নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
নীলচে দেয়াল,
চারটা স্বপ্ন, ছাদটা এখনো ছুঁইনি।
চিতার সোপান,
পিয়াসী প্রাণ, রাতটা এখনো কাটেনি।
তুমি শুন্যবৈরি অপার ভোর
রাঙিয়ে ঊর্ধ্বাকাশে তোল।
যেন কবেকার দীঘল দ্বার
শাণিত পরিতাপ ভুলো।
নগরেরও প্রান্তে এক অন্তিম নতমুখ
আবছায়া তার যেন প্রবাসী মৌনসুখ।
দুর সাগরে চোখ মেলে আছে চাতক
এখনো কিছু পায়নি।
তার বিস্ময় বন্দরে মরীচিকা মিছে দেখে
তীরে ভিড়েছে জাহাজ গোধূলির আলো মেখে,
শীতল মনে নাম না জানা তৃষ্ণা হয়তো
নিজেই ক্লান্ত।
স্বপ্নের বনে কত না বলা কথা বুনেছে
শিখার প্রান্ত।
তবুও বনফুল ফুটছে অবিরত
তার দুঃখটা কেউ বোঝেনি।
জলের বিলাস, ভোলানো যত্ন
তুমি মধুময় হয়ে কভু জাগোনি
তাই আজও চিতার সোপান,
পিয়াসী প্রাণ, রাতটা এখনো কাটেনি।
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা জানবেন রাজীব ভাই।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১
স্বপ্ন নীর বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৩
আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ,
কিছুই কাটেনা, না রাত না দিন! নীলচে দেয়াল নীলই থেকে যায়, হলদে হয়না! চাতক পাখি রোজকার মতোই তৃষ্ণায় আকুল হয়!
কবিতা ভালো হয়েছে তবে আর একটু যত্ন নিলে আরও মধুময় হতে পারতো।
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭
মাহবুবুল আজাদ বলেছেন: কবিতা থেকে বেশ কিছুদিন দূরে আছি। কেমন জানি সব নতুন নতুন অনুভূতি হচ্ছে। উপন্যাস লিখতে গিয়ে কিছুটা খাপ ছাড়া হয়ে গিয়েছি।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় প্রামানিক ভাই।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। তবে সহজ নয়..
+।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: ভালোলাগা রইল।
৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
শিখা রহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে কবি। পড়ে একটু মন উদাস হয়ে গেলো। চমৎকার শব্দের খেলা।
শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০
মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা একরাশ, আপনার বইয়ের অপেক্ষায় আছি। মেলায় দেখা হবে আশা করি।।
ভালো থাকুন নিরন্তর।
৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: শব্দের সাবলীল পথচলা...
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক শুভকামনা জানবেন।
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনুপম।।শুভকামনা।।
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ , ভাল থাকবেন ।
৯| ১২ ই জুন, ২০১৯ সকাল ১০:১২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা। কবিতার নবম ও দশম লাইনদুটো খুব ভাল লেগেছে।
কবিতায় প্লাস + +।
কেমন আছেন? শুভকামনা....
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।