নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

দেখতে দেখতে ব্লগে এক দশক পার করে ফেললাম

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২২



দিনগুলো কত দ্রুত পার হয়ে যায়, এখনো মনে হয় এইতো সেদিন মাত্র ব্লগে এলাম। অথচ আজ দশ বছর পার করে দিলাম এই আঙ্গিনায়। একটি বারের জন্যও মনে হয়না পুরনো হয়ে গিয়েছি বা একঘেয়েমি ধরেছে, প্রতি মুহূর্তে নিজেকে নবীন বলে মনে হয়। এখানে কেউ পুরনো মলিন হয়না। সবাই স্বমহিমায় উজ্জ্বল।
একটা দীর্ঘ শুন্যতা হয়ে গিয়েছে এই কয়েক মাসে, নতুন অনেকেই যুক্ত হয়েছেন ব্লগে, আর আগের যারা ছিলেন তারা তো আছেন ই। নতুন দেরকে অনেক অনেক শুভ কামনা জানাই।

দশ বছর পূর্তি উপলক্ষে একটি কবিতা

তুমি এক ভীষণ মায়া

পাঁচটি বছর খুব অল্প সময়ে এক দীর্ঘ গল্পের নাম,
দিনের হিসেব করলে সে না হয় কিছু সংখ্যায় বড় হবে,
তারপরেও খুব বেশি বড় নয় যতটা ভালোলাগার আদলে
গড়ে উঠেছে প্রতিটা মুহূর্ত।
পাঁচটি বছর এক নাম না জানা অভিমানের পথ চলা।
ক্ষণে ক্ষণে বৃষ্টির ঠিকানায় ঘুরে যাওয়া।
পাঁচটি বছর, যতগুলো শালিক উড়ে গিয়েছিল বিকেল ফুরালে,
তুমি কি জানো আমি তার চেয়েও বেশি পালকের গান তোমার জন্য
জমিয়েছি।
অজানার অজস্র আক্ষেপ জমে আছে এক যত্নের আদরে,
শুধু সময় ব্যাথার সময় গুলিই বুনিয়ে গেছে।
অথচ সে ব্যাথা কোন শব্দে ফোটেনি,
কিছু অনুভূতি চাপা হয়ে থাকে কেন যে থাকে
সে প্রশ্নের জবাব মেলেনি, তাই তো পাঁচটা বছর প্রশ্ন থেকে গেলো।
পাঁচটি বছর বৃষ্টির ফোঁটায় পুকুর ভেজেনি, জলের স্নান হয়নি
কেবল অপেক্ষা ভিজেছে পুকুরে পাড়ে, শুকনো পাতার মতো,
প্রতিদিন মলিন থেকে নিঃশেষ হবার যাত্রায়।
পাঁচটি বছর কাঁথার আদরে যে উষ্ণতা জড়িয়েছিলো,
কেবল স্মৃতির দেয়ালে তা লেখা হয়েছে, স্মৃতি মুছে না,
দিন দিন আরও উচ্ছলতায় ফিরে আসে কখনো বিকেলে
কখনো বা সন্ধ্যায়।
কৃষ্ণ মেঘে বেলা শেষে যে বেয়াড়া নিঃশ্বাস ঢেউয়ের মতো
ঠোঁটের তীরে ভিড়তো সে ঢেউ গুলো আজো আছড়ে পরে
কেবল সৈকতে কেউ নেউ, এক নির্জন রাত চাদর বিছিয়ে
এখনো ভোর দেখে,
পাঁচটি বছর এখনো আকাশ আগের মতোই আছে
শুধু ফিরে আসার অপেক্ষা।
চায়ের আড্ডা কিংবা ফুচকা চটপটি, ঝাল মিষ্টি
কোলাহলে মুখর সময়ের ব্যস্ততা সব রাস্তার পাশে
প্রণয়ের মালায় প্রতিনিয়ত খুনসুটিতে মগ্ন।
কেবল অতীতের গল্প বলে, আমি চেয়ে দেখি ছুঁয়ে দেখি সে গল্প।
বৃষ্টি বিকেলে হুড খোলা রিক্সায় তিন চাকা গোপনে
হাতে হাতে লজ্জায় ছুটে যায়, ভাঙ্গা মলিন পিচ ঢালা পথে,
খানা খন্দে এখন আছড়ে পরে, সে ছোঁয়া বন্দী জল কাঁদায়।
পাঁচটি বছর ভাতের অভাবে ক্ষুধা মরেনি, কেবল স্বপ্নেরা
বাঁচে নি। পায়নি বেঁচে থাকার সে বিছানার কোন,
যেথায় আদরে শুয়ে ছিলো এক ঘুমন্ত মুখ।
দিন শেষ হয়না, শুধু আজ থেকে কাল হয়, বছর কেবল সংখ্যায়
বদলে যায়, আশা থাকে, থাকে এক স্বপ্নজাল, সে ফুরায় না।
নিঃশ্বাসের প্রতিটা কাঁপন জুড়ে সে থাকে, যেমন টা তুমি আছো।

কবিতাটি আমার সদ্য প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ "গোধূলির নাচমহলে" প্রকাশিত হয়েছে

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন।
মনে রাখার মতো সময়, ১০ বছর

২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: ভালোলাগা রইলো।

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন হে । হ্যাপি ব্লগিং।

২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১০

মাহবুবুল আজাদ বলেছেন: মুক্তির আনন্দ এক বিশাল পাল তোলা জাহাজের পাটাতনে বসে আকাশ দেখার মতো।

শুভ কামনা রইলো।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
দশম বর্ষপূর্তিতে আপনার জন্য



৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৫

শায়মা বলেছেন: তোমার দশ বছর তো দেখছি এক শুভদিনে হলো ভাইয়া!!!!!!!!

২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১০

মাহবুবুল আজাদ বলেছেন: এক ভালোবাসার আঙ্গিনায় সকলকে সীমাহীন ভালোবাসা

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫১

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন, মাহবুবুল আজাদ ভাই।
দীর্ঘ ১০ বছর অনেক অড় অর্জন। শুভ কামনা রইলো।

২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১২

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যাঁ কত চড়াই উৎরাই পার হলো এই ব্লগ, তারপরেও ছেড়ে দেয়ার কল্পনাই করা যায়না। অস্তিত্বে মিশে গেছে।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:১৮

ইসিয়াক বলেছেন: অভিনন্দন।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: গ্রেট।
অনেক লম্বা সময়।
অভিনন্দন জানাই।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৮

নীল আকাশ বলেছেন: সামু ব্লগে ১০ বছর থাকা অনেক বড় অর্জন।
শুভ কামনা রইলো আপনাকে!!!

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৪

অশ্রুকারিগর বলেছেন: অভিনন্দন।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সামু ব্লগ মুক্তি দিবস আর আপনার এক দশক। অবিস্মরণীয় সময় !! শুভেচ্ছা। শুভকামনা।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩০

নতুন নকিব বলেছেন:


অভিনন্দন আপনাকে। শুভকামনা জানবেন।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪

করুণাধারা বলেছেন: এই এক দশকে ব্লগে কি কি দেখলেন তা নিয়ে একখান পোস্ট দিয়ে দিন এবার!

১০ বছর পূর্তিতে অভিনন্দন ও শুভকামনা। আরো বহুদিন থাকুন ব্লগের সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.