নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
'মানুষেরে ঘৃণা করি/ও কারা কোরান বেদ বাইবেল চুম্বিছে মরি মরি/ ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর করে কেড়ে/যাহারা আনিল গ্রন্থ -কেতাব সেই মানুষেরে মেরে/পূজিছে গ্রন্থ ভন্ডের দল- মূর্খরা সব শোনো/ মানুষ এনেছে গ্রন্থ; গ্রন্থ আনে নি মানুষ কোনো ৷'
মানুষেরে পেট্রোল মারি/ও কারা সংবিধান ক্ষমতা আইন চুম্বিছে মরি মরি/ও মুখ হইতে ক্ষমতা সংবিধান নাও জোর করে কেড়ে/যাহারা আনিল গনতন্ত্র সেই মানুষেরে মেরে/পূজিছে সংবিধান ভন্ডের দল- রক্ত পিপাসুরা সব শোনো/ মানুষ এনেছে গনতন্ত্র; গনতন্ত্র আনে নি মানুষ কোন ৷'
©somewhere in net ltd.