নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
ছেলেটার বাবা মোচ পছন্দ করত, তাই ছেলেটির নামও আদর করে রেখেছিল মোচলেহ উদ্দিন, তামিলে একটা কথা আছে, মোচ নেহি তো কুচ নেহি!
>
পৃথিবীতে বিলাসী জাতি হিসেবে পরিচিত ফরাসীদের একটি অহংকার গোঁফ, বাহারি রংয়ের শিং/সিন্দাবাদ/প্লাট/হিটলারি/বিটলারি গোঁফের প্রতিযোগিতা হয় সেখানে
>
বাঙ্গালী সংস্কৃতিতেও গোঁফের একটি ঐতিহ্য ছিল প্রবাদ বাক্য সহ উপকথায় তার প্রমাণ পাওয়া যায়, যেমন 'গাছে কাঁঠাল গোঁফে তেল' ইত্যাদি!
>
মাইকেল মদুসূদন দত্ত তৎকালীন ফ্রান্স থেকে শার্ট আয়রন করে এনে পড়ত শুধু তাই না তাদের সাথে মিল রেখে তার বাহারি গোঁফও ছিল!
>
চুরির শাস্তি হিসেবে এখন যেমন অনেক যায়গায় চুল কেটে দেওয়া হয় তেমনি ফ্রান্সে গোঁফ কেটে দেওয়া হতো
>
সিংহের গোঁফ থাকলে ও সিংহির গোঁফ নেই, প্রকৃতি তে ও গোঁফের আলাদা একটা মাধুর্য আছে
>
অনেক ছবিতে দেখা যায়, নায়িকা ছেলের ছদ্মবেশ ধরতে গোঁফ মূখ্য ভূমিকা রেখে চলেছে
>
সব চেয়ে বড় কথা মেয়েরা আজকাল আমাদের সবকিছু নকল করে ফেলছে, যেমন ছোট চুল, প্যান্ট, শার্ট কিন্তু গোঁফ/দাড়ি নকল করতে পারবে না, ব্যাপারটা ভেবে আনন্দ লাগছে...!
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গোঁফ কাটতে গেলুম
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: মেয়েরা অনেক কিছু নকল করতে পারবে কিন্তু গোঁফ দাড়ি কেড়ে নিতে পারবে না ।চমৎকার সত্যি কথা বলেছেন । আসস্থ হলাম । ধন্যবাদ অনেক ধন্যবাদ ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
আবদুর রব শরীফ বলেছেন: বোপারগুলো ইউনিক !
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২
প্রামানিক বলেছেন: চমৎকার গোফের কাহিনী। ধন্যবাদ