নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সংস্কৃতির অবক্ষয়ঃ টিকেট পনের হাজার টাকা মাত্র!

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:২২

বাংলাদেশে সানি লিওন আসিতেছে, তাকে দেখতে হলে সর্বনিম্ন টিকেট পনের হাজার টাকা!
.
আমার একটা দাদু ছিল, উনি প্রায় সময় বলতেন, "নাতী ডাকাতের দাম না থাকলেও ডাকাতের সর্দারের দাম আছে!"
.
আপসুস....
.
আজ যদি উনি বেঁচে থাকতেন তাহলে বলতেন, "নাতী পতিতার দাম না থাকলে ও পতিতার মক্ষীরানীর(সর্দারনী) দাম আছে ! "
.
টাকার একটা ধর্ম আছে, ওটা যেদিকে স্রোত আছে ওই দিকে যাবেই, সাদা/কালো যেভাবে হোক না কেন সেটা স্রোতের দিকে ছুটবেইই....!
.
কিন্তু নীতির ও একটা ধর্ম আছে, নীতি সাদা/কালো বিচার করে চলে, প্রশ্ন হলো মদ ব্যবসায় অধিক লাভ বলে কি আমরা যত্রতত্র মদ ব্যবসার অনুমতি দিয়ে দিবো!
.
সবকিছুর একটি লিমিট থাকা দরকার লিমিট ক্রস করলে সেটি আর রোগের পর্যায়ে পরে না, মহামারী আকার ধারণ করারও সম্ভবনা থাকে!
.
বিষয়টি নিয়ে বিজ্ঞজনদের মতমত প্রত্যাশা করছি!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.