নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সরকার সিদ্ধান্ত
নিল গ্রামের অশিক্ষিত লোকেদের
পড়াশোনা শেখানো হবে। সেইমত এক
শিক্ষক
গ্রামে গিয়ে পড়াচ্ছেন -
'A' for অ্যাপেল, 'B' for বল.....
কিন্তু কেউ
কিছু বুঝতে পারছেনা। তখন শিক্ষকটি
ভাবনা চিন্তা করে অন্য এক উপায় বার
করলো.....।।
তিনি পড়াতে লাগলেন -
'A' for অপুর মা,
'B' for বল্টুর মা,
'M' for মুন্নির মা,
'P' for পাপ্পুর মা,
'T' for টুনির মা .......
কয়েকদিন পর শিক্ষক ভাবলো, এদের
পরীক্ষা নেওয়া যাক।
শিক্ষক বোর্ডে
'W'
লিখে এক
লোককে জিজ্ঞাসা করলেনঃ
বলো -
এটা কি লেখা আছে.....?? লোকটি বললঃ
স্যার,
দেখে তো মনে হচ্ছে.....
।
।
।
।
।
।
মুন্নির মা উল্টে শুয়ে আছে......
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১১
আবদুর রব শরীফ বলেছেন: ;P ;P
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮
আবদুর রব শরীফ বলেছেন:
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৮
ইসটুপিড বলেছেন: ভাই, আপনের পেশা কি?
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৮
আবদুর রব শরীফ বলেছেন: বুজি নি ভাই?
৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৩
ইসটুপিড বলেছেন: আপনে কি স্টুডেন্ট নাকি চাকরি করেন?
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩০
আবদুর রব শরীফ বলেছেন: আপাতত বেকার আছি, অর্থনীতি থেকে মাস্টার্স করলাম ৷
৫| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০
হতাস৮৮ বলেছেন:
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৩
আবদুর রব শরীফ বলেছেন:
৬| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৪
স্বস্তি২০১৩ বলেছেন:
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৫
আবদুর রব শরীফ বলেছেন:
৭| ০৮ ই মে, ২০১৫ সকাল ১০:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ইহা কি শুনাইলেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৬
আব্দুল্লাহ আল ফাহিম বলেছেন: