এটাকে কবিতা হিসেবেও চালিয়ে দেয়া যায়।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক টা স্মৃতি কাতরতার কাব্য বলা যায়।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
তারেক ফাহিম বলেছেন: সকল সুন্দর শব্দগুলো আপনার পোষ্টে ঠায় পেয়েছে।।
অনেক ভালোলাগা।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা ফাহিম,
ভাল থাকুন নিরন্তর ।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ইউরোপের অন্যতম সেরা জায়গায় আপনার বসবাস।
স্মৃতিময় জীবনসৌন্দর্য।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই এক সময় বাস করতাম, এখন চিরচেনা ঢাকা তেই আছি,
তবে স্মৃতি গুলি মাঝে মাঝে বড্ড টানে ফিরে যেতে পুরনো ঠিকানায়।
১১| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
সামিয়া বলেছেন: অসাধারণ--------------------
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ভাল লাগা রইল প্রিয় সামিয়া।
ভাল থাকা হোক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
১২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্মৃতিকাতর কাব্য অনুভব কাতর করে দিল
++++
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই । হা হা
অশেষ ধন্যবাদ
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা সুপ্রিয় প্রামানিক ভাই।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২
নজসু বলেছেন:
আলাদা স্বাদ।
ভালো লাগলো কল্পক কবি।
২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ভাল লাগা রইল ।
ভাল থাকবেন।
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
মলাসইলমুইনা বলেছেন: ভেতরে গিয়েছিলেন মলিন রুজের ? মলিন রূজ নিয়ে অস্কার পাওয়া দু'হাজার একের মিউজিক্যাল রোমান্টিক কমেডি সিনেমাটা দেখেছেন ? মায়াময় লেখাটা ভালো লাগলো খুব ।
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
মাহবুবুল আজাদ বলেছেন: নাহ আমি ভেতরে যাইনি বাইরেই আড্ডা দিতাম, শুনলে অবাক হবেন লুভ্যরের চত্বরে অনেক হেঁটেছি কিন্তু ভেতরে যাইনি কখনো।
১৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ২:০১
ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: আপনার লেখার ধরনটা অন্যরকম।
লেখাটা খুবই ভালো লেগেছে।
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,
ভাল থাকবেন।
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
খায়রুল আহসান বলেছেন: ভালবাসার নগরী প্যারিস। আপনার কাব্যে তাই ভালবাসা কথা বলে গেছে। +
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০২
মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই এক মায়ার ভালোবাসার নগরী ।
১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
ভালবাসার রাজধানী প্যারিস
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা ভাই।
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৭
তরুণ কুমার জানা বলেছেন: বাহ..বেশ ভালো লাগলো। শব্দ দিয়ে চমৎকার ছবি এঁকেছেন!
The Unbiased Pen
০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন নিরন্তর ।
২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৬
হাসাস হোসেন বলেছেন: প্যারিস সমন্ধে কিছুটা জানলা আপনার এ অসাধারণ কাব্য হতে।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালোলাগলো ।
শুভেচ্ছা নিয়েন।