নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সরি টু সে "***"

১৩ ই মে, ২০১৫ রাত ১০:১৬

রাজনৈতিক *** কারণে আমাদের দেশটা থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হতে পারল না!!

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোমরা দেশ ছেড়ে সামান্য একটা ডিঙ্গি নৌকা দিয়ে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে জঙ্গলে আটক হয়ে মানবেতর জীবন যাপন করো, সত্যি তোরা রিয়েলি হিরো,

হোক না অবৈধ পথ, তোদের রক্ত পানি হয়ে যখন হিম শীতল হয় সে রেমিন্টেসের টাকা কনভার্ট হয়ে এসি চলে, শত শত তোরণ দিয়ে মঞ্চে উঠে নর্দমার কীটরা,


একটার পর একটা হরতাল অবরোধ দিয়ে অচল হয়ে যায় দেশ, হয় ক্ষমতার পালা বদল, তোদের ঘামগুলো শুকিয়ে যাওয়ার আগে জ্বালাও পোড়াও আগুনে বাষ্পিভূত হয়ে যায়,


জানো ভাই!! কৃষকের চামড়া রোদে পুড়ে হয় আঙ্গরা, রিক্সাচালকের পিঠের ঘামে লুঙ্গি ভিজে যায়, কল কারখানার বাথরুমে সন্তান প্রসব করে বোনেরা, আর তোরা সেই গার্মেন্টসে আগুন দিয়ে রাজনীতি করিস!!


আল্লাহ ও তোদের ক্ষমা করবে না, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ফকিরের ট্যাক্সের টাকা আমার রক্তে হোলি খেলে, রক্ত টগবগিয়ে উঠে, তাই *** ছাড়া ভাল শব্দ আমার অভিধান থেকে বের হয় না..!!!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:৪৪

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: এঁদের হয়ে কথা বলার কেউ নেই। সত্যি করুণ পরিণতি।

২| ১৪ ই মে, ২০১৫ রাত ১২:০৭

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক বলছেন ভাইয়া... :(

৩| ১৪ ই মে, ২০১৫ সকাল ১০:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো বলেছেন। আপনার লেখা ধরন আগের চাইতে অনেক বেটার হয়েছে। ভালো লিখেছেন। ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:০৩

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ৷ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.