নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
এমন বৃষ্টিতে একদিন আমি আর এক হিজড়া মুখোমুখি,
.
-এই ছেলে, বিশটা টাকা দে না রে, দে না রে!?
'বিশ্বাস কর বোন, টাকা নাই, সকালে নাস্তা করি নি এখনো '
.
-দে না প্লিজ, দে না! তোকে বড়লোক বড়লোক মনে হচ্ছে,
'শুনছিলাম পূর্ব পুরুষ জমিদার ছিল, বিশ্বাস কর টাকা নাই'
.
-মানিব্যাগ দেখ! আছে, তুই অনেক সুন্দর, দেখ না রে মানিব্যাগ,
'মানিব্যাগ খুলতেই দেখি শালার একশ টাকা একটা হা করে আছে!! মাগার ভাংতি টাকা পাচ্ছি না '
.
-দে না রে! দে না রে! ওই দেখ মানিব্যাগে টাকা,
'ভাংতি নাই, একশ টাকা দিয়ে বললাম, নব্বই টাকা ভাংতি দে, দশ টাকা রাখ'
.
-দেখ তুই সুন্দর, তোর বউ আমার মত সুন্দর পড়বে, আমি দোআ করতেছি, তোর বউ যেন আমার মত সুন্দর পড়ুক, টাকা পাবি না,
'একশ টাকা গেছে যাক, কিন্তু এই কি দোআ করে গেল সিমেইলটি!! '
২৬ শে জুন, ২০১৫ রাত ১০:২৫
আবদুর রব শরীফ বলেছেন: হাহা আপনার কমেন্টগুলো কিউট....।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:৪৩
শতদ্রু একটি নদী... বলেছেন: ব্যাপারনা। অন্তর থাইকা দোয়া অরছে নিশ্চিত, ভাবী দেখতে ভালোই হইবো।