নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসে অশান্তির নীড়।

No matter what happens, or how bad it seems today, life does go on, and it will be better tomorrow.

প্রবাসী পাঠক

প্রবাসী পাঠক › বিস্তারিত পোস্টঃ

অন্ত- রংগ আলাপনঃ বার্থ ডে কেক উইথ ব্লগার স্নিগ্ধ শোভন !:#P !:#P

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৮

প্রিয় ব্লগার “ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার স্নিগ্ধ শোভন । তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো, জানতে চাইবো তার ব্লগিং অনুভুতি। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।




প্রিয় ব্লগার আর দেরি নয় আপনার প্রিয় ব্লগারের না জানা কথার উত্তর জানাতে আপনাদের সাথে এখন অনলাইনে আছেন আপনাদের সকলের প্রিয় ব্লগার স্নিগ্ধ শোভন । পুরো ব্যাপারটাই লাইভ।


আর অবশ্যই ভুলবেন না অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে উপস্থিত আছি আমি নিজেও।




সামহোয়্যার ইন ব্লগের আমরা যারা নিয়মিত ব্লগার তাদের সবার কাছেই উপরোক্ত কথাগুলো কম বেশি পরিচিত। হ্যা, উপরের লাইনগুলো নেয়া হয়েছে আমাদের প্রিয় ব্লগার স্নিগ্ধ শোভন ভাই এর নিয়মিত ব্লগারদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পোস্ট " অন্তরঙ্গ আলাপন" থেকে। আমন্ত্রিত অতিথিকে জ্বলন্ত, উত্তপ্ত একটি হট সিটে বসিয়ে নিজে সঞ্চালকের আসনে অনেক সানন্দে বসে বসে দেখে থাকেন প্রশ্নবাণে জর্জরিত আমন্ত্রিত ব্লগারকে। গোপন সূত্র থেকে আমরা যতটুকু জানতে পারি, আমন্ত্রিত অতিথি ব্লগার যখন প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পরতেন তখন তিনি মনের সুখে মিটিমিটি করে হাসতেন। তাই ব্লগারদের গণ দাবির মুখেও উনাকে অন্তরঙ্গ আলাপনের সঞ্চালক থেকে হট সিটে বসানো সম্ভব হয়ে উঠেনি। কিন্তু আমাদের হাতে হঠাৎ সেই সুবর্ণ সুযোগটা চলে আসে। শোভন ভাই তার জন্মদিন উপলক্ষে হট সিটে বসে আমাদের সাক্ষাৎকার দিতে সম্মত হন। এতদিন পর যেহেতু আমাদের হাতে সুযোগ এসেছে। তাই পোস্টের ধরণে আমরা কিছুটা পরিবর্তন এনেছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই অন্ত- রংগ আলাপনে।


ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।






প্রিয় ব্লগার “ অন্ত- রংগ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি অনিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমরা আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ অধারাবাহিক “অন্ত- রংগ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার স্নিগ্ধ শোভন। তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে কিছুটা সংযত এবং প্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। প্রাসংগিক বিষয় ব্যাতিত যে কোন ফান জাতীয় প্রশ্নকে আমরা স্বাগত জানাই। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো, জানতে চাইবো তার ব্লগিং অনুভুতি ( লুলানুভুতি সম্পর্কেও প্রশ্ন আসতে পারে )। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।




প্রিয় ব্লগার আর দেরি নয় আপনার প্রিয় ব্লগারের না জানা কথার উত্তর জানাতে আপনাদের সাথে এখন অনলাইনে আছেন আপনাদের সকলের প্রিয় ব্লগার স্নিগ্ধ শোভন । পুরো ব্যাপারটাই লাইভ ( না )।


আর অবশ্যই ভুলবেন না অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ এবং ফান ব্যাতিত সিরিয়াস প্রশ্ন আসলে সেটাকে গলা টিপে মারতে উপস্থিত আছি আমরা।





শুভ জন্মদিন প্রিয় স্নিগ্ধ শোভন ভাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।


কৃতজ্ঞতাঃ আমিনুর রহমান ভাই এবং ডি মুন ভাই।



পোস্ট আপডেটঃ শোভন ভাইয়ার জন্মদিন উপলক্ষে এহসান সাবির ভাই এর কবিতা।

আমাদের শোভন কাটবে না কেক
এটা তার সত্যিকারের জন্মদিন
নেই কোন ফেক।

আমাদের শোভন ক্ষিরা না শসা?
গুন গুন গান গায়
যেন সে-ই মশা

গান শুনে তার, পালায় যে কুকুর
পাখি সব করে রব
'মারো তারে মুগুর'

আাজ চালাবে সে ছুরি শসার বুকে
থাকুক সে আমাদের মাঝে
ভালোবাসা আর সুখে।

মন্তব্য ১৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

এহসান সাবির বলেছেন: বুম বুম বুম !!!

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

প্রবাসী পাঠক বলেছেন: বাহ! অনেক আওয়াজ হইছে সাবির ভাই।

প্রশ্ন রেডি রাখেন সাবির ভাই। শোভন ভাই আজকে হট সিটে থাকবে। এত দিন বসে বসে মজা দেখছে আজকে উনাকে আমরা ছাড়ছি না।

২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১২

এহসান সাবির বলেছেন: আমি একটা কবিতা লিখেছি... দেব নাকি?

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

প্রবাসী পাঠক বলেছেন: অবশ্যই দিবেন ভাই। তারাতারি দেন । আমি পোস্টে আপডেট করে দিচ্ছি।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

আমিনুর রহমান বলেছেন:




আচ্ছা ওর জন্মদিন বুঝি আজকে তা সে কই ! তার জন্মদিনের পোষাকে আমার তোলা কিছু ছবি আছে। তা কি প্রকাশ করবো ;)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৫

প্রবাসী পাঠক বলেছেন: আজকের সাক্ষাৎকার যেহেতু অন্ত-রংগ! সেক্ষেত্রে রংগ করে দেয়া জাইতেই পারে আমিনুর ভাই। ;)

৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: স্নিগ্ধ শোভনকে জন্মদিনের শুভেচ্ছা।।।

অার অাপনেরে পচা পচা পচা !!! X(

পোস্টের শুরুতে (৩/৪ নং লাইন) লিখেছেন, এ পর্বের অতিথি ব্লগার অপূর্ণ রায়হান

:( :( :( :(

অাজ সারাদিন বাহিরে ছিলাম, তাই কালকে এসে দেখে যাবো ।


টাটা

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩২

প্রবাসী পাঠক বলেছেন: থেঙ্কু থেঙ্কু সুমন ভাই।

হায় হায় কপি পেস্টটাও ঠিক ভাবে শিখলাম না। :(

কালকে আসুন সুমন ভাই প্রশ্নের ঝাঁপি নিয়ে। সবচেয়ে মজার প্রশ্নকারী পুরুস্কার হিসাবে পাবেন শোভন ভাইয়ের সাথে ডিনার করার সুযোগ।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

এহসান সাবির বলেছেন: আমাদের শোভন কাটবে না কেক
এটা তার সত্যিকারের জন্মদিন
নেই কোন ফেক।

আমাদের শোভন ক্ষিরা না শসা?
গুন গুন গান গায়
যেন সে-ই মশা

গান শুনে তার, পালায় যে কুকুর
পাখি সব করে রব
'মারো তারে মুগুর'

আাজ চালাবে সে ছুরি শসার বুকে
থাকুক সে আমাদের মাঝে
ভালোবাসা আর সুখে।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

প্রবাসী পাঠক বলেছেন: মচতকার কবিতা সাবির ভাই। ;)

কবিতা পোস্টে আপডেট করে দিয়েছি।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩২

মুহিব জিহাদ বলেছেন: ইয়ে মানে আজকে যেহেতু সাক্ষাৎকার অন্ত-রংগ,সেই ক্ষেত্রে উনার কিছু অন্ত-রংগ পিক আপলোডানো অনুমতি পাবে??? হেপি বাড্ডে ভাইডি

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: অন্ত-রংগ আলাপনে সিরিয়াস প্রশ্ন ছাড়া বাকি সব কিছু এলাউড মুহিব ভাই। ইচ্ছা মত অন্ত - রংগ পিক আপলোডানো যাবে। ;)

৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: আমি আইজকা রাত সাড়ে বারোটা পর্যন্ত জাইগা আছি কিবায়???


বুম বুম বুম..

(সাবিরের টা থাইকা বেশি আওয়াজ হইছে ;) )


১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: শোভন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এখনো জেগে আছেন মামুন ভাই।


আহ! বিকট আওয়াজ হইছে।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

এহসান সাবির বলেছেন: দড়াম দুড়ুম গুড়ুম.


(মামুন ভাইয়ার থেকে এবার আমার গুলো বেশি আওয়াজ হইছে :P :P)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: আহ! এত শব্দে তো কান রাখতে পারছি না। হেডুফোনটা কানে লাগাইয়া নেই।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪২

এহসান সাবির বলেছেন: সে কই?

জন্মদিন না হলে ওর কান বরাবর একটা লাগায়ে ঘুম থেকে তুলতাম...... X(

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

এহসান সাবির বলেছেন: মেজাজ খারাপ হয় না বলেন তো.....

যদিও আজকেই মন খারাপ করে বলেছে ওর ল্যাপিটা নষ্ট হয়ে গেছে...

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০২

প্রবাসী পাঠক বলেছেন: বিশেষ দিনে ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার পেছনে সুক্ষ কোন ব্যাঞ্জনযন্ত্র নেই তো আবার। প্রশ্নবাণে জর্জরিত না হওয়ার জন্য কোন শর্ট কাট হলে ঝাতি কিন্তু আন্দুলনে নামবে।

গেট অয়েল সুন শোভন ভাইয়ের ল্যাপ্পি।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ জন্মদিন শোভন। ব্যক্তিগতভাবে আমার সুযোগ হয়েছে তার সাথে মেলামেশার। খুবই অমায়িক এবং কাজের একটা ছেলে। গত শরৎ উৎসবে তার নাচ দেখার সুযোগ হয়েছিল। ছেলে কিন্তু বেশ ভালোই নাচে।


এই জন্মদিন তার অনেক ভালো কাটুক, সেই প্রার্থনাই করি।


১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৪

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ কাভা ভাই।

ঝাতি শোভন ভাইয়ার নাচের ভিডিও ক্লিপ দেখতে চায়। ;)

১২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:




অনেক অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই।

ধন্যবাদ আমিনুর রহমান ভাই এবং ডি মুন ভাই।

সাবির ভাই কবিতাটার জন্য অনেক ধন্যবাদ।
[ পাচানি দিলেন না শুনাগুণ গাইলেন :#> ]

আমিনুর ভাই আর খাটাস ঘুম থেকে ঠেলে না তুললে আমি জানতামই না এধরণের আয়োজন চলছে। :P


অন্তরঙ্গ আলাপনের মত অন্ত- রংগ আলাপনের হট সিটে বসে নিজেকে ধন্য মনে করছি। তবে আমি যে প্রচুর নার্ভাস এ ব্যাপারে কমেন্ট লেখার সময় আমার হাত নড়ে চড়ে জানান দিচ্ছে।


১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

প্রবাসী পাঠক বলেছেন: শুভ জন্মদিন শোভন ভাই।


১৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ সুমন কর দা। দেখা হবে আবারো। :)

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

এহসান সাবির বলেছেন: তো এটা কত তম হল?

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:


আমিনুর ভাই , ছবিগুলো পাবলিশ করে তামাম নারীকূলকে আমার পিছনে লেলিয়ে দিবেন না পিলিজ। এক ছবিতেই যে সর্বনাশ ঘটেছে :-B

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:


@মুহিব জিহাদ,

ধন্যবাদ ভাইডি :)

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:




@মামুন ভাই, মশার তাড়ানিতে না ভাবীর তাড়ানি? ;) B-))

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ কা_ভা ভাই।

তবে আপনার উপহারটা সর্বোত্তম B-)) ;)

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


@এহসান সাবির,
যতই হোক বিয়ের বয়স এখন হয় নাই ;)

২০| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১০

এহসান সাবির বলেছেন: আচ্ছা আপনার প্রিয় হিন্দি সিরিয়াল কোনটি ;) ;)

২১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১২

ভুল্কিস বলেছেন: শোভনের বাকি সবগুলি নিকের নাম ঝাতি জানবার চায়- :-B

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৪

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ভুল্কিস।

অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।

২২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৪

মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন শোভন ...
অনেক অনেক ভাল থাকো , বেশ কঠিন একটা সময়ে তোমার সাথে আমার দেখা ,জেভাবে সাম্লে নিয়েছ আমি মুগ্ধ । সব ক্ষতিগুলো কাটিয়ে দারুন সফল একটা সুন্দর জীবন কামনা করছি ।।

অনেক অনেক শুভ কামনা :)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৭

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা আপা।

২৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
সকলের জন্য ভার্চুয়াল কেক

এবং চকলেট ;)

২৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৪

ডি মুন বলেছেন:
গান শুনে তার, পালায় যে কুকুর
পাখি সব করে রব
'মারো তারে মুগুর'


হাহাহহাহহা সাবির ভাই দ্য ভচ কবি :-B :-B :-B =p~ =p~ =p~ =p~ =p~ অস্থির কবিতা। হাসতে হাসতে শ্যাষ !!!



শুভ জন্মদিন + অন্ত-রংগ জ্বালাতন প্রিয় শোভন ভাই।




প্রশ্নঃ এ পর্যন্ত আপনি কতবার কতটি বেলতলায় গিয়েছেন? সফলতা ও ব্যর্থতা সংক্ষেপে বর্ননা করুন। :)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৮

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ মুন ভাই।

২৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

@এহসান সাবির ভাই,

জীবনের চরম সৌভাগ্য থুক্কু দুর্ভাগ্য কোন সরিয়াল দেখা হয় নাই /:) :)

২৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


@ভুল্কিস,

আপনার মূল নিক কোনটি আগে বলে নিন তারপর বলছি ;)

২৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:

@মনিরা আপু,

অনেক অনেক ধন্যবাদ আপু। একদম অচেনা একজন মানুষকে এত আপন করে নেয়া যায় তা আপনাদের মত কয়েকজন মানুষকে দেখে জানতে পেরেছি। ভালো থাকুন সর্বদা।

২৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ ডি মুন ভাই ,

বেলতলায় অনেক বারই যাওয়া হয়েছে কিন্তু এখন বেল মাথায় পড়ে নাই ;)

২৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৩

অপু তানভীর বলেছেন: আজকে স্নিগ্ধ পুলাদার জন্মদিন ?
তা স্নিগ্ধ পুলা ট্রিট দিবা কবে ? জলদি ফোন দাও মুপাইলে অথবা মেসেজ কইরা জানাও কবে এবং কখন এসে হাজির হইব ! মুসলিম নাকি হাজির বিরিয়ানী হাউজ ?

একটুও দেরি করবা না কইলাম !

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১৮

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ অপু তানভীর।

৩০| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: আমিনুর রহমান বলেছেন:




আচ্ছা ওর জন্মদিন বুঝি আজকে তা সে কই ! তার জন্মদিনের পোষাকে আমার তোলা কিছু ছবি আছে। তা কি প্রকাশ করবো



কারো জন্মদিনের পোষাকের ছবি থাকলে সেটা তার জন্মদিনে প্রকাশ করা নাগরিক দায়িত্ব। @আমিনুর ভাই

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ *কুনোব্যাঙ*



@ আমিনুর ভাই।

৩১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:

@অপু তানভীর। ,

হয় জন্মদিন /:)

ভার্চুয়াল খানাপিনা দেয়া আছে :) আর অরজিনাল হইলে জানাইয়া দিমু :P

৩২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

@*কুনোব্যাঙ* ,

একটা ছবিতে যা হয়েছে আরো ছবি পাবলিশ হলে নারীকুলের ঢল সামলাইতে কিন্তু লাঠি হাতে আপনাকেই দাঁড়াতে হবে কইল :-B

৩৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৫

নাসির ভাই বলেছেন: শোভন ভাই শুভ জন্মদিন/ রাত। আসতেছি সন্ধ্যায় খানাপিনা নিয়া রেডি থাকেন।

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ নাসির ভাই।

৩৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১৬

সকাল হাসান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা শোভন ভাইকে! :)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ সকাল হাসান।

৩৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩০

মৃদুল শ্রাবন বলেছেন: বয়সতো অনেক হইলো শোভন ভাই। এখন বার্থডে পোজ দিয়ে আমিন ভাইয়ের হাতে ধরা খাওয়ার বন্ধ করেন। সামনে আপনার বিবাহের(কুলখানির) দিন ঘনিয়ে আসিছে এমনিতেই। :||

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ মৃদুল শ্রাবন।



@ শোভন ভাই।

৩৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৮

তুষার কাব্য বলেছেন: শুভো জন্মদিন স্নিগ্ধ শোভন...অনেক আনন্দে কাটুক প্রতিটা ক্ষণ,শুভকামনা এই দিন এ...

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য।

৩৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৯

জাফরুল মবীন বলেছেন: ভাই স্নিগ্ধ শোভনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা “শুভ জন্মদিন” !:#P

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ মবীন ভাই।

৩৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০১

আবু শাকিল বলেছেন: ভাইয়ু শোভন শুভ জম্মদিন।

আজকে ত আপ্নের ভাত দে!! ভাত কখন খাওয়াবেন?

ব্লগার প্রবাসী পাঠক বলেছেন :-
অপ্রাসঙ্গিক প্রসজ্ঞ এড়িয়ে যেতে হবে।
তাই এড়িয়ে গেলাম :)

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: শাকিল ভাই পোস্টের প্রথম অংশ শোভন ভাইয়ের পোস্টের। আমরা কিন্তু এই পোস্টে সেই আইন সম্পূর্ণ বদলে দিয়েছি। এই পোস্টে প্রাসংগিক কথা নয় বরং অপ্রাসংগিক এবং ফান করা যাবে।

৩৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

সোহানী বলেছেন: শুভ জন্মদিন শোভন....... !:#P !:#P !:#P !:#P !:#P !:#P কয়েক শতাব্দী বেচেঁ থাকুন..........

আমিন ভাইয়ের তোলা ছবি অপেক্ষায়......... হেহেহেহে

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ সোহানী আপু।



@ আমিনুর ভাই - ছবি আপলোড করা এখন সকলের দাবি।

৪০| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:









//*কুনোব্যাঙ* বলেছেন: আমিনুর রহমান বলেছেন:


আচ্ছা ওর জন্মদিন বুঝি আজকে তা সে কই ! তার জন্মদিনের পোষাকে আমার তোলা কিছু ছবি আছে। তা কি প্রকাশ করবো


কারো জন্মদিনের পোষাকের ছবি থাকলে সেটা তার জন্মদিনে প্রকাশ করা নাগরিক দায়িত্ব। @আমিনুর ভাই//



=p~ =p~ =p~ =p~

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই।



@ আমিনুর ভাই।

৪১| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




শুভ জন্মদিন, প্রিয় স্নিগ্ধ শোভন! :)

৪২| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভ জন্মদিন ।




স্নিগ্ধ শোভন ভাই


:) :) :)

৪৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি বার্থডে, স্কোরপিও ;)

৪৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: শুভ জন্মদিন @শোভন ভ্রাতা !:#P

এই কেক কতজনে খাইলো রে !! ;) যাউজ্ঞা , বিভিন্ন গুপোন মহল থেকে ভ্রাতার বিবাহের গুজব শুনিতেছি । তাই , নিন্মোক্ত খাঁটি মধু উপহার দিলাম :)


প্রবাসী পাঠক ভ্রাতাকে স্পেশাল ধইন্যা । কিন্তু মধু আবার আপনে খাইয়েন না কিন্তু ;)

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ অপূর্ণ দা। এডভান্স একাডেমী অফ লুল এন্ড লুলামি তে ভর্তি হবার পর থেকে অনেক উন্নতি হয়েছে আমার। আপনি কমেন্টে মধুর কথা উল্লেখ না করলে হয়ত দেখাই হত না যে এই ছবিতে মধুও আছে। আমার নজর কিন্তু ছিল অন্য দিকে। ;) ;)

৪৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

এহসান সাবির বলেছেন: শুভ সকাল সবাই।

অপূর্ণ @ এই কেক কতজনে খাইলো রে !! ;) ..... কথা একদম সত্য B-)

৪৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

ইমতিয়াজ ১৩ বলেছেন:









কি আর আছে, কি আর দিব
তোমার জন্ম দিনে
তাই বাংলায় নেও ভালবাসা
আর ফুলে আর ফলে






শুভেচ্ছা

৪৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

ইছামতির তী্রে বলেছেন: ভাই স্নিগ্ধ শোভনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

“শুভ জন্মদিন”

বছরটি কেমন গেল?

৪৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

অদৃশ্য বলেছেন:





অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রিয় শোভন... আপনার প্রতিটি সময় ভালো কাটুক এমনই প্রার্থনা সবসময়ের... শুভকামনা সবসময়ের...



প্রবাসি পাঠকের জন্যও
শুভকামনা...


১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

প্রবাসী পাঠক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ অদৃশ্য।

৪৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: শুভ জন্মদিন শোভন ভাইয়া। :)

ইয়ে, মানে, ভাইয়ার বয়স কত হলো?

৫০| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শোভন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।

প্রবাসি পাঠক ভাই আপনাকে ধন্যবাদ অন্তরঙ্গ আলাপনের হট সিটে শোভন ভাই কে আনার জন্য।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

৫১| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

মহান অতন্দ্র বলেছেন: শুভ জন্মদিন শোভন ভাই । অনেক দোয়া রইল । ভাল থাকুন ।

৫২| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বুম বুম বুম !
দুর্দান্ত পোষ্ট হইছে , শুভ জন্মদিন দোস্ত !

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ অভি ভাই।

৫৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

অপ্‌সরা বলেছেন: শুভ জন্মদিন স্নিগ্ধ শোভনভাইয়া।
সাফল্য আর কৃতিত্বে ভরে উঠুক তোমার জীবন।
তোমার সত্যিকারের নাম কি জানিনা তবে ব্লগের এই নিকটার মতই তোমাকে
খুব খুব শান্ত শোভন আর ভালো মনের পিচ্চি একটা ভাইয়া মনে হয় আমার।
অনেক অনেক ভালো থেকো সারাজীবন।:)

৫৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: পয়দা দিবসের শুভেচ্ছা ভ্রাতা । B-)) B-)) B-))

শিশুদের মত মন নিয়ে বুড়োদের মত বড় হয়ে উঠুন ।

শুভকামনা । :)

৫৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

আমি ইহতিব বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ব্লগার শোভন। আপনার জন্য



ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই।



১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

প্রবাসী পাঠক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমি ইহতিব।

৫৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৪

মামুন রশিদ বলেছেন: গতরাতে সাবির পটকা ফুটিয়েছে..


আর আমারটা ছিল ফুল ফোটার শব্দ :) B-)


প্রিয় স্নিগ্ধ শোভনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা !:#P !:#P

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮

প্রবাসী পাঠক বলেছেন: পটকা ফোটার আওয়াজ থেকে কিন্তু ফুল ফোটার আওয়াজ খুব একটা কম হয় নি মামুন ভাই।

৫৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২১

মাহমুদ০০৭ বলেছেন: বুম বুম বুম !

প্রিয় শোভন ভাইকে জন্মদিনের শুভেছা জানাই :)

প্রিয় প্রবাসী ভাইকে জন্মদিনের পোস্ট দেয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা
জানাচ্ছি ।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই।

৫৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫০

একলা ফড়িং বলেছেন: জন্মদিনে অনেক শুভেচ্ছা প্রিয় ব্লগারকে :)



কেকের ভাগ কিন্তু পাইনাই এখনো!!!

৫৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:


@নাসির ভাই ভাই ;)

ধন্যবাদ!!
আবারো রাইত হইয়া গেলো /:)
:P

৬০| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ সকাল হাসান ভাই :)

৬১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

মৃদুল শ্রাবন ভাই!! কথা সত্য। তবে কথা হইলো কি? 8-| আমার এখন বিয়ের বয়স হয় নাই। ;)

৬২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


অনেক ধন্যবাদ তুষার কাব্য :!>

৬৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:


জাফরুল মবীন
ভাই অনেক অনেক ধন্যবাদ। :)

৬৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:


আবু শাকিল ভাই । ভাতের বদলে খিচুড়ি হচ্ছে। আইসা পরেন :)

৬৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: আবু শাকিল ভাই ধন্যবাদ।

৬৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন:



ধন্যবাদ সোহানী আপু।




ফ্রন্ট না ব্যাক? ;)
ইয়ে মানে সেলফি না ব্যাক ক্যামেরা। :P

৬৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


মাঈনউদ্দিন মইনুল ভাই ধন্যবাদ :)

৬৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:



নাজমুল হাসান মজুমদার ভাই ধন্যবাদ।

৬৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:



ধন্যবাদ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা।
রাশি কি বলে বছর কেমন কাটবে? ;)

৭০| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:




ধন্যবাদ অপূর্ণ ভ্রাতা। মধুর চেয়ে ঠোঁটটা বেশি হেলদি ;)

৭১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


@ইমতিয়াজ ১৩ ভাই।


অনেক অনেক ধন্যবাদ।

৭২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুন বার্থডে পার্টি চলছে তো ... !:#P

শুভ জন্মদিন, শোভন ।

প্রবাসী পাঠককে ধন্যবাদ এমন সুন্দর বার্থডেপার্টির আয়োজন করার জন্যে ।।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আপু।

৭৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:



ধন্যবাদ ইছামতির তী্রে

বছরটা কাটলো না আটকে গেলো সময়ের ফ্রেমে :(

৭৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ অদৃশ্য ভ্রাতা। ভালো থাকুন নিরন্তর!!

৭৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:



অঘটনঘটনপটীয়সী ধন্যবাদ!!!


বয়স যাই হোক বিয়ের বয়স হয় নাই।
পুরোদমে প্রেমের বয়স চলছে..... :P

৭৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় :)

৭৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


মহান অতন্দ্র, ধন্যবাদ!!! :)

৭৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ স্বপ্নবাজ অভি (গেলু)


৭৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ অপ্‌সরা আপু।


আমি সত্যি সত্যি অনেক শান্ত :P

৮০| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:


অনেক ধন্যবাদ পার্সিয়াস রিবর্ণ

৮১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ আমি ইহতিব আপু :)

৮২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



ধন্যবাদ মামুন ভাই :-B

৮৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মাহমুদ০০৭ ভ্রাতা :)

৮৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:



ধন্যবাদ একলা ফড়িং :)


কেক পাও নাই? সব দোষ প্রবাসী পাঠক ভাইর


তোমার জন্য কেক আমি লুকিয়ে রেখেছি .... জলদি খেয়ে নাও ;)

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৫

প্রবাসী পাঠক বলেছেন: কেক না পাওয়ার পিছনে আমার কোন হাত নেই। কারণ আমি আজ সারাদিন অপূর্ণ ভ্রাতার দেয়া মধু নিয়ে ব্যস্ত ছিলাম।


আমার বিরুদ্ধে এহেন অপবাদ এর তেব্র ভাবে পুতিবাদ জানাচ্ছি। মধু না পাওয়ার বিষয়ে কোন অভিযোগ থাকলে তা স্বীকার করে নিতে পারি।

৮৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আরজুপনি আপু :)

৮৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

সুমন কর বলেছেন: আড্ডা দেখে, মজা নিয়ে গেলাম। =p~

৮৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

এহসান সাবির বলেছেন: মামুন রশিদ বলেছেন: গতরাতে সাবির পটকা ফুটিয়েছে..
আর আমারটা ছিল ফুল ফোটার শব্দ :) B-)

লেখক বলেছেন: পটকা ফোটার আওয়াজ থেকে কিন্তু ফুল ফোটার আওয়াজ খুব একটা কম হয় নি মামুন ভাই।



@মামুন ভাইয়া- ফুল ফোটার শব্দ যদি এই হয় তাহলে আপনার আর পটকা ফুটানোর দরকার নাই......... B-) B-)

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: আপনার সাথে একমত সাবির ভাই ।


ফুল ফোটার শব্দ যদি এই হয় তাহলে আপনার আর পটকা ফুটানোর দরকার নাই মামুন ভাই।

৮৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১

পার্থ তালুকদার বলেছেন: বার্থডে পার্টিতে আমি অনুপস্থিত ছিলাম !!

তবে আমি কিন্তু কেক মিস করতে চাই না । হুম .।
শুভ জন্মদিন স্নিগ্ধ শোভন ভাই ।

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

প্রবাসী পাঠক বলেছেন: পার্থ দা দেরি হয় নি। আগামী বছর জন্মদিনের আগ পর্যন্ত এই পার্টি চলবে।

৮৯| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

ঢাকাবাসী বলেছেন: শুভেচ্ছা। শুভ জন্মদিন।

৯০| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

মামুন রশিদ বলেছেন: @সাবির,


ঠাস্ ঠাস্ দ্রুম দ্রুম, শুনে লাগে খটকা,

ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা!

(শব্দকল্পদ্রুম) ;) B-)

৯১| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

খাটাস বলেছেন: লেট হৈয়া গেল। :(
হেপি বাড্ডে শোভন ভ্যা। ;)
কেক কি আছে>? X((
প্রবাসী ভাই ধন্যবাদ নিন। :)

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: লেট হইলেও দেরি হয় নাই অনিক ভাই।


কেক শেষ হয়ে গেছে ভাই। তবে অপূর্ণ দার দেয়া মধু আছে এখনো। মধুর প্রয়োজন হলে আওয়াজ দেন ভাই।

৯২| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৩

কলমের কালি শেষ বলেছেন: লেইট শুভ জন্মদিন স্নিগ্ধ শোভন ভাইকে ।

শুভ কামনা রইলো শান্তিপূর্ন জীবনযাপনের । :)

৯৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: ব্লগার স্নিগ্ধ শোভনকে জন্মদিনের শুভেচ্ছা। সেই সাথে তার অন্তরংগ আলাপন সিরিজের দীর্ঘায়ু কামনা করছি।

আর এই লাইভ (না) আয়োজনের জন্য প্রবাসী পাঠককে ধন্যবাদ :P

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১১

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা।

৯৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২০

হাসান মাহবুব বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো শোভন।

৯৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুমন কর দা, আপনার কমেন্ট পেয়েও মজা পাইলাম ;)

৯৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ পার্থ তালুকদার ভাই।

৯৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ ঢাকাবাসী

৯৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:


মামুন রশিদ ভাই বলেছেন,


ঠাস্ ঠাস্ দ্রুম দ্রুম, শুনে লাগে খটকা,

ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা!

(শব্দকল্পদ্রুম)

=p~ =p~ =p~ =p~

৯৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:



ধন্যবাদ খাটাস । ২য় বার ..... ;)

১০০| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:



ধন্যবাদ কলমের কালি শেষ :)

১০১| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ আমি তুমি আমরা ভাই।
ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আলাপন চলবে অনেকদিন।

১০২| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ হাসান মাহবুব ভাই :)

১০৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩১

খেলাঘর বলেছেন:


শুভ জন্মদিন, স্নিগ্ধ শোভন; অনেক অনেক শুভচ্ছা।

(প্রশ্ন স্নিগ্ধ শোভনকে)

প্রশ্ন: আপনি কি রাজনীতির সাথে কোনভাবে জড়িত? কোন রাজনীতিবিদের ভাবনা কি আপনার ভাবনার সাথে মিলে?

আপনি কি কোন অর্থনৈতিক তত্বে বিশ্বাসী, উৎসাহী?

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আপনাকে খেলাঘর।


এটা আসলে সাক্ষাতকারভিত্তিক পোস্ট ছিল না। এটা মূলত জন্মদিনের উপলক্ষে দেয়া একটি পোস্ট। তবুও শোভন ভাই যদি উত্তর দেন সেক্ষেত্রে ওকে।

@ স্নিগ্ধ শোভন ভাই।

১০৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অজস্র শুভকামনা ।

১০৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩

লিরিকস বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা শোভন ভাইয়াকে :)

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আপনাকে লিরিকস।

অনেকদিন দেখি না আপনাকে ব্লগে।

১০৬| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

লিরিকস বলেছেন: বেশ ব্যাস্ত থাকি।

আপনি কেমন আছেন?

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪

প্রবাসী পাঠক বলেছেন: ব্লগে নতুন আইডি খুলেছি। ঐটা নিয়ে ব্যস্ত ছিলাম। এখনো জেনারেল হয় নি তাই কমেন্ট করতে পারছিলাম না।

১০৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অপার নান্দনিক ..

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর।

১০৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০

লিরিকস বলেছেন: এটা দেখুন তো ভাইয়া।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৫

প্রবাসী পাঠক বলেছেন: দেখছি এখনই ভাইয়া।

১০৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ খেলাঘর


কোন রাজনৈতিক ব্যাক্তির সাথে আমার নিজস্ব মতামতের মিল নেই। বর্তমানে কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই।


পার্সোনালি কোন অর্থনৈতিক তত্বে বিশ্বাসী নই। তবে সকলের জন্য মঙ্গলময় কোন কিছুর আকাঙ্ক্ষা আছে।


১১০| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:



ধন্যবাদ লিরিকস

১১১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন:



@বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর


আপনার নামটিও বেশ নান্দনিক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.