নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
সাদা তোয়ালে ব্যবহার করেন না মুকুল আনোয়ার । কারণ
তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। দু'দিন পরপর ধোয়ার ঝামেলা।
কালো রংয়ের তোয়ালে ব্যবহার করেন তিনি।
বশির উদ্দিন সবসময় সাদা তোয়ালে ব্যবহার করেন, যাতে একটু
ময়লা হলেই দেখা যায়। ধুয়ে ফেললেই ময়লা পরিষ্কার
হয়ে যায়। খামাখা রোগ-জীবানুর সাথে বসবাসের মানে হয় না।
শুধু 'অল্পতেই ময়লা হয়ে যাবার কারণে' এবং 'দু'দিন পরপর
ধোয়ার ঝামেলা'র জন্য কালো রংয়ের তোয়ালে ব্যবহার
করায় আনোয়ারের অসুখ লেগেই থাকে বারো মাস।
বশির কিন্তু দিব্যি সুস্থ দিন কাটান।
তবে আনোয়ার অসুস্থ তাই সাউদার্নে জব করতে যেতে পারে নি, বশির সুস্থ তাই ডেটিং এ আছে এখন...হিহি
©somewhere in net ltd.