নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সবার জীবনে প্রেম আসে, তাইতো সবাই ভালবাসে, প্রথম যারে লাগে ভাল, যাই না ভুলা কবু তারে... :(( :(( :(( :(( :(( :(( ....

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫১

সবার জীবনে প্রেম আসে, তাইতো সবাই ভালবাসে, প্রথম যারে লাগে ভাল, যাই না ভুলা কবু তারে...

সেই ভুলতে না পারার এক অধ্যায়ের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বারী ভাই..আমি তখন কলেজ সেকেন্ড ইয়ারে..লেখালেখির অদম্য নেশাই ছুটে চলা ভবঘুরে এক যুবক..

তখন আমাকে একটি ভালবাসার নিউজ এডিট করতে হলো..কাক ডাকা ভোরে আইরিনের প্রতীক্ষায় এক যুবক..নাম তার বারী ভাই..তারপর আমাদের নিউজটার কারণে আইরিনের ফ্যামেলিতে একটু পবলেম হলো.. খবর নিয়ে জানলাম আইরিনের বিয়ে..তবুও ভালবাসার টানে বারী ভাই সেই মেয়ের হলের সামনে বসে থাকে..

আমার ক্যাম্পাসের সেকেন্ড নিউজ, বারী ভাইয়ের গায়েবী বিয়ে..এই যেন এক অদম্য যুবক..মেয়েটির বিয়ে হয়ে গেল..তবুও ভালবেসে সেই জায়গায় কাক ডাকা ভোরে ভূত হয়ে বসে থাকে বারী ভাই..

সময় ২০০৭, ভাগ্যের নির্মম পরিহাসে আমি ও অর্থনীতি তে ভর্তি হলাম..তার পর থেকে চা খেতে খেতে জানতে পারলাম ভালবাসার অদম্য এক অধ্যায়..

সময় এখন ২০১৫ সাল..আমি মাস্টার্স পাশ করে বের হয়ে গেছি সেই মেধাবী ভাইটি এখনও ঠিক ওই জায়গায় রোজ স্মৃতি আকড়িয়ে বেচে আছে..

সেই জায়গার নাম হয়ে গেল হতাশা চত্বর..বারী ভাইয়ের হতাশা কি দূর হলো..এত মেধাবী একটা ছেলে কিসের মায়ায় তিলে তিলে নিজেকে শেষ করে দিল?

কিছুদিন আগে এক বিসিএস ক্যাডারকে দেখলাম পাগল হয়ে এক মেয়ের বসার জায়গায় হাউমাউ করে কাদছে..এক যুগ ধরে একই কাজটি করে যাচ্ছে..উফফ!!

তবে, ভালবাসা কি কেবল স্বার্থময়?!!

প্রমাণিক লিংকঃ Click This Link


প্রতিবেদকঃ বারি ভাই Chittagong university news সম্বন্ধে কিছু বলুন?

বারি ভাইঃ হলুদ সাংবাদিকতার এই যুগে chittagong university news স্বচ্ছতা দেখে আমি আনন্দিত..

প্রতিবেদকঃ প্রেমের বেপারে কিছু বলুন?
বারি ভাইঃ বর্তমানে রিয়েল প্রেম ও ডিজিটেল হয়ে গেছে..

প্রতিবেদকঃ ডিজিটেল প্রেম সম্বন্ধে কিছু বলুন?
বারি ভাইঃ স্বর্গীয় প্রেমের বর্তমানে এমন অবস্থা দেখে একটি কথায় বলব "মন্তব্যের প্রয়োজন নেই ৷"

প্রতিবেদকঃ পড়ালেখা নিয়ে কিছু বলুন..
বারি ভাইঃ পড়া লেখার কোন বয়স নেই, একজন জাতীয় মানের অর্থনীতিবিদ হওয়ার জন্য যদি সারা জীবন ও সাধনা করতে হয় আমি প্রস্তুত..

প্রতিবেদকঃ ক্যাম্পাসে আপনার জনপ্রিয়তা নিয়ে কিছু বলুন?
বারি ভাইঃ খ্যাতির বিড়ম্বনায় আছি, প্রেম হচ্ছে নিরবে নিভৃতে উপলব্দির বিষয়.. তবে রিয়েল প্রেম লুকিয়ে রাখা যায় না যদিও সবাই লুকিয়ে রাখতে চাই..

প্রতিবেদকঃ 'হতাশা চত্ত্বর' নিয়ে কিছু বলুন?
বারি ভাইঃ হতাশা চত্ত্বর ইজ এ সিম্বল অব লাভ, কিন্তু হতাশার মধ্যে অদ্ভুত এক আনন্দ আছে..

প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলুন?
বারি ভাইঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে একদিন অন্য কোথাও থাকবো তা আমি ভাবতেই পারি না, এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হওয়ার জন্য যতগুলো ডিগ্রী দরকার সব আমি নিবো.. ৷

প্রতিবেদকঃ শেষ চাওয়া কি?
বারি ভাইঃ নিজ যোগ্যতাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হওয়া ৷

প্রতিবেদকঃ সারা জীবন কি করতে চান?
বারি ভাইঃ পড়ালেখা..

প্রতিবেদকঃ একজন অর্থনীতির ছাত্র হিসেবে আর একজন অর্থনীতির ছাত্রকে কি উপদেশ দিবেন?
বারি ভাইঃ শুধু ইকোনোমিস্ট হলে হবে না, অলরাউন্ডার হতে হবে ৷

প্রতিবেদকঃ এখন কোথায় যাবেন?
বারি ভাইঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুজো মন্ডপ ঘুরে দেখব, তারপর প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ অধ্যয়ন করব ৷

প্রতিবেদকঃ ধন্যবাদ বারি ভাই ৷
বারি ভাইঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিউজ চিরজীবী হোক ৷

প্রমাণিক লিংক দুই Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.