নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
তাক ধিনাক ধিং ধিং
সমাবর্তনের পক্ষে আওয়াজ দিন..
অধিকার করব আদায়,
সমাবর্তনের পক্ষে হবে রায় ৷
পড়ব কালো গাউন,
ক্রাউন হবে ব্রাউন,
সবার মুখে হাসি,
খাওয়ার মেনু খাসি-
বক্তব্য দিবে ভিসি,
বাদক দল বাজাবে বাঁশি..
ফুটবে লাল নীল আতশবাজী,
আনন্দ হবে রাশি রাশি ৷
চোখে থাকবে জল,
হৃদয়ে পাবো বল,
হবে হাসি ঠাট্টা গান
ভরে উঠবে মনো প্রাণ ৷
বন্ধুদের মারব খোচা,
যদি মুখ করে রাখে ভোচা..
আনন্দ হবে সাচ্ছা,
হয়ে যাব বাচ্ছা ৷
তুলবো কয়েক'শ সেলফি,
মুখ ভেঙ্গিয়ে ইয়ার্কি..
হাতে বেধে দিবো রাখি,
হয়ে থাকবে বন্ধুত্বের স্বাক্ষী..
দিন শেষে হবো একা,
টিস্যু হবে সখা..
ভালো লাগবে না কিছু
স্মৃতি নিবে পিছু..
রাতে হবে না ঘুম
আকাশে কি সুন্দর মুন!
খসে পড়বে তারা..
ভারী হবে গলা ৷
এতগুলো ছাত্রদের আবেগ,
নাড়া দিবে কি প্রশাসনের বিবেক?
সমাবর্তন পাবে বেগ...
এটাই হোক আজকের অনুরোধ ৷
মন বলছে এবার হবে,
জানিনা তা কবে..
'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ' পাশে রবে,
সাধুবাদ ও পাবে..৷
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৮
আবদুর রব শরীফ বলেছেন: Click This Link