![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়া আমার কাছে অনেকটা নেশার মত। দেশ ছেড়ে বিদেশে আসার পর থেকে কাগুজে বই আর পড়া হয়ে উঠেনি। এক সময় পিডিএফ থেকে বই পড়তাম। কিন্তু সামুর সাথে পরিচয়ের পর থেকে এখন সামুই শেষ ঠিকানা। সামুতে এত ভাল ভাল লেখক লিখেছেন এবং লিখে চলছেন, তাদের লেখা পড়েই সময় চলে যায়। সামুতে আমার পড়া গল্পগুলো থেকে অন্যরকম ভাল লাগা গল্প গুলোকে নিয়ে একটা সংকলন করার ইচ্ছা ছিল। কিন্তু ইদানিং কোন কিছুতেই মন বসছে না তাই ড্রাফ্ট এ থাকা পোস্টটাই আজ পাব্লিশ করে দিলাম।
ড়ৎশড়
রোজা
ছোট্ট নিশি এবং তার হতভাগ্য পিতা
রানুদের গল্প
একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ
মোস্তাফিজ রিপন
ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা
ছোটগল্পঃ বিস্রস্ত
ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো
শান্তির দেবদূত
( কল্প-গল্প ) --- কৃত্রিম মা ও অকৃত্রিম মাতৃপ্রকৃতি
(কল্প-গল্প) - ক্লোরোপ্লাস্টিক মেসেজ
(কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস
হাসান মাহবুব
নিরপেক্ষ শান্তিকামুকেরা
রঙানুপাতিক
কার কাছে সেই কলম আছে?
গল্প যদি শুনতে চাও, আমার কাছে এসো!
সভ্যতাতাড়ুয়া
নিখিল বাংলাদেশ সাইকো সমিতি
প্রোফেসর শঙ্কু
ছোটোগল্পঃ মৃত্যুপথে মেলে রই আঁখি
গল্পঃ নিঃশব্দে খুঁজি পুরাণপাখি
গল্পঃ আকাশে আঁকা প্লাগ
ছোটগল্প: শেকড়-নীতি
ছোটোগল্পঃ কাঁচা মানুষ
ছোট গল্পঃ ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী
নাজিম-উদ-দৌলা
সত্যের বীজ
এবার আমার পালা
অনিকেত সৈনিক
অন্ধবালক
প্রশ্ন
প্রতিদ্বন্দ্বী
প্রতিশোধ
ব্রিজরক্ষক
মামুন রশিদ
গল্পঃ গোয়াইটুলি বাই লেইন ।
ছোটগল্পঃ দি হেলো ইফেক্ট।
গল্পঃ অন্তর্যাত্রা।
একজন সাধারণ।
ম্যাগনোলিয়া, ছড়াও সুধা মন মধুপে!
মাহমুদ০০৭
গল্প - ফাঁদ
গল্প - দায়
গল্প - সাকিন।
আবদুর রাজ্জাক শিপন
ছোটগল্প : যুবকের মাতার ঘরে আগুন লেগেছিলো !
ছোটগল্প : হাসানদের স্বপ্নটার অনুভূতিপ্রবণ একটি হৃদয় ছিল
ছোটগল্প : জোছনার ধবল গায়ে গ্রহণ লাগা চাঁদ
আকাশ অম্বর
বেড়ালের কান্না
শব্দউপাসক
পিশাচ
বোকা ঈশ্বর
আদনান শাহ্িরয়ার
থেকো অপেক্ষমান … অজস্র অশ্রু জলাধারের ওপাশে
মৃত্যু পথের যাত্রীদের জন্য শব্দ সংকলন
আকাশ দস্যুতা এবং মাতাল রাতের সেই মেয়েটির গল্প - আকাশের নীল আমার ঠিকানা
এক রাতে আমরা একটা কবিতার দোকান পুড়িয়েছিলাম ( ছোট গল্প)
শামীম শরীফ সুষম
হাত
শিরোনামহীন এক মানুষের শিরোনামহীন কোন গল্প
নৈশচারী
এবং মাতৃত্ব.......
ঈশ্বরের হনন ও কতিপয় অন্ধ ও বধির গুটিপোকা
উর্বশীর দহনকাল
খেয়া ঘাট
একমিনিটের গল্প- অবাক জলত্যাগ ( ওয়ার্ণিং- রিডার্স ডিস্ক্রিশান ইজ স্ট্রংলি এডভাইজড)
ছোটগল্প- মিথ্যাবাদি ময়না পাখি
ছোটগল্প - জুতো।
ছোটগল্প - স্কুলব্যাগ
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
আয়না
কুটিমিয়ার যাত্রা দেখা
বুবুদের কথা ও গতানুগতিক দুঃখবেদনা
কান্ডারি অথর্ব
রক্তানুভূতি
চোখ
না
দেহদান
আকাশচুরি
ছোটগল্পঃ বিস্মৃতির কালে
এইটা একটা ভুতের গল্প হতে পারতো!!
rudlefuz
ইনসমনিয়াক
হরর/থ্রিলারঃ সবাই মরে গেছে (full story)
শায়মা
~পরবাসী স্বর্ণলতা~
রানু ও তার লাল নীল সংসার
নিধি
ডেইফ
বিবেক
ফাল্গুনের পরশ
আবেগ...
সায়েম মুন
উত্তরণের পথে
গল্পঃ ললিতা আপুর আয়না
বৃতি
।। মুঠোবন্দী প্রিয় আকাশ, তোমাকে ।।
।। দূরের আলো ।।
।। কবি এবং সুকন্যা যখন জলজ স্বপ্নে ভেসেছিল ।।
শুঁটকি মাছ
গল্পঃযে জ্যোৎস্নায় কেউ ভেজেনা!
গল্পঃ পতিত নারী কিংবা ব্যর্থ মানুষের গল্প
গল্পঃহন্তারক
আলোর পরী
গল্পঃ পোকা
রূপকথার গল্পঃ নদীর নাম ইরাবতী
সমুদ্র কন্যা
কার যে কখন সুর কেটে যায়
কোন মায়াজালে বেঁধেছো...
হারু মিয়া
গল্পঃ কনসেন্ট্রেশন ক্যাম্প
আমি অথবা সে (সাইকো থ্রিলার লেখার চেষ্টা)
মাক্স
স্বরধ্বনির ষড়যন্ত্র
প্যারালাল
ডি মুন
গল্পঃ অসংলগ্ন কিছু মুহূর্ত
গল্পঃ রফিকবৃত্তান্ত
গল্পঃ রাফখাতা
ডাক্তার বললেন, " অনুমতি দিলে আপনার বাবাকে এবার মেরে ফেলতে পারি। " নাহিন আজিম
তিনি... অপর্ণা মম্ময়
টান অপর্ণা মম্ময়
নিঃসঙ্গতা অথবা পূর্ণতার গল্প। আহাদিল
সে বৃষ্টি হতে চেয়েছিলো! শফিউল আলম ইমন
গল্প - মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ! মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত
ইনসুলিন!!! টুকিঝা
বিবর্তিত পার্সোনালিটি ছোটগল্প সুপান্থ সুরাহী
গল্প: ভেজা বাতাসে গ্রামটাকে ভুল মনে হয় আব্দুল্লাহ আল মুক্তািদর
ছোটগল্প :: 'লিটল বয়' শাহেদ খান
আমাদের গল্প মাহী ফ্লোরা
একটুকু ছোঁয়া লাগে নিমা
গপ -রুমাল মাসুম আহমদ ১৪
গল্পঃ ভ্রম টুম্পা মনি
আমিঃ একজন সিরিয়াল কিলার ইসতিয়াক অয়ন
গল্পঃ দুধ ভাত ৎঁৎঁৎঁ
কিছুদিন আগে ব্লগার আমি তুমি আমরা এর এই ধরনের একটি পোস্ট ছিল।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৬
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ সুমন দা।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৫
ডি মুন বলেছেন: প্রথম প্লাস, প্রথম প্রিয়তে
মু হা হা হা হা
মাহমুদ ভাই সহ নবরত্নের সকল কয়লাকে পরাজিত করে আসল রত্ন ডি মুনকে জয়ী ঘোষণা করা হইলো।
ইয়া হু ++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা, মাহমুদ ভাইকে হারাতে পারো নাই মুন। উপরে দেখো মাহমুদ ভাই আছেন।
দায়সারা টাইপ একটা পোস্ট হয়ে গেল। লিখায় মন বসছে না তাই শুধু লিংক দিয়ে পোস্ট করে দিলাম।
প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ মুন, ভালো থেকো।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৯
ডি মুন বলেছেন:
পোস্ট সাজানো চমৎকার হয়েছে।
ছিমছাম, নিরিবিলি ।
অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটার জন্যে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৩
প্রবাসী পাঠক বলেছেন: পোস্টটা সময় নিয়ে এডিট করতে হবে। প্রতিটি গল্পকার কে নিয়ে আলাদা করে কিছু লেখার ইচ্ছা ছিল। কিন্তু লেখা হল না। দেখি সময় করে লিখতে হবে।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০
শায়মা বলেছেন: বাপরে!!!
কই থেকে যে খুঁজে খুঁজে বের করেছো গল্পগুলো ভাইয়া!!!!!!!!!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬
প্রবাসী পাঠক বলেছেন: এখানের অনেক গুলো গল্প আছে যখন ব্লগে আমার আইডি ছিল না তখন পড়া। আবার কিছু আছে ওয়াচে থাকা সময় পড়া। আমার যে গল্প গুলো ভালো লাগত আলাদা করে সেভ করে রাখতাম।
এখানে অনেকের গল্প আছে নতুন ব্লগাররা হয়ত তাদের লেখার সাথে পরিচিত না। আশা করি নতুন ব্লগাররা তাদের লেখা পড়ে দেখবেন।
আপনার শায়মা এবং অপ্সরা দুইটা আইডির গল্পই কিন্তু আছে।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪০
ডি মুন বলেছেন:
আমাকে নিয়ে নিশ্চয়ই এইগুলো লিখবেন -
ডি মুন ছেলেটা আসলে ভালো,
প্রকৃতপক্ষে খুবই ভালো;
বলতে গেলে - জবাব নেই
মাত্র এক পিস;
কষাধারণ(কঠিনভাবে অসাধারণ) ছেলে;
ডি মুন সত্যিই দুর্দান্ত;
বেটা একটা জিনিস;
একটু বদরাগী তবে ভালো;
আহ, ডি মুন, সে তো একটা ভচ;
একচুয়ালি - ও একটা রত্ন;
আর প্রবাসী পাঠক ওর ভক্ত
সামু ব্লগের সেরা কমেন্টটা আজ করেই দিলাম মু হা হা হা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: তোমার জন্য এত কিছু লিখতে পারমু না।
লিখব - ডি মুন দ্যা বদ পুলা কিন্তু লেখা অসাধারণ।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৮
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ না খুঁজেই কিছু ভাল লেখা পেয়ে গেলাম ।।
প্রিয় তে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০০
প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্য এবং প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ মনিরা আপা।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৩
জাফরুল মবীন বলেছেন: ভাই প্রপা’র ভাললাগা গল্পের তালিকার প্রশংসা করতেই হয়।সবগুলো গল্প পড়া হয়নি,তবে এবার হবে ইনশাল্লাহ।
পোস্টটিকে তার উপযুক্ত স্থানে নিয়ে যাওয়া হয়েছে
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আমার এই লক্ষী ভাইটির জন্য
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪১
প্রবাসী পাঠক বলেছেন: মবীন ভাই, এখানে যাদের গল্প নেয়া হয়েছে তাদের অধিকাংশ ব্লগার এখন আর এই ব্লগে নতুন কোন লেখা দেন না। কিন্তু তাদের লেখাগুলো মন্ত্রমুগ্ধের মত পড়তে হবে বলে আমার বিশ্বাস। একটি গল্প আছে যে গল্পটি স্টিকি পর্যন্ত হয়েছিল।
অনেক অনেক ধন্যবাদ জানবেন মবীন ভাই।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৬
চাঁদগাজী বলেছেন:
লেখার অভাব নেই, পাঠকের অভাব
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫৬
প্রবাসী পাঠক বলেছেন: আমার মনে হয় পাঠকের অভাব নেই। তবে ভালো পাঠকের অভাব এটা স্বীকার করতেই হবে।
একদিন মধ্যহ্ন দুপুর। সূর্যের মাত্রাতিরিক্ত তেজ।প্রাচীন গ্রীসের পথে পথে ঘুরে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়াতলে বিশ্রাম নিচ্ছেন মহান সক্রেটিস।দিনটি আজ বড়ই খারাপ গেলো।দশজন মানুষও উনার কথাগুলো মন দিয়ে শুনেনি।ক্লান্তির মাঝে একটু তন্দ্রার ভাব এসেছে। এমন সময় শুনেন হর্ষধ্বনি,আনন্দ, শোরগোল।
মহান সক্রেটিস বিশ্রাম বাদ দিয়ে শোরগোলের দিকে এগিয়ে যান। দেখেন শত শত লোক মহানন্দে ভীড় করে দাঁড়িয়ে আছে। সবাই দারুন উৎফুল্ল।তিনি ভাবলেন-কী এমন কান্ড হচ্ছে একবার দেখে আসি। ভীড় ঠেলে সামনে এগুলেন।
উনার চোখ দিয়ে আনন্দের পরিবর্তে অশ্রু দেখা দিলো। শত শত লোক ভীড় করে এক বানরের খেলা দেখছে।
মহান সক্রেটিস বুঝলেন, পৃথিবীতে চিন্তাশীল মানুষের কথা শুনার সংখ্যা খুবই কম। বানরের খেলার প্রতিই বরং মানুষের আগ্রহ বেশী।
প্রিয় খেয়াঘাট ভাইয়ের একটা পোস্ট থেকে কিছু লাইন। আমাদের পাঠক সমাজের অধিকাংশ বানরের খেলা দেখায় ব্যস্ত।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রথমেই প্রিয়তে নিয়ে নিলাম প্রিয় একটা আয়োজনকে। কোন সন্দেহ নাই এটা একটা চমৎকার কাজ। যদিও পাঠকমাত্রই স্বাদের ভিন্নতা থাকতে পারে। তবুও আপনার বাছাইয়ের উপর আমার ব্যক্তিগত বিশ্বাস আছে। কারণ আপনি একজন বিজ্ঞ পাঠক। আপনার তুলে ধরা প্রিয় পোস্টগুলোর অনেকগুলোই আমি পড়ি নাই। ধীরে ধীরে পড়ে নেবো আশা করছি।
আরও একটা ব্যাপার এখানে খুব গুরুত্ব সহকারে দেখা উচিৎ। সেটা হল ব্লগারদের/লেখকদের প্রতি আপনার আন্তরিকতা ও ভালোবাসা। এই আন্তরিকতা এবং ভালোবাসা এখন অন্যান্য গল্পকারদেরও উৎসাহ জোগাবে নিশ্চয়ই। তাতে সহব্লগাররা অনেক উপকৃত হবে। অনেক ভালো লাগা একটা পোস্ট প্রবাসী পাঠক। শ্রমসাধ্য পোস্টতো অবশ্যই। আপনার শ্রম সার্থক হোক। আপনার ভালোবাসার মূল্য সবাই দিক এটাই কামনা করছি। নিরন্তর শুভ কামনা রইলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৬
প্রবাসী পাঠক বলেছেন: প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিদ্রোহী ভাই আমার পছন্দের উপর আস্থা রাখার জন্য।
এই পোস্টের গল্পগুলোর অধিকাংশ লেখক প্রায় ২ বছরের অধিক সময় ধরে আর এই ব্লগে লিখেন না। তাই এই ব্লগের নতুন ব্লগারদের কাছে তাদের লেখাগুলো অতটা পরিচিত না। আর এখানের গল্পগুলোর বেশির ভাগই ২০১৩ সালের আগের পোস্ট।
মোস্তাফিজ রিপন, আকাশচুরি, আবদুর রাজ্জাক শিপন, শামীম শরীফ সুষম, আকাশ অম্বর, ম্যাক্স, ডেইফ - উনারা অসম্ভব মেধাবী লেখক। কিন্তু উনারা আর এখানে লিখেন না।
কম লেখার কারনে কোন আইনি ব্যবস্থা নেয়ার উপায় থাকলে ব্লগার ড়ৎশড় এর বিরুদ্ধে প্রথমেই আমি নোটিশ পাঠাতাম। উনার রোজা গল্পটা যতবার পড়েছি ততবারই চোখে জল এসেছে।
চমৎকার একটি মন্তব্য এবং প্রিয়তে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভাই।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৩০
বিদ্রোহী বাঙালি বলেছেন: আন্তরিক প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ প্রবাসী। আমি আজই ব্লগার ড়ৎশড় এর 'রোজা' গল্পটা পড়ে ফেলবো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫০
প্রবাসী পাঠক বলেছেন: আবারো ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বিদ্রোহী ভাই।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: 'রোজা' গল্পটা পড়লাম। আপনি তাঁকে যথার্থই মূল্যায়ন করেছেন। চোখের পানি শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নাই। এতো সাবলীল লেখার মধ্যে এতো আবেগ আর কষ্ট। দারুণ! অনেক ধন্যবাদ প্রবাসী এতো সুন্দর একটা গল্পের সন্ধান দেয়ার জন্য।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১
প্রবাসী পাঠক বলেছেন: উনার প্রতিটি লেখাই এই রকম আবেগ মাখা। উনার একটা গল্প ব্লগের সর্বাধিক পঠিত গল্প। ১৩০০০ বার এর উপর গল্পটি পড়া হয়েছে।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩০
আরণ্যক রাখাল বলেছেন: যখন ব্লাগাইডি ছিল না তখনই এঁদের গল্প পড়েছি কিছু কিছু| বাকিগুলো এখন পড়ব| ধন্যবাদ
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫
প্রবাসী পাঠক বলেছেন: আমিও এই গল্পগুলো যখন পড়েছি তখন আমার ব্লগে আইডি ছিল না। এখনো পুরাতন লেখাগুলো খুঁজে খুঁজে পড়ি।
মন্তব্যের জন্য ধন্যবাদ আরণ্যক রাখাল।
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৩
মৃদুল শ্রাবন বলেছেন: আপনার ভাললাগার সাথে আমারও দেখি কিছু কিছু মিল আছে।
নতুনদের কাছে পুরাতনদেরকে পরিচয় করিয়ে দেবার কাজটা অবশ্যই প্রশংসার প্রবাসী ভাই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮
প্রবাসী পাঠক বলেছেন: উনাদের লেখাগুলো এতটাই ভালো ছিল যে যারা গল্প পড়তে ভালবাসে তাদের প্রিয় তালিকায় থাকবে তাদের গল্পগুলো।
পুরাতন অনেক ভালো লেখক যারা এখন আর এখানে লিখেন না, তাদের লেখার সাথে নতুনরা সেভাবে পরিচিত না। তাই নতুনদের কাছে পুরাতনদের পরিচয় করিয়ে দেয়া এবং তাদের সঠিক মূল্যায়ন করা আমাদের সবার দায়িত্ব।
আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ মৃদুল ভাই।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: এ মাসে অপূর্ণ রায়হানের সংকলিত পোস্টের অপেক্ষয় আছি কিন্তু পাচ্ছি না তবে সে সকম ই একটা পোস্ট, যদিও এটি নিতান্তই আপনার ভাল লাগা বইগুলোর / পোস্টগুলোর সংকলিত একটি পোস্ট।
যাহোক ধন্যবাদ আপনাকে এ পোস্টের জন্য , কারন ভাল কিছু লেখার সন্ধান পেলাম এর মাধ্যমে ।
৬ষ্ট লাইক সহ প্রিয়তে।
ভাল থাকুন নিরন্তন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২
প্রবাসী পাঠক বলেছেন: আসলে এখানে আমার একান্ত ব্যক্তিগত পছন্দের গল্পগুলো নিয়েছি। পাঠক ভেদে পছন্দের পার্থক্য থাকবে। তাই অনুরোধ থাকবে এই গল্পগুলোর পাশাপাশি উনাদের অন্য লেখাগুলো পড়ে দেখার। হয়ত অন্য গল্পগুলো এই গল্পের চেয়েও ভালো লাগতে পারে।
মন্তব্য, লাইক এবং প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ ইমতিয়াজ ভাই।
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয়তে।
আপনার পছন্দের তালিকায় থাকা গল্পগুলো অধিকাংশই পড়া হয় নি।
পড়তে হবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪
প্রবাসী পাঠক বলেছেন: গল্পগুলো পড়ে দেখুন ভাই, আশা রাখি আশাহত হবেন না।
মন্তব্যের জন্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার আয়োজন ------
ধন্যবাদ ----- ধন্যবাদ
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ লায়লা আপা।
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
তুষার কাব্য বলেছেন: চমৎকার সংকলন,আপনার পছন্দের গল্পগুলি পড়ে ফেলার প্রত্যাশা রইলো প্রবাসী ভাই
৭ম ভালোলাগা দিলাম কিন্তু ....
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তুষার ভাই। প্রতিদিন অন্তত একটি গল্প পড়তে হবে এটাই আপনার হোম ওয়ার্ক। পরীক্ষা নিবে মুন দ্যা বদ পুলা এন্ড অসাধারণ লেখক।
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
আজিজার বলেছেন: প্রিয়তে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আপনাকে আজিজার।
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪
হাসান মাহবুব বলেছেন: নিঃসন্দেহে আপনি একজন প্রাজ্ঞ এবং মনোযোগী পাঠক। অনেক শুভেচ্ছা রইলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।
২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগলো আপনার ভাললাগা। প্রায় সবগুলো পড়েছি ।সত্যি দারুন সিলেকশন ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই।
২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কাজ ++++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬
পার্থ তালুকদার বলেছেন: এ কী করলেন প্রবাসী ভাই --------
দারুন আয়োজন । এখন সব গল্পগুলো পড়া যাবে।
শুভকামনা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮
প্রবাসী পাঠক বলেছেন: গল্পগুলো পড়ে দেখুন পার্থ দা। প্রতিটি গল্প অসাধারণ।
২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রিয় তালিকা প্রকাশ করার জন্য ধন্যবাদ, প্রবাসী পাঠক। সাধারণ পাঠকের জন্যও সুবিধা করে দিলেন।
অনেকগুলোই আমার প্রিয়
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০
প্রবাসী পাঠক বলেছেন: পাঠকরা এই গল্পগুলো পড়লেই আমার সার্থকতা। অনেক অনেক ধন্যবাদ মইনুল ভাই।
২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২০
আমার আমিত্ব বলেছেন: প্রায় সবই পড়া, আপনার পছন্দের তারিফ করতে হয়
তবে কিছু সুন্দর গল্প বাদ পড়ে গেছে বা আপনার নজরে এখনো আসেনি। আশা করছি সহ ব্লগাররা আপনাকে জানাবে, আমিও চেষ্টা করব।
ভালো থাকুন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩
প্রবাসী পাঠক বলেছেন: কিছু নয়, অনেক অনেক সুন্দর গল্প বাদ রয়ে গেছে। এখনো অনেক অনেক ভালো লেখকের ভালো লেখা আমার পড়ার সৌভাগ্য হয় নি। আবার অনেকগুলো হয়ত আমার নজরে আসে নি। প্রত্যাশা করি সহ ব্লগাররা কমেন্টে আরও কিছু গল্পের লিংক দিয়ে সাহাজ্য করবেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ আমার আমিত্ব।
২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩
ঢাকাবাসী বলেছেন: অনেক পরিশ্রম করে চমৎকার সাজিয়েছেন,ভাল লাগল্
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী ভাই।
২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩
আমার আমিত্ব বলেছেন: ২য় পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮
প্রবাসী পাঠক বলেছেন: ২০১১ সময়কার লেখাগুলো পড়ছি এখন। আশা রাখি দ্রুত দ্বিতীয় পর্ব দিতে পারব।
২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার নিকের সাথে কোথায় যেন এ পোস্টের মিল আছে ৷
হয়ত উনারা এখন ছাপার অক্ষরে লিখেন ৷
সব পর্ব একসাথে দেখার ইচ্ছা সময় করে ৷
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২
প্রবাসী পাঠক বলেছেন: উনাদের মত গুনি লেখকদের ছাপার অক্ষরে লেখাটা স্বাভাবিক। কিন্তু আমরা যারা মলাট বন্দি লেখাগুলো পড়ার সুযোগ পাচ্ছি না তারা খুব বেশি মিস করছি।
পরের পর্ব খুব দ্রুত দেয়ার চেস্টা করব।
ধন্যবাদ জাহাঙ্গীর ভাই।
২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
শাশ্বত স্বপন বলেছেন: প্রবাসী পাঠক ভাই, আপনি ভাল মানে পাঠক। আমার কয়েকটা গল্প একটু খেয়ে দেখবেন--http://www.somewhereinblog.net/blog/sswapan/30011668
http://www.somewhereinblog.net/blog/sswapan/30008258
http://www.somewhereinblog.net/blog/sswapan/30005161
http://www.somewhereinblog.net/blog/sswapan/29985191
http://www.somewhereinblog.net/blog/sswapan/29963478
http://www.somewhereinblog.net/blog/sswapan/29722874
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন স্বপন ভাই। আমি অবশ্যি পড়ে দেখব গল্পগুলো। আশা করি দ্বিতীয় পর্বে লিখতে পারব গল্পগুলো নিয়ে।
২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫
মহামহোপাধ্যায় বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম। আমার পছন্দের গল্পগুলোর সাথে বেশ কিছু মিলে গেলো। বাকি পর্বগুলো আসুক। অপেক্ষায় ...........
ভালো থাকুন। শুভ রাত্রি
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৩
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায় ভাই। বাকি পর্ব গুলো দ্রুত সময়ের মধ্যেই দেয়ার চেষ্টা করব।
৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনার নাম শুনলাম লেখকদের মুখে, ভালো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। বলেন কি!! আমি বিস্মিত!!
যদি সত্যিই কোন লেখক আমার নাম নিয়ে থাকেন তাহলে তা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০১
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার সংকলন। অনেকগুলো গল্প পড়া হয়নি। ১১ তম ভাল লাগা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৭
প্রবাসী পাঠক বলেছেন: যে কয়টা পড়া নেই পড়ে দেখতে পারেন ভাই।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি তুমি আমরা।
৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
প্রামানিক বলেছেন: সাধারণ পাঠকের জন্য সুবিধা করে দিলেন।
অনেকগুলোই আমার প্রিয়
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৫
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৯
চাঁদগাজী বলেছেন:
এত গল্প পড়ে শেষ করা সম্ভব সম্ভব।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২০
প্রবাসী পাঠক বলেছেন: এক সাথে পড়ে শেষ করা কখনোই সম্ভব না। প্রতিদিন সময় করে একটি করে পড়লে হয়ত শেষ করা যাবে।
৩৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০
এহসান সাবির বলেছেন: ড়ৎশড়
নাফ
অস্পিসাস প্রেইস
♣ ভালো থেকো বন্ধুরা .....................♣
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮
প্রবাসী পাঠক বলেছেন: নাফ এবং অস্পিসাস প্রেইস এর লেখা কোন গল্প হয়ত পড়া হয় নি। পড়ে দেখতে হবে।
৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার সংকলন। পুরান কিছু লেখকদের নাম দেখলাম, যারা অবশ্যই ভাল লিখতেন, ব্লগের সম্পদ হিসেবে সেই গল্পগুলোকে ধরা যায়।
শুভেচ্ছা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১
প্রবাসী পাঠক বলেছেন: পুরাতন কিছু লেখকের লেখা সত্যিই ব্লগের সম্পদ হয়ে আছে। উনাদের পাশাপাশি আপনার লেখাগুলো ও ব্লগের অমূল্য সম্পদ।
মন্তব্যের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রোফেসর শঙ্কু।
৩৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭
জেন রসি বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম।
ভালো থাকবেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৩
প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্য এবং প্রিয়তে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জেন রসি।
৩৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক গল্পই পড়া হয়নি দেখি!!
অসাধারণ কাজ করেছেন প্রবাসী ভাই। এতে করে অনেক ব্লগারদের অসাধারণ সব লেখাগুলোই মনে হয় পেলাম।
প্রিয়তে নিয়ে গেলাম। আপনার উপর আস্থা রেখে। সবগুলোই পড়তে হবে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৯
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।
দ্বিতীয় পর্বে আরও কিছু পুরাতন ভাল লেখকদের ভাল লেখা দেয়ার চেষ্টা করব।
৩৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৪
বৃতি বলেছেন: আপনার দেয়া লিংক ধরে মোস্তাফিজ রিপন এর দুটো অনবদ্য গল্প পড়লাম। খুব ভাল লেগেছে- না পড়া অন্যগুলোও তাড়াতাড়ি পড়ার ইচ্ছে রাখি।
ধন্যবাদ শেয়ারের জন্য।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বৃতি আপু।
৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও , এক সাথে অসাধারণ অনেক গুলো লেখার খোঁজ পাওয়া গেল। একে একে পড়ে ফেলতে হবে।+
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০
প্রবাসী পাঠক বলেছেন: সময় করে পড়ে দেখুন গল্পগুলো আশারাখি ভালো লাগবেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা।
৪০| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন সব ব্লগারের অসাধারণ কিছু গল্প। আবারও ফিরে এসে পড়তে হবে । অনেক অনেক ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৫ রাত ১২:১৬
প্রবাসী পাঠক বলেছেন: প্রথমেই ক্ষমা চাচ্ছি অনেক দেরিতে মন্তব্যের উত্তর দেয়ার জন্য।
সম্ভব হলে এই ব্লগারদের অন্যান্য গল্পগুলো পড়ে দেখতে পারেন। হয়ত এই গল্পগুলোর চেয়েও ভালো লাগতে পারে।
৪১| ১২ ই জুন, ২০১৫ ভোর ৫:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ্রাতা আজ থেকে একশত মিটার এর দৌড় দেয়া শুরু করলাম।
১৩ ই জুন, ২০১৫ ভোর ৪:২০
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। ১০০ মিটার দৌড় দেন সমস্যা নাই। তবে দৌড় দিয়ে বেশি দূর যাইয়েন না যেখানে আপনাকে খুঁজে পাব না।
৪২| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৪:৩১
মশিকুর বলেছেন:
আগে +
তারপর প্রিয়
সবশেষে কমেন্ট...
ভাল থাকুন।
২৬ শে জুন, ২০১৫ রাত ১:৩১
প্রবাসী পাঠক বলেছেন: অনেক দিন পর মশিকুর ভাই আপনাকে ব্লগে পেলাম। খুব ভালো লাগল আপনাকে ব্লগে দেখে।
পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা। ভালো থাকবেন ভাই।
৪৩| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:২৯
মহামহোপাধ্যায় বলেছেন: সামুধামে কি এই পোস্টের সিক্যুয়াল আমরা দেখিব না??
জাতি দীর্ঘদিন ধরিয়া আশায় রহিয়াছে
০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: পোস্ট লিখতে আলসেমি লাগে ভাই। তাই আর সিক্যুয়েল লেখা হচ্ছে না। দেখি আলসেমি ত্যাগ করে পোস্টটা দেয়ার ব্যবস্থা করছি দ্রুত।
৪৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩
প্রবাসী পাঠক বলেছেন: বসন্তের শুভেচ্ছা প্রিয় সাবির ভাই।
৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৪
অলওয়েজ ড্রিম বলেছেন: আমি মোটেই ভাল পাঠক নই। জীবনের বান্দর খেলাতে (দেখতে এবং দেখাতে) ব্যাস্ত খুব। তাই বলা চলে দুয়েক জন বাদে কারওটাই পড়া হয় নাই। আদৌ কোনো দিন সুযোগ পাব কি না জানি না। তবু প্রিয়তে নিয়ে রাখলাম। যদি কোনো দিন সুযোগ জোটে।
২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৭
প্রবাসী পাঠক বলেছেন: সময় সুযোগ হলে গল্পগুলো পড়ে দেখতে পারেন। এতটুকু বলতে পারি আশাহত হবেন না।
মন্তব্যের জন্য ধন্যবাদ অলওয়েজ ড্রিম
৪৬| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৮
ইসিয়াক বলেছেন: ব্লগে আজকাল পড়ার মত তেমন কিছু নাই।
এই পোস্টের গল্পের লিংক গুলো কাজে লাগবে। আশা করি ভালো কিছু সময় কাটবে। শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১২
সুমন কর বলেছেন: চমৎকার অায়োজন। জানা গেল, অাপনার পছন্দের গল্পগুলো।
নাইস শেয়ার।
শুভ রাত্রি।