নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কর্পোরেট অফার অতঃপর প্রাপ্তি !

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১

মোবাইল কোম্পানির অফারগুলো এমন,
"প্রিয় গ্রাহক অতি ভাগ্যবান হিসেবে আপনি জিতে নিয়েছেন একটি লাল চকচকে গাড়ি !"
.
তারপর.....
.
দুদিন পর কোম্পানীর পক্ষ থেকে আপনার জন্য একটি পার্সেল পাঠালো !
.
মনে মনে ভাবলেন.....
.
গাড়ির চাবি পাঠিয়েছে ! পার্সেল খোলার আগে প্রিয়তমাকে ফোন দিলেন ! "গাড়িটা আমি পেয়ে গেছি বেলা শুনছো ? এখন আর বাসে চড়তে হবে না ৷ সাইকেলটা এবার তুমি ভেস্তে দিতে পারো ! মা কে বলে দাও তুমি আর সাইকেল চালাবে না ! বাসে কতো ভীড় ঠেলিয়ে, পুরুষের গা হেলিয়ে..... আর দাঁড়াতে হবে না ! আর মাত্র কয়েকটা দিন ব্যাস ! আজকে ওরা চাবি পাঠিয়েছে দুই দিন পর গাড়ি পাঠাবে কনফার্ম ! হ্যালো এটা কি টু ফোর ফোর....!"
.
তারপর আস্তে আস্তে পার্সেলটি খুলে দেখলেন গাড়ি পাঠিয়েছে বেলা সত্যি ! তবে তা একটি খেলনার গাড়ি !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্পোরেট প্রতারণা এমনই ;)

হা হা হা বেশ মজার উপস্থাপনায় +++++

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: একদম এমনি চটকদার বিজ্ঞাপন !

২| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০

শফিক2003 বলেছেন: বাংলাদেশী So called কর্পোরেটে আর বহির্বিশ্বের কর্পোরেটে রাত আর দিন পার্থক্য।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক বলেছেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.