নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পন্ডিত নেহেরু একটি কথা বলেছিলেন, "The country is good if its universities are good" সুতরাং এখান থেকে আমাদের সহমত মুক্তবুদ্ধি গণতন্ত্র চর্চা শিখতে হবে ৷
আমাদের টেন্ডেনসি যদি হয় হল দখল বগি দখল তাহলে দেশের যখন আমরা নীতি নির্ধারক হব, তখন আমাদের টেন্ডেনসি হবে ক্ষমতা টেন্ডার আর জায়গা দখল, তাই নয় কি?
আমার এক শিক্ষক ছোট বেলায় আমাকে বলত, বিশ্ববিদ্যালয়ে প্রস্রাব করতে গেলে ও কিছু শিখা যায়, আমি বললাম, 'স্যার কিভাবে? ' দেখো ওখানে হয়ত দেয়ালে এমন কিছু লেখা পাবে যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ৷ সুতরাং যখনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাথরুমে যায়, লেখা গুলো পড়ি, অনেক লুল লেখা থাকে তার মধ্যেই একদিন খুজে পেলাম " Road of improvement can't end"...লেখাটার মধ্যে একটি অদ্ভুত শক্তি ফিরে পেলাম যা আমার জীবনে অনেক কাজে এসেছে বলে মনে হয় ৷
আসলেই, জীবন উন্নয়নের রাস্তা কখনো বন্ধ হয় না ৷ কিন্তু মজার বেপার, যখন একটা বন্ধুকে বললাম, Road of improvement can't end সে বলল ঠিক, 'বিশ্ববিদ্যালয়ে সাপ্লি/ইমপ্রোভ দেওয়া কখনো শেষ হয় না' ৷
আধা গ্লাস পানি দেখে কেউ বলে গ্লাসের অর্ধেক খালি কেউ বলে অর্ধেক পূর্ণ বেপারটা নির্ভর করে আপনি কি পজিটিভ/নেগেটিভ মানুষ তার উপর ৷ শিব খেরা/ ডেল কার্নেগি'র বইগুলো পড়লে বেপারগুলো আরো ক্লিয়ার হবেন, মোদ্দা কথা, পজেটিব চিন্তা ভাবনা করে আসুন বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের আলোয় আলোকিত করে তুলি, তাকে দেশ আলোকিত হবে ৷
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:১১
আবদুর রব শরীফ বলেছেন: Click This Link