নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসে অশান্তির নীড়।

No matter what happens, or how bad it seems today, life does go on, and it will be better tomorrow.

প্রবাসী পাঠক

প্রবাসী পাঠক › বিস্তারিত পোস্টঃ

স্বরচিত কবিতা এবং কপি পেস্টিয়ান অর্গানাইজেশন এর জন্ম।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৪



সংগঠন এর জন্য লোগো তৈরি করে দিয়েছেন প্রিয় মামুন রশিদ ভাই।


সাধারণত আমি কবিতা লিখি না ( কারণ কবিতা লিখতে পারি না )। কবিতা না লেখার পেছনে মূল কারণ অগ্রজদের প্রতি সম্মান প্রদর্শন। কারণ আমি কবিতা লিখলে রবি বাবু, জীবন বাবুদের চেয়ে আমার নামটাই বেশি উচ্চারিত হবে। যা আমি আসলে কখনোই চাই নি। আমি চাই নি কবি হিসাবে আমার নামটা তাদের আগে উচ্চারিত হোক। তারপরও মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে। অনেকগুলো কবিতা লিখেছি কিন্তু কখনো প্রকাশ করি নি। কিন্তু গত রাতে লেখা এই কবিতাটি প্রকাশ না করে পারলাম না। সম্মানিত পাঠক কবিতাটা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে আরও ভালো কিছু লেখার জন্য উৎসাহিত করবেন এই প্রত্যাশা রাখি।

সোনার তরী

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।
একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা--
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে--
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।
যত চাও তত লও তরণী-'পরে।
আর আছে?-- আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে--
এখন আমারে লহ করুণা করে।
ঠাঁই নাই, ঠাঁই নাই-- ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি--
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।



আমাদের দেশের সাধারণ একটা বিষয় হচ্ছে, কোথাও পাঁচ জন লোক একত্রিত হলে অন্তত তিনটা দলে পরিণত হবে। আবার এই তিনটা দলের জন্য অন্তত চারটা সংগঠন দাড়িয়ে যাবে। কখনো কখনো মানুষের চেয়ে বেশি সংগঠন হয়ে যায়। আমাদের সামহোয়্যার ইন ব্লগও এর বাইরে নয়। অতীতে বিভিন্ন সময় বিভিন্ন নামে প্রকাশ্য এবং গোপন সিন্ডিকেট ছিল। ইদানিং অবশ্য তার কোন চিহ্ন খুঁজে পাওয়া যায় না। কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত একটি নির্দিষ্ট গোষ্ঠী ছিল সুবিধাবঞ্চিত। তাদের পক্ষ হয়ে কথা বলার মত লোক খুঁজে পাওয়া যায় নি কখনো। কারণ তারা কখনোই ঐক্যবদ্ধ ছিল না। তাদের ছিল না কোন সিন্ডিকেট। এই সুবিধাবঞ্চিত ব্লগারদের জন্য আমরা শুরু করতে যাচ্ছি " কপি পেস্টিয়ান অর্গানাইজেশন " নামে একটি বিশেষ সিন্ডিকেট।

এই বিশেষ সংগঠন এর সদস্য পদ পেলে আপনাকে আর কখনো একা লড়াই করতে হবে না। আপনার হয়ে এই সংগঠন লড়াই করবে অন্যান্য ব্লগারদের সাথে। অতি অল্প সময়ের মধ্যেই আপনি হতে পারবেন স্টার ব্লগার। কারণ এই সংগঠনের সকল সদস্য বাধ্যতামূলক আপনার পোস্টে কমেন্ট করবেন। এই সংগঠনের সঙ্গে থাকলে আপনি নির্ভয়ে চুরি করা পোস্ট নিজের বলে চালাতে পারবেন।

এই সংগঠন শুধু মাত্র চুরি করা পোস্টের ব্যাপারেই সহায়তা করবেন না। এর পাশাপাশি লিংক সর্বস্ব পোস্ট, ফেসবুক স্ট্যাটাস এর মত পোস্ট, এক লাইনের পোস্ট সহ আরও অন্যান্য পোস্টের ব্যাপারেও সহায়তা করবেন।

" কপি পেস্টিয়ান অর্গানাইজেশন " এ সদস্য পদ প্রাপ্তির নিয়মাবলীঃ

১/ নিয়মিত অন্যের লেখা চুরি করে পোস্ট দিতে হবে। প্রতি পাঁচটি পোস্টের মধ্যে অন্তত তিনটি পোস্ট অন্যের লেখা হতে হবে।

২/ অন্যের লেখা পোস্ট দিয়ে অবশ্যই তা নিজের লেখা বলে প্রচার করতে হবে।

৩/ " কপি পেস্টিয়ান অর্গানাইজেশন " এর অন্যান্য সদস্যদের পোস্টে বাধ্যতামূলক কমেন্ট করতে হবে।

৪/ সিন্ডিকেট এর কোন সদস্যের পোস্টে চুরির অভিযোগ আসলে, সাথে সাথে তাকে ডিফেন্ড করার জন্য অন্যান্য ব্লগারদের সাথে ক্যাচাল করতে হবে।

৫/ সিন্ডিকেট এর কোন গোপন খবরাখবর বাইরের কারো কাছে প্রকাশ করা যাবে না।

৬/

৭/

৮/



কপি পেস্টিয়ান ভাই বোনেরা আসুন আমরা আলোচনার মাধ্যমে সংগঠনের জন্য আরও কিছু নিয়মকানুন সংযুক্ত করি। এই ব্লগ দিবসের আগেই আমরা আমাদের সংগঠন টাকে দাঁর করানোর চেষ্টা করি। যাতে করে আমরা ব্লগ দিবসে আমাদের সংগঠনের ব্যানারে উপস্থিত থাকতে পারি।

" কপি পেস্টিয়ান অর্গানাইজেশন " এর সাফল্য কামনা করছি।

মন্তব্য ৯০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০

 বলেছেন: ব্যাপক জ্ঞানগর্ভ পোষ্ট :||

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: কি বলচেন ভাই, এটা তো প্রচারণামূলক পোস্ট।

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

মামুন রশিদ বলেছেন: কবিতা না লেখার পেছনে মূল কারণ অগ্রজদের প্রতি সম্মান প্রদর্শন। কারণ আমি কবিতা লিখলে রবি বাবু, জীবন বাবুদের চেয়ে আমার নামটাই বেশি উচ্চারিত হবে।


এইরাম কনফেশন পাঠে রবিবাবু জীবনবাবু নিশ্চিত বিনয়ে বিগলিত হয়ে মাটিতে গড়াগড়ি খেতেন ;) B-)

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: এইরাম কনফেশন পাঠে রবিবাবু জীবনবাবু নিশ্চিত বিনয়ে বিগলিত হয়ে মাটিতে গড়াগড়ি খেতেন ;) B-)

নিশ্চিতভাবে তারা এই কনফেশন দেখলে আনন্দে নয়খানা হয়ে যাবেন।

কবিতা কেমুন লিখছি মামুন ভাই?

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: সাধু সাধু । কপি পেস্ট কি জয় ।

;)

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: মাহমুদ ভাই সংগঠনে যোগ দিতে চাইলে জলদি ফরম নিন।

কপি পেস্ট কি জয় ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৩

মামুন রশিদ বলেছেন: নিয়মাবলী পড়ে ভালো লেগেছে । ভাবছি জয়েন করার জন্য একটা মটিভেশন লেটার উইথ সিভি পাঠাবো কিনা! :#) B-))

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১২

প্রবাসী পাঠক বলেছেন: দ্রুত সিভি পাঠান মামুন ভাই। আপনাকে পাশে পেলে আমাদের এই সংগঠন অনেক ভালো ভাবে চলতে পারবে। এই সংগঠনের সভাপতির পদ টা এখনো খালি আছে।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩

মামুন রশিদ বলেছেন: আপনার এই অবদান কপি পেস্টিয়ানরা হৃদয়ে আজীবন কপি করে রাখবে :P

অফার লেটার পেয়ে খুশিতে গদগদ হয়ে অর্গানাইজেশনের জন্য একটা লোগো এঁকে ফেললাম । ;)


২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় মামুন ভাই। আপনার দেয়া লোগো পোস্টে এড করে দিয়েছি। যতদিন কপি পেস্টিয়ান থাকবে ততদিন আপনার বানানো এই লোগো তাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

 বলেছেন: :||

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: ;) B-)

৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০

আলম দীপ্র বলেছেন: :-B :-B :-B :-B

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০

প্রবাসী পাঠক বলেছেন: :-& :-&

৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০

মুহিব জিহাদ বলেছেন: আমি চিন্তা করিতেছি অর্গানাইজেশন এ যোগদান করার আগে এই পোস্ট খানাই একটা কপি পেষ্ট মারুম কিনা। :-P :-P

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: এতক্ষনে একজন খাঁটি সাহসী যোদ্ধা পেয়েছি। মুহিব ভাই এই পোস্ট কপি করলে আজীবন এই সংগঠনের সভাপতির পদ পেয়ে যেতে পারেন। জলদি কপি করে পোস্ট দিন আর সভাপতির পদ গ্রহণ করুণ।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:২৫

খেলাঘর বলেছেন:


কবিতাটি যদি গতরাতে লিখে থাকেন, তা'হলে গতরাতে আপনার রসনায় রবি ঠাকুরের আত্মা ভর করেছিল; আপনি গতকাল রাতে আর কি কি লিখেছেন? 'শেষের কবিতা'টাও শেষ করেছেন?


কপিপেস্ট করে যদি কেহ সামনে আসতে পারতো, তা'হলে সাহিত্য জগতে এরশাদ হতো আমাদের এরি ঠাকুর।

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। নোটিফিকেশনে আপনার আইডি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম।

কপি পেস্ট করে কেউ কখনো সামনের সারিতে আসতে পারবে না। কিন্তু ব্লগ কিংবা অন্য সামাজিক মাধ্যমে দিন দিন কপি পেস্ট এর মহামারি চলছে। অন্যের লেখা নিজের নামে চালিয়ে দিব্যি ভাব মেরে যাচ্ছে। আর একদল অনলাইন নিউজ পোর্টালের লেখা শুধু কপি পেস্ট করে ব্লগে দিচ্ছেন। তার সাথে যদি নিজের কোন বিশ্লেষণ থাকত তাহলে মেনে নেয়া যেত।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: মুগ্ধ পাঠ ! :)


জয় হোক ! জয় হোক !!

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

প্রবাসী পাঠক বলেছেন: কপি পেস্ট কি জয় ।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

আমিনুর রহমান বলেছেন:




আমার অনেক দিনের ইচ্ছে রবি বাবু, নজরুল, জীবুদা কিংবা হেলাল হাফিজ, রুদ্র, সুকান্ত সবার কবিতা থেকে ১ লাইন বা ২ লাইন নিয়ে একটা কবিতা লিখার :P

ঐ কবিতা কি মৌলিক হতে পারে :-0

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

প্রবাসী পাঠক বলেছেন: একটি বই থেকে লেখা তুলে দিলে কপি পেস্ট আর ৪ টা বই থেকে লেখা নিয়ে লিখলে যদি গবেষণা হয়। সেই সূত্র অনুযায়ী আপনার কবিতা মৌলিক কবিতা হতে পারে আমিনুর ভাই।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

ব্লগার মাসুদ বলেছেন: মডারেশন স্ট্যাটাস

আপনি একজন সাধারন ব্লগার
এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হবে না। তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে।

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: আপনার মডারেশন স্ট্যাটাস কপি পেস্ট করে দিলেন নাকি ভাই?? :P

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

সুমন কর বলেছেন: আইনমন্ত্রী হিসেবে এসব বেআইনী কার্যকলাপ গ্রহণ করা হবে না। =p~ =p~
(ফান মন্তব্য)

আপনি দেখি চুমুতকার কবিতু লিখেন !! B-) ;) চালিয়ে যান। আমরা আছি আশে-পাশে। !:#P

সদস্য পদ প্রাপ্তির নিয়মাবলী পড়ে, হাসুম না কাদুম -বুঝবার পারতেছি না ! |-) :#)

পোস্টে ২য় লাইক দিলাম।

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

প্রবাসী পাঠক বলেছেন: আহ! এই প্রথম কেউ আমার কবিতার প্রশংসা করল। আপনাদের অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে আরও কবিতা লেখার চেষ্টা করব। B-)

আমাদের সংগঠনে মাননীয় আইন মন্ত্রীকে পেলে অনেক খুশি হব। যে কোন আইনি জটিলতায় আইন মন্ত্রীর সহযোগিতা কাম্য।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক উচ্চু মানে কবিতা, নায়া সংঘঠনের সদস্য হইতে চাই, সামু মন্ত্রিপরিষদে কোন দপ্তর পাই নাই তাই কপি পেস্টিয়ান অর্গানাইজেশন এর ছোট খাট একটা পদ দিয়েন। X( B-)) B-)) B-))



আপনার কবিতা সত্যি ভাল হয়েছে তাই ++++


ভাল থাকবেন।

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

প্রবাসী পাঠক বলেছেন: কপি পেস্টিয়ান অর্গানাইজেশন একটি সেবা মূলক সংগঠন। এখান থেকে কেউ খালি হাতে যাবে না। কোন পদ আপনার চাই জানান ইমতিয়াজ ভাই। আপনাকে আপনার পছন্দ মত পদ দেয়া হবে।

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০২

সোহেল মাহমুদ বলেছেন: কার কার পোস্ট কপি করুম ভাবতাছি। পোস্ট দেয়ার আগে কি সিভি জমা দিতে হবে। :D :D :D

জয় কপি পেস্ট।

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫

প্রবাসী পাঠক বলেছেন: আমার এই পোস্ট যে কপি করে নিজের নামে পোস্ট দেবে সেই ই সংগঠন এর সভাপতির পদ পাবে। সেই জন্য সবার আগে আমার পোস্ট কপি করুন। কপি পেস্ট পোস্ট দিলেই হবে আলাদা করে সিভি পাঠানোর দরকার হবে না ভাই।


জয় কপি পেস্ট।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আরে, সোনার তরী নামটা তো কপি করা, ট্রেনের নাম থেকে নিয়েছেন! কবিতা খুবই দূর্বল, তবে চর্চা করে গেলে হয়ত কোনোদিন ভালো কবিতা লিখতে(কপি অর্থে বুঝতে হবে) পারবেন, দোয়া ড়ৈল!

আপনার এই অবদান কপি পেস্টিয়ানরা হৃদয়ে আজীবন কপি করে রাখবে :P

অফার লেটার পেয়ে খুশিতে গদগদ হয়ে অর্গানাইজেশনের জন্য একটা লোগো এঁকে ফেললাম । ;)


২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

প্রবাসী পাঠক বলেছেন: আহা এই ধরনের কমেন্টই তো চাই। আপনি খুব চমৎকার ভাবে আমার ( কপি করা ) কবিতার দুর্বল দিকগুলো তুলে ধরেছেন। আশা রাখি ভবিষ্যতে কবিতা ( কপি করার) লেখার সময় এই বিষয়গুলো মনে রাখব। ;)

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: B-) B-) B-) B-) :P :P :P :P
সদস্য হতে পাগলের মতো আগ্রহী :)

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

প্রবাসী পাঠক বলেছেন: সদস্য পদের পাশাপাশি সাংগঠনিক কোন পদ চাইলে আওয়াজ দেন অভি ভাই। অধিকাংশ পদ এখনো খালি আছে।


জয় কপি পেস্ট।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: সংগঠন এর জন্য লোগো তৈরি করে দিয়েছেন প্রিয় মামুন রশিদ ভাই।


সাধারণত আমি কবিতা লিখি না ( কারণ কবিতা লিখতে পারি না )। কবিতা না লেখার পেছনে মূল কারণ অগ্রজদের প্রতি সম্মান প্রদর্শন। কারণ আমি কবিতা লিখলে রবি বাবু, জীবন বাবুদের চেয়ে আমার নামটাই বেশি উচ্চারিত হবে। যা আমি আসলে কখনোই চাই নি। আমি চাই নি কবি হিসাবে আমার নামটা তাদের আগে উচ্চারিত হোক। তারপরও মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে। অনেকগুলো কবিতা লিখেছি কিন্তু কখনো প্রকাশ করি নি। কিন্তু গত রাতে লেখা এই কবিতাটি প্রকাশ না করে পারলাম না। সম্মানিত পাঠক কবিতাটা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে আরও ভালো কিছু লেখার জন্য উৎসাহিত করবেন এই প্রত্যাশা রাখি।

সোনার তরী

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।
একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা--
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে--
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।
যত চাও তত লও তরণী-'পরে।
আর আছে?-- আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে--
এখন আমারে লহ করুণা করে।
ঠাঁই নাই, ঠাঁই নাই-- ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি--
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।



আমাদের দেশের সাধারণ একটা বিষয় হচ্ছে, কোথাও পাঁচ জন লোক একত্রিত হলে অন্তত তিনটা দলে পরিণত হবে। আবার এই তিনটা দলের জন্য অন্তত চারটা সংগঠন দাড়িয়ে যাবে। কখনো কখনো মানুষের চেয়ে বেশি সংগঠন হয়ে যায়। আমাদের সামহোয়্যার ইন ব্লগও এর বাইরে নয়। অতীতে বিভিন্ন সময় বিভিন্ন নামে প্রকাশ্য এবং গোপন সিন্ডিকেট ছিল। ইদানিং অবশ্য তার কোন চিহ্ন খুঁজে পাওয়া যায় না। কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত একটি নির্দিষ্ট গোষ্ঠী ছিল সুবিধাবঞ্চিত। তাদের পক্ষ হয়ে কথা বলার মত লোক খুঁজে পাওয়া যায় নি কখনো। কারণ তারা কখনোই ঐক্যবদ্ধ ছিল না। তাদের ছিল না কোন সিন্ডিকেট। এই সুবিধাবঞ্চিত ব্লগারদের জন্য আমরা শুরু করতে যাচ্ছি " কপি পেস্টিয়ান অর্গানাইজেশন " নামে একটি বিশেষ সিন্ডিকেট।

এই বিশেষ সংগঠন এর সদস্য পদ পেলে আপনাকে আর কখনো একা লড়াই করতে হবে না। আপনার হয়ে এই সংগঠন লড়াই করবে অন্যান্য ব্লগারদের সাথে। অতি অল্প সময়ের মধ্যেই আপনি হতে পারবেন স্টার ব্লগার। কারণ এই সংগঠনের সকল সদস্য বাধ্যতামূলক আপনার পোস্টে কমেন্ট করবেন। এই সংগঠনের সঙ্গে থাকলে আপনি নির্ভয়ে চুরি করা পোস্ট নিজের বলে চালাতে পারবেন।

এই সংগঠন শুধু মাত্র চুরি করা পোস্টের ব্যাপারেই সহায়তা করবেন না। এর পাশাপাশি লিংক সর্বস্ব পোস্ট, ফেসবুক স্ট্যাটাস এর মত পোস্ট, এক লাইনের পোস্ট সহ আরও অন্যান্য পোস্টের ব্যাপারেও সহায়তা করবেন।

" কপি পেস্টিয়ান অর্গানাইজেশন " এ সদস্য পদ প্রাপ্তির নিয়মাবলীঃ

১/ নিয়মিত অন্যের লেখা চুরি করে পোস্ট দিতে হবে। প্রতি পাঁচটি পোস্টের মধ্যে অন্তত তিনটি পোস্ট অন্যের লেখা হতে হবে।

২/ অন্যের লেখা পোস্ট দিয়ে অবশ্যই তা নিজের লেখা বলে প্রচার করতে হবে।

৩/ " কপি পেস্টিয়ান অর্গানাইজেশন " এর অন্যান্য সদস্যদের পোস্টে বাধ্যতামূলক কমেন্ট করতে হবে।

৪/ সিন্ডিকেট এর কোন সদস্যের পোস্টে চুরির অভিযোগ আসলে, সাথে সাথে তাকে ডিফেন্ড করার জন্য অন্যান্য ব্লগারদের সাথে ক্যাচাল করতে হবে।

৫/ সিন্ডিকেট এর কোন গোপন খবরাখবর বাইরের কারো কাছে প্রকাশ করা যাবে না।

৬/

৭/

৮/



কপি পেস্টিয়ান ভাই বোনেরা আসুন আমরা আলোচনার মাধ্যমে সংগঠনের জন্য আরও কিছু নিয়মকানুন সংযুক্ত করি। এই ব্লগ দিবসের আগেই আমরা আমাদের সংগঠন টাকে দাঁর করানোর চেষ্টা করি। যাতে করে আমরা ব্লগ দিবসে আমাদের সংগঠনের ব্যানারে উপস্থিত থাকতে পারি।

" কপি পেস্টিয়ান অর্গানাইজেশন " এর সাফল্য কামনা করছি।

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। ইমতিয়াজ ভাই আপনাকে দিয়ে হবে। এই কপি পেস্টিয়ান ঝাতি আপনার পদাঙ্ক অনুসরণ করে ধন্য হবে।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাই আপনার পুরা পোষ্ট কপি কইরা মন্তব্য করছি, সভাপতি পোষ্ট চাই ই চাই।

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

প্রবাসী পাঠক বলেছেন: ইমতিয়াজ ভাই, কমেন্ট এ কপি পেস্ট করলে সভাপতির পদ পাওয়া যাবে না। আলাদা পোস্ট দিতে হবে। তবে আর কেউ যদি কপি পেস্ট পোস্ট না করে তাহলে আপনিই হবেন এই সংগঠন এর সম্মানিত সভাপতি।

২০| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: স্বরচিত কবিতা এবং " কপি পেস্টিয়ান অর্গানাইজেশন " এর জন্ম। বাই মি



এইবার যাইবেন কৈ

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

প্রবাসী পাঠক বলেছেন: টুপি খোলা সালাম গ্রহণ করুণ হে মান্যবর।

২১| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

ইমতিয়াজ ১৩ বলেছেন: সভাপতি পদ চাই ই চাই

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

প্রবাসী পাঠক বলেছেন: সম্মানিত সভাপতি মহোদয় আমাদের কুর্নিশ গ্রহণ করুণ। পরবর্তী সম্মেলন এর আগ পর্যন্ত আপনিই হচ্ছেন আমাদের সভাপতি।

২২| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: ধন্যহলুম।



এখন কি পোষ্টটা সরিয়ে ফেলতে পারি ???

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টটা ড্রাফ্‌ট করে ফেলুন ভাই। সাক্ষ্য প্রমাণ এর দরকার হলে আবার যাতে প্রদর্শন করা যায়।



সভাপতির পদের জন্য রইল শুভ কামনা।

২৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: ড্রাফট করা হয়েছে।

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ভাই।

২৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: এই অরগানাইজেশনের অর্গানোগ্রাম কি ভাই।

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: এই পোস্টে তো শুধু সংগঠন প্রতিষ্ঠা করার ডাক দেয়া হয়েছে। এখন আপনি সভাপতি। এই সংগঠন এর জন্য সব কিছু এখন আপনার সভাপতিত্বে সকল সদস্যদের নিয়ে ঠিক করা হবে।

২৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কবিতা পড়ে আপনার রাজনৈতিক মতাদর্শের ব্যাপারে অষ্পষ্ট ধারণা পেলাম । আপনি "ধান'' কেটে সাবার করে দিচ্ছেন !!!! আবার তা তরী 'নৌকায়' করে নিতেও চাইছেন !!!!! B:-) :|| /:)

পোস্ট ভালো হয়েছে । আরও ভালোভাবে চেষ্টা করতে হবে । অকা !! =p~ B-)) B-)

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১০

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। কবিতা লেখার সময়ত এত কিছু কনে আসে নি। এখন দেখছি সত্যিই কবিতায় রাজনৈতিক ধারনা অস্পষ্ট ভাবে স্পষ্ট হয়ে আছে।


ভবিষ্যতে কবিতা লেখার সময় সাবধান থাকতে হবে।

২৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮

জাফরুল মবীন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে,আমি এরকম একটি উপায় খুঁজছিলাম! =p~

মৌলিক পোস্ট লিখতে লিখতে মৌলবাদী হয়ে গিয়েছিলাম :P ।সারাদেশ জুড়ে এখন একটাই দাবী ‘মৌলবাদ নিপাক যাক’।যাক বাঁচার রাস্তা দেখিয়ে দিলে ভাই তুমি।লিখতে পারি না,ভাব আসেনা তারপরও কবিতা লিখার বড় খায়েশ!
এবার আমার সে স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে :) ।আমার মনে হয় এই সংগঠনের অর্গানোগ্রাম তৈরীতে কপিপেষ্ট পোষ্টের প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে।

আমি সপ্তাহ দু’য়েকের জন্য অনলাইনে অনুপস্থিত থাকব।ইনশাল্লাহ ফিরে এসে কপিপেষ্ট কবিতা দিয়ে আমার কবি জীবনের অভিষেক ঘটাবো।দোয়া করো ভাই।ভাল থেকো। :)

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

প্রবাসী পাঠক বলেছেন: আমরা সবাই মনে হয় এমন কিছু খুঁজছিলাম মবীন ভাই। কপি পেস্ট করার সুযোগ থাকতে কে যায় মৌলিক পোস্ট দিতে।

আমার একার পক্ষে এই সংগঠন চালানো অসম্ভব ছিল। সকল ব্লগারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে একদম অভিভূত হয়ে গেছি। প্রিয় ইমতিয়াজ ভাই সভাপতির দায়িত্ব নেয়াতে নিজেকে কিছুটা নির্ভার লাগছে।

দু সপ্তাহ পর ফিরে আসুন তারপর সবাই মিলে সংগঠনের অর্গানোগ্রাম তৈরী করা যাবে।

২৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪০

পার্থ তালুকদার বলেছেন: অনেকদিন ধইরা এইরম একটা সংঘ খুইজতাছি । পাইয়া গেলাম।

বিয়ের আগেই বাইচ্চা পাওয়ার মতন !! ;)

আমারে কিন্তু নেওন লাগবো ভাই । নাইলে কইলাম মাইন্ড করুম !!! :-P

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

প্রবাসী পাঠক বলেছেন: এই সংগঠন সবার জন্য উন্মুক্ত পার্থ দা। যত বেশি ব্লগার এখানে সম্পৃক্ত হবে ততই আমাদের জন্য ভাল।

২৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:



নোবেল অপেক্ষা করছে :)

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২২

প্রবাসী পাঠক বলেছেন: নোবেল পুরুস্কার এর অপেক্ষায় আছি শোভন ভাই।


নোবেল বিজয়ী প্রবাসী পাঠক। আহ শুনতেই ভাল লাগছে।

২৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

কলমের কালি শেষ বলেছেন: :|| :|| :|| ;) ;) B-)) B-)) B-)) =p~ =p~ =p~

মচৎকার অর্গানাইজেশন । আচ্ছা পুরুস্কার টুরুস্কার, সার্টিফিকেট দেওয়ারও ব্যবস্তা করা যেতে পারে । সর্বোচ্চ কপি পেস্টধারীকে কিংবা সর্বোচ্চ ডিপেন্ডকারীকে এইরকম বিভিন্ন ক্যাটাগরিতে আরকি !... ;) ;)

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪

প্রবাসী পাঠক বলেছেন: এই সংগঠন থেকে সব ধরনের ব্যবস্থাই রাখা হবে ভাই। সবাইকে পরিচয় পত্র দেয়া হবে। মাসিক ভাবে পুরুস্কার দেয়ার ব্যবস্থাও থাকবে বিভিন্ন ক্যাটাগরিতে।

৩০| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: খুবই যুগোপযোগী এবং কাজের পোস্ট। পোস্টটি স্টিকি করার দাবি জানালাম।

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:০২

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ অঘটনঘটনপটীয়সী।

ব্লগ কর্তৃপক্ষ এখনো কেন পোস্টটি স্টিকি করছে না বুঝতে পারছি না। আমাদের সংগঠন থেকে আন্দোলনের ডাক দিতে হবে এই জন্য।

৩১| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমি বিপুল বোটে সবাপতি নিরবাচিত হয়েছি। অফনেরা যারা এই অরগানাইজেনারে বিভিন্ন পদে অধিষ্ট হইতে পান তারা আমার ব্যক্তি গত লম্বরে পোন দেন। এ সংক্রান্ত কাজ অতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আবেদনের সাথে কিছূ টাকার পে-অরডার দিয়েন, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে।

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০

প্রবাসী পাঠক বলেছেন: টাকা পয়সার ভাগ আমারে কিন্তু দিয়েন।

৩২| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩

একনীল বনসাই বলেছেন: আওয়াজ দিলাম ভাই.
কাজ হবে কি?

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২

প্রবাসী পাঠক বলেছেন: আওয়াজ পেয়েছি। এবার কপি পেস্ট পোস্ট দেন। তাহলেই এই সংগঠন এর সম্মানিত সদস্য পদ পেয়ে যাবেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ একনীল বনসাই।

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০২

হাসান মাহবুব বলেছেন: এই পোস্টের আইডিয়া আবার কপি পেস্ট করা না তো? ;)

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: এই পোস্টের আইডিয়া এমন কি এই পোস্টে ব্যবহৃত প্রতিটি শব্দ এই প্রথম বারের মত ব্যবহৃত হয়েছে। এই পোস্ট কিছুতেই কপি পেস্ট হতে পারে না। ( সংগঠন এর নিয়ম মাফিক বিবৃতি দেয়া হল। ) ;)

৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৫

খেলাঘর বলেছেন:



কপি-পেস্ট থেকে হয়তো কেহ একদিন বড় কবি হয়ে যাবে।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

প্রবাসী পাঠক বলেছেন: বলা যায় না। কপি করতে করতে একদিন বড় কিছু হয়ে যেতে পারে।

৩৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

এহসান সাবির বলেছেন: এই মাত্র লেখা শুরু করলাম....



কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?
তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন-
চক্রে পিষ্ট আঁধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন।
ওগো বন্ধু,
সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল-
তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমনের পথে তোমা হতে বহু দূরে।
মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম
আজি নব প্রভাতের শিখরচুড়ায়; রথের চঞ্চল....




লিখতে লিখতে ঘুম চলে আসলো, ঘুম থেকে উঠে শেষ করব B-)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১

প্রবাসী পাঠক বলেছেন: বাহ! দারুন কবিতা। কবিতার শুরুটা চমৎকার হয়েছে।

হে ঐশ্বর্যবান,
তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান;
গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।
হে বন্ধু, বিদায়।

শেষটা এভাবে দিতে পারেন সাবির ভাই।

৩৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

আমি তুমি আমরা বলেছেন: অন্যের কমেন্ট কপি পেস্ট করতে চেয়েছিলাম, কোনটা কপি করব বুঝতে পারছি না। হেল্প করবেন? :P

২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

প্রবাসী পাঠক বলেছেন: আমার রিপ্লাই গুলো কপি করতে পারেন ভাই।

৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৭

এহসান সাবির বলেছেন: আরো কয়েকটা লিখেছি B-)

কিন্তু পোস্ট করব কোথায়?

এখানে?

২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই আরও কয়েকটা লিখেন। তারপর সব একসাথে নিয়ে একটা পোস্ট করে দিয়েন ভাই।

৩৮| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

জুন বলেছেন: কপি পেস্টিয়ান অর্গানাইজেশন " এর সাফল্য কামনা করছি =p~

২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ জুন আপা।

"কপি পেস্টিয়ান অর্গানাইজেশন " এর জয় হোক।

৩৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

নাসির ভাই বলেছেন: সংগঠনের পাগলা সদস্য হতে চাই ;)

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২

প্রবাসী পাঠক বলেছেন: স্বাগতম নাসির ভাই। আমাদের সংগঠনের দরজা সবার জন্য উন্মুক্ত। আর সংগঠনের পদ চাইলে দ্রুত কপি পেস্ট পোস্ট দিন।

৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

অন্তরন্তর বলেছেন:

ডাক্তারের কাছে যাব বলে ব্লগে লগইন করতে চাইনি।
কিন্তু আপনার এই ঐতিহাসিক পোস্টে মন্তব্য না করলে
ভয়ংকর অন্যায় হবে বলে লগইন করতে বাধ্য হলাম।
অনেক দিন পর বেশ প্রান খুলে হাসলাম আপনার পোস্ট
পড়ে। আরও মজা পেয়েছি কমেন্টগুলো পড়ে।
একটা বিষয় ভুললে চলবে না যে আমার মত যারা লিখতে
পারে না তাদের জন্য এমন একটা সংঘঠন অনেক অনেক
দিন আগেই হউয়া উচিত ছিল। অনেক দেরীতে হলেও আপনি
প্রথম উদ্যোক্তা হিসেবে সর্ব কৃতিত্ব অর্জন করেছেন।
@নাসির ভাই- শুধু পাগলা সদস্য হলে কিছু করতে পারবেন
না, আপনাকে আমাদের দেশের রাজনীতিবিদদের থেকেও উন্মাদ
হতে হবে। দেখেন পারেন কিনা।
আপনিসহ সকল সহ ব্লগারদের শুভেচ্ছা।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৪

প্রবাসী পাঠক বলেছেন: আমার পোস্টটি আপনাকে হাসাতে পেরেছে জেনে খুব ভালো লাগল ভাই। আসলেই উদ্যোগটা আরও আগে নেয়ার দরকার ছিল। অনেক দেরি হয়ে গেছে। তারপরও এখন থেকে আমার আপনার মত অনেক কাজে আসবে এই সংগঠন।

আপনার অসুস্থতার কথা জেনে খারাপ লাগল। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

লিরিকস বলেছেন: সব গানই তো তাহলে আমার লেখা B-)) B-)) B-))

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৬

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা । অবশ্যই সব গান আপনার নিজের লেখা। এখনই পোস্ট এডিট করেন। গীতিকার আর সুরকার এর জায়গায় নিজের নাম লিখেন।

৪২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৫

এহসান সাবির বলেছেন: অট- ভাই পোস্ট টা কে সরালো? সামু নাকি ও নিজে? বুঝতে পারলাম না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৩

প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই, ঐ নির্লজ্জ লোকটা সম্ভবত সরায় নি। ব্লগ কর্তৃপক্ষ মনে হয় সরিয়ে দিয়েছে। যে অসুস্থ মাথা থেকে এই ধরনের পোস্ট আসে, সে মাথায় পোস্ট সরিয়ে নেয়ার মত জ্ঞান নেই।

৪৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৪

এহসান সাবির বলেছেন: আমি আরেকটি মন্তব্য করেছিলাম, ওটার উত্তর পাওয়া জরুরি ছিল.... আপনি দেখেছেন কিনা জানি না.....
কোন জেলায় থাকে বলতে মনে হয় সাহস পেল না.....

কোথা থেকে যে এগুলো উদয় হয় আল্লাহ জানে.....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩১

প্রবাসী পাঠক বলেছেন: আপনার ঐ কমেন্ট এ রিপ্লাই দেন নি উনি। আর উনি এটা তো কপি পেস্ট করে পোস্ট দিছেন। আবার লিখছেন উনার বাবা মুক্তিযোদ্ধা । স্ট্যাটিস্টিক গুলো আগেও তিন চার জনের পোস্টে দেখেছি। সম্পূর্ণ মিথ্যাবাদী একজন।

৪৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনি রবি বাবুর কবিতাই লিখবেন? অন্যান্য কবিদের কবিতাও তো লিখতে পারেন। এতে আপনার টাইপিং স্পিড যেমন বাড়বে প্রবাসী পাঠক নামটাও রীতিমতো চকচকে হয়ে উঠবে আর আমরা পাঠকরা সে সব লেখা পড়ে তৃপ্ত হবো।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৩

প্রবাসী পাঠক বলেছেন: জুলিয়ান দা, প্রথমত এইটা রবি বাবুর কবিতা না ( কপিবাজ ব্লগারদের নিয়ম অনুসারে সত্য স্বীকার করার উপায় নেই) ;) । সবাই তো ব্লগারদের কিংবা অনলাইনের লেখা কপি করে নিজের নামে চালিয়ে দেয় তাই আমি চেষ্টা করলাম আর একটু আপগ্রেড কপি করার। সাথে সাথে কপিবাজদের জন্য একটা সংগঠন দাঁর করালাম। কিন্তু দুঃখের বিষয় অরিজিনিয়াল কপিবাজ কেউ আসল না।

৪৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: 'কপি'তা খুবই দুর্বল :|
শব্দচয়ন বিচ্ছিরি
বাক্যবিন্যাস অসামঞ্জস্যপূর্ণ
মূল ভাব ঘোলাটে থেকে গেছে
রাজনৈতিক বিষয় এসেছে শুধুশুধু X(

আপনারে দিয়া হবে। চেষ্টা চালায়া যান। আমিও মেম্বারশিপ পাইতে চাই =p~ =p~

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

প্রবাসী পাঠক বলেছেন: এত কষ্ট করে 'কপি'তা লিখলাম, এখন দেখি কিছুই হয় নাই। :(( :(( ভবিষ্যতে আর কপিতা লিখবই না। /:)


সংগঠনের উপদেষ্টার পদটা আপনার জন্য বরাদ্দ রইল শ্রদ্ধেয় প্রোফেসর দা। B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.