নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
কেডিএস এক্সেসোরিজের ফ্রন্ট লাইনের কামলা হিসেবে প্রতিদিন কত নতুন মানুষের সাথে দেখা হয় ! পরিচয় হয় ! মিটিং হয় !
.
গতকাল মিটিং ছিলো সিইপিজেড ফ্যামেলি ট্যাক্স গার্মেন্টেসের DGM অসীম কুমার দাস স্যারের সাথে, যদিও উনি আমার আংকেল হয় ৷
.
দীর্ঘ এক ঘন্টার আলোচনায় বুজতে পারলাম ট্যালেন্ট কাকে বলে ! এর আগেও স্যার HKD সহ অনেক গার্মেন্টেসের বাঘা বাঘা পোস্টে ছিলেন ! স্যারের একটা পবলেম ! মতের মিল না হলে চাকরি ছেড়ে দেওয়া !
.
অষ্টম চাকরি ছেড়ে দিয়ে স্যার এখানে এসেছেন ৷ পান থেকে চুন খসলেই চাকরি ছেড়ে দেন কারণ ওনার মধ্যে রয়েছে সাধনা ! একান্না বছর বয়সেও উনি সাপ্লাই চেইন কমপ্লেইনসের বাঘা বাঘা ডিগ্রী চিনিয়ে আনেন !
.
এ.পি.জে আব্দুল কালাম চাকুরিজীবীদের উদ্দেশ্যে বলেছিলেন,
" Love your job but don't love your company, because you may not know when your company stops loving you."
.
"If you salute your duty, you no need to salute anybody, but if you pollute your duty, you have to salute everybody."
তার প্রমাণ আমি স্যারের মধ্যে খুঁজে পেয়েছি !
.
কোম্পানিকে নয় নিজের কাজকে ভালবাসা উচিত ! একদিন কোম্পানি চলে যেতে পারে অথবা কোম্পানির কাছে আমার প্রয়োজন যে কোন কারণে না ও থাকতে পারে কিন্তু কাজ থেকে যাবে !
.
এক মুক্তিযোদ্ধা বুক ফুলিয়ে প্রায় বলেন, "একাত্তরে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি !" একদম ঠিক !
©somewhere in net ltd.