নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
বাল্য শিক্ষা, কিল্লাই 'জেরুজালেম'র লাই আরার কইল্লা পোড়ের জানোন নে?
হুনেন ভাই, প্রথম বিশ্বযুদ্ধ নামে ওগ্গো যুদ্ধ লাইগ্গিলো ঊনিশ চৌদ্দ সালে, ব্রিটিশ চিইন্নোন নে? অবুক বৃটেনের কথা কইদ্দে, হিতারাত্তোন যুদ্ধ অবস্থায় 'গ্লিসারল' নামক ওগ্গো পদার্থের সংকট পইজ্জিলো,পদার্থ ইভা যুদ্ধে বেশী দরকার পইড়তো দে, আই কমেন্টে ইভার বিস্তারিত দিইয়ুম, তো ওয়য়ে দে কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী তারার দেশের অস্তিত্ব রক্ষা করিবারলাই, বৈজ্ঞানিক ওগোলেরে ডাকি হাত পা ধরি কইয়িলো, গ্লিসারলের মতন কোন ওগ্গু পদার্থ আবিষ্কার করিতেই হইবো, বুইজ্জুননে কাক্কু? মুসলমান বিজ্ঞানী বেগ্গুন খেতাত পড়ি ঘুম গেয়ুগুই, ওইন্দি ইহুদি বিগ্গাণী ওগ্গু 'গ্লিসারলের' বিকল্প ওগ্গু 'এসিটোন' বানাই পালায়ে, হিতে কি কইরজ্জে জানোন নে? হিতের নাম ওয়াইজম্যান, পুরস্কারস্বরূপ প্রমিজল্যান্ডে হিতারার ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার লাই দাবী জানাইয়ে, ঊনিশ'শ সতের সালের দুসরা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর ওগ্গু ঘোষণা দেয়, ইভারে কয় বেলফোর ঘোষণা, ইল্লা করি ইসরাইলের জন্ম, আরার হৃদয়ের জেরুজালেম ইভার রাজধানী ৷
ইভা আরার কি মানিক রতন এক্কানা চোখ রেনিয়েরে চওনঃ
-আল্লাহ ইব্রাহীম (আ) রে ওহী নাজিল করি কইয়িলো দে, ওই অঞ্চলে(কেনান) বসতি স্থাপন করিবারলাই ৷
-আরার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) ইভাততুন মিরাজ শুরু কইরজিল, বুইজ্জুন নে!?
-এই জায়গায় আরার হযরত ঈসা (আ) জন্মগ্রহণ কইজ্জিল্লু ৷
-আরার হযরত মুসা (আ) এই জাগাত ধর্ম প্রচার কইজ্জে দে,শাসন ক্ষমতা চালায়ে বুইজ্জুন নে?
-ইসলামের প্রথম কেবলা ও ঐতিহাসিক মসজিদ বায়তুল মোকাদ্দাস ইয়ুত অবস্তিত ৷
ইভা মুসলাম খ্রিস্টান ইহুদি বেগ্গুনের লাই পবিত্র স্থান, ইভা লই খ্রিস্টানের লগে আরার শতাব্দীব্যাপী "ক্রুসেড" যুদ্ধের শুরু অইয়িলো দে, তৃতীয় ক্রুসেড যুদ্ধের সময় আআরা ইভা দখল কইজ্জিলাম,পরবর্তী নয়'শ বছরে পর ১৯৬৭ সালত অারব-ইসরাইল সংঘর্ষের পর ইসরাইল আবার আরার প্রাণের শহর দখল করি পালাইয়ে, ১৯৮০ সালত হিতেরা, জেরুজালেমেরে হিতারার রাজধানী ঘোষণা কইরজ্জে, ১৯৮৮ সালে কোমর বান্ধি বইসে,জেরুজালেম আর নো ছাড়িব কদ্দে বারবার!!! দেইক্কুনি!! কাজ করবার!!
পি.এল.ও দীর্ঘদিন যাবত লড়ের ইভা আরার রাজধানী, আরার রাজধানী খরি খরি, হিতেরা আরার জাগাত বইয়েরে বারবার কদ্দে নো ছাড়িব !!!
©somewhere in net ltd.