নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কিভাবে বিপদে পড়লে এক হাজার টাকা ভাংতি করবেন ৷ ;)

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১০

এক হাজার টাকা ভাংতি করার ফ্রি কোর্স

:) :) :) :) :) :)


মেজাজ খারাপ :((
হয়ে যায় একশ টাকা খরচ :#)
করলেও অনেক
সময় ভাংতি মিলেনা :(
মনে হয় টাকা ছিড়ে ভাংতি ;)
করি
উপায় খুবই সোজা একটা বিকাশ একাউন্ট থাকলে :P

1) প্রথমে কোনো বিকাশ এজেন্টের কাছে থেকে
নিজের একাউন্টে ৩০০ টাকা সেন্ড মানি [SEND
MONEY] করেন :)


2) আপনি ফিরত পাবেন ৭০০ টাকা + আপনার একাউন্টে
৩০০ টাকা :#)


3) অন্য কোনো বিকাশ এজেন্টের থেকে ৩০০ টাকা
ক্যাশ আউট করেন
এই পদ্ধতিতে আপনার ১৫ টাকার বেশি লাগবে না / :)

একই ভাবে ৫০০ টাকা হইলে ২০০ টাকা সেন্ড মানি
তারপর ক্যাশ আউট ;)

LOL পদ্ধতিটা তখনি এপ্ল্যায় করা ভালো যখন
ভাংতি পাওয়াই মুশকিল :P

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৬

দিশেহারা আমি বলেছেন: ১৫ টা টাকাই লছ।
কিছু কিনে ভাংতি করলেও সেটা কাজে লাগবে।
তাছাড়া বিকাশে টাকা তুলতে গেলে এদের নানা তাল বাহানা। ২০ টা দোকান না ঘুরলে বিকাশ ক্যাশ করা যায় না।

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০১

আবদুর রব শরীফ বলেছেন: একান্ত বিপদে পড়লে ৷ :) :)

২| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০০

হাসান মাহবুব বলেছেন: ভালো তো!

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০২

আবদুর রব শরীফ বলেছেন: বিপদে পড়ে ১৫ টাকা লস দিতে হবে আর কি!

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা।

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৭

আবদুর রব শরীফ বলেছেন: :) :)

৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৪

নতুন বলেছেন: ভাল বুদ্ধি...

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮

আবদুর রব শরীফ বলেছেন: :#) :#)

৫| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৭

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.