| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুর রব শরীফ
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
এক হাজার টাকা ভাংতি করার ফ্রি কোর্স
![]()
মেজাজ খারাপ
হয়ে যায় একশ টাকা খরচ
করলেও অনেক
সময় ভাংতি মিলেনা ![]()
মনে হয় টাকা ছিড়ে ভাংতি ![]()
করি
উপায় খুবই সোজা একটা বিকাশ একাউন্ট থাকলে ![]()
1) প্রথমে কোনো বিকাশ এজেন্টের কাছে থেকে
নিজের একাউন্টে ৩০০ টাকা সেন্ড মানি [SEND
MONEY] করেন ![]()
2) আপনি ফিরত পাবেন ৭০০ টাকা + আপনার একাউন্টে
৩০০ টাকা ![]()
3) অন্য কোনো বিকাশ এজেন্টের থেকে ৩০০ টাকা
ক্যাশ আউট করেন
এই পদ্ধতিতে আপনার ১৫ টাকার বেশি লাগবে না / ![]()
একই ভাবে ৫০০ টাকা হইলে ২০০ টাকা সেন্ড মানি
তারপর ক্যাশ আউট ![]()
LOL পদ্ধতিটা তখনি এপ্ল্যায় করা ভালো যখন
ভাংতি পাওয়াই মুশকিল ![]()
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০১
আবদুর রব শরীফ বলেছেন: একান্ত বিপদে পড়লে ৷
![]()
২|
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০০
হাসান মাহবুব বলেছেন: ভালো তো!
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০২
আবদুর রব শরীফ বলেছেন: বিপদে পড়ে ১৫ টাকা লস দিতে হবে আর কি!
৩|
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা।
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৭
আবদুর রব শরীফ বলেছেন:
![]()
৪|
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৪
নতুন বলেছেন: ভাল বুদ্ধি...
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮
আবদুর রব শরীফ বলেছেন:
![]()
৫|
১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৭
কলমের কালি শেষ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৬
দিশেহারা আমি বলেছেন: ১৫ টা টাকাই লছ।
কিছু কিনে ভাংতি করলেও সেটা কাজে লাগবে।
তাছাড়া বিকাশে টাকা তুলতে গেলে এদের নানা তাল বাহানা। ২০ টা দোকান না ঘুরলে বিকাশ ক্যাশ করা যায় না।