নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শুধু মশকারি করতে ইচ্ছে করে...

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৫

শরীফ ভাই যখন সুরকার গীতিকার.. :p

রুবেলের মাথাটা চুলকায়, চুল গুলো যায় যায়, রুবেল পড়ছে মাইনাকার চিপায়..
দিছো রুবেলেরে সিস্টেম কইরা, রুবেল ভাই খুজে পাই না উপায়..ভালো আছি,ভাল থেক, জেলখানার ঠিকানায় চিঠি লিখো..

আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিবো, রুবেল তুমি যদি আমারি না হও..বিধি তুমি বলে দাও রুবেল কার? একটি মনের শুধু একটি দাবিদার..

আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো বর্ণ পড়বে চোখে, দেখবে তখন তুমি নতুন সাজে, হ্যাপি এসেছিল জেল খানাতে..

মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ, সবি হবে এখন বিয়ের পরে, জানবে না কেহ..রুবেল ভাইইই, হেইলা দুইলা হ্যাপি দরবার ও নাচায়..

হ্যাপি চিঠি লিখেছে জেল খানাতে, ভাঙ্গা ভাঙ্গা হাতে..যেন ফেসবুক বাসী না জানে, যেন সাংবাদিক না জানে...

লোকে বলে কলঙ্কিনি, কলঙ্ক আমার ভালো লাগে.. আমার হার কালা করলাম রে, রুবেল কালার লাইগা রে...

কোথায় হারিয়ে গেল, হ্যাপি রুবেলের দিন গুলো হায়, আজ আর নেই, একটা বালিশে তিন চার ঘন্টা, হ্যাপির সাথে লুল খেলা চলত, কখনো বিষনুটে, কখনো আর সময় নাই, এই নিয়ে তর্কটা চলতো..কাকে যেন ভালবেসে, আঘাত পেয়েছে শেষে, জেলখানায় আছে রুবেল ভাই..লালালালা লা ল্লা ল্লা লা লালা লালা..

ও হ্যাপির মা তুমি হ্যাপিরে বুজাও না, দিনে রাইতে মামলা করে, মামলা উদ্র করে না, হ্যাপি আমার জানেরি জান, পরাণের পরান..হ্যাপির মা তোমারে আইনা দিমু সুপারি আর পান..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.