নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কিউট একঃ
বিশ্ববিদ্যালয় ফাস্ট(গোল্ডেন) ইয়ারঃ
//
বন্ধুঃ দোস্ত, চিন্তা করতেছি লাস্ট ইয়ারে জব করে তোকেই বিয়ে করমু !
বান্ধবীঃ ফাইজলামি করিস না, যা ভাগ !
>
বিশ্ববিদ্যালয় লাস্ট ইয়ারঃ
//
বান্ধবীঃ আমার মেয়েটা তো গুট্টি গুট্টি করে অনেক বড় হয়ে যাচ্ছে, তুই চাকরি করার পর তোর সাথে ওর বিয়ে দিমু !
বন্ধুঃ ফাইজলামি করিস না, যা ভাগ !
!!
কিউট দুইঃ
সে প্রকৃত প্রেমিক যে চোখ বন্ধ করলে প্রেমিকা'কে স্বপ্ন দেখে নায়িকা'কে নয় !
>
অন্যদিকে,
>
সে প্রকৃত প্রেমিকা যে চোখ বন্ধ করলে প্রেমিক'কে স্বপ্ন দেখে সিরিয়ালের নাদুস নুদুসকে নয় !
!!
কিউট তিনঃ
রবী ঠাকুর বলেছিলেন,
''মদ খা''
''গাজা খা''
''পারলে একটু বিড়ি খা''
''তবু প্রেম করিস না''
''কলিজা পচে যাক''
''তবু মনটা ভাল থাক''
>
আমি আরো সংক্ষেপে বলবো,
দরকার হলে, 'ক্লাশ অব ক্লান' খেল
"তবুও প্রেম করিস না"
>
ক্লাশ অব ক্লান(coc) হিটলারের ও স্বপ্ন ছিল,
" যুদ্ধে যা বাবু ! হয় বাঁচবি, নয় মরবি প্রেম করলে বাঁচবিও না মরবি ও না"
ওকে আর্চার,ড্রাগন রেডি, লেটস অ্যাটাক.........
আয়হায়!! লুট করে তো রাণীকে নিয়ে আসলাম !
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম !
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
MD.ABUL KASHEM বলেছেন: অনেক সুন্দর হয়েছে
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১
আবদুর রব শরীফ বলেছেন: অনেক কৃতজ্ঞতা !
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২
আবদুর রব শরীফ বলেছেন: হিহি
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
দুলাল মোহন্ত বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
আবদুর রব শরীফ বলেছেন: অনেক ধন্য যোগ
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
আবদুর রব শরীফ বলেছেন:
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
ইকরাম বাপ্পী বলেছেন: প্রথমটাই ভালো ছিল
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: প্রথমটা জোশ ছিল
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
আবদুর রব শরীফ বলেছেন: অব্যক্ত যন্ত্রণা
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
রক্তিম দিগন্ত বলেছেন:
শেষেরটায় মজা পাইলাম!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
আবদুর রব শরীফ বলেছেন: কারো প্রথমটা কারো শেষেরটা
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
তুষার আহাসান বলেছেন: একবারে নতুস।
ভাল লাগা্।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
আবদুর রব শরীফ বলেছেন: :p
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯
তুষার আহাসান বলেছেন: নতুন।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যযোগ
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
নুর ইসলাম রফিক বলেছেন: মজা পেলুম