নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এক হাজার টাকা ভাংতি করার ফ্রি কোর্স
মেজাজ খারাপ
হয়ে যায় একশ টাকা খরচ
করলেও অনেক
সময় ভাংতি মিলেনা
মনে হয় টাকা ছিড়ে ভাংতি
করি
উপায় খুবই সোজা একটা বিকাশ একাউন্ট থাকলে
1) প্রথমে কোনো বিকাশ এজেন্টের কাছে থেকে
নিজের একাউন্টে ৩০০ টাকা সেন্ড মানি [SEND
MONEY] করেন
2) আপনি ফিরত পাবেন ৭০০ টাকা + আপনার একাউন্টে
৩০০ টাকা
3) অন্য কোনো বিকাশ এজেন্টের থেকে ৩০০ টাকা
ক্যাশ আউট করেন
এই পদ্ধতিতে আপনার ১৫ টাকার বেশি লাগবে না /
একই ভাবে ৫০০ টাকা হইলে ২০০ টাকা সেন্ড মানি
তারপর ক্যাশ আউট
LOL পদ্ধতিটা তখনি এপ্ল্যায় করা ভালো যখন
ভাংতি পাওয়াই মুশকিল
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০১
আবদুর রব শরীফ বলেছেন: একান্ত বিপদে পড়লে ৷
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০০
হাসান মাহবুব বলেছেন: ভালো তো!
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০২
আবদুর রব শরীফ বলেছেন: বিপদে পড়ে ১৫ টাকা লস দিতে হবে আর কি!
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা।
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৭
আবদুর রব শরীফ বলেছেন:
৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৪
নতুন বলেছেন: ভাল বুদ্ধি...
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮
আবদুর রব শরীফ বলেছেন:
৫| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৭
কলমের কালি শেষ বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৬
দিশেহারা আমি বলেছেন: ১৫ টা টাকাই লছ।
কিছু কিনে ভাংতি করলেও সেটা কাজে লাগবে।
তাছাড়া বিকাশে টাকা তুলতে গেলে এদের নানা তাল বাহানা। ২০ টা দোকান না ঘুরলে বিকাশ ক্যাশ করা যায় না।