নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শুধুমাত্র কোম্পানীর প্রচারের জন্য তিনশ টাকার এনার্জি লাইট পাচ্ছেন মাত্র একশ টাকায় !

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৬

চট্টগ্রাম জিইসি সার্কেলে মোরে,
কোম্পানির প্রচারের জন্য তিনশ টাকার এনার্জি লাইট পাচ্ছেন মাত্র একশ টাকায় !

চট্টগ্রাম দুই নম্বর গেইট মোরে,
কোম্পানির প্রচারের জন্য তিনশ টাকার এনার্জি লাইট পাচ্ছেন মাত্র একশ টাকায় !

একি কথা এখন বাংলাদেশের সব মোরে মোরে শুনা যাচ্ছে ৷ বিরক্ত হওয়া থেকে বাঁচতে তাদের জন্য নিয়ে এলাম অভিনব সুরে সুরে বিজ্ঞাপন !

মোরে মোরে সুরে সুরে,
'ও রে সম্পন ওয়ালা তুই আমারে তিনশ টাকার লাইট একশ টাকা দিয়ে করলি দেওয়ানা !'

'তিনশ টাকার সেই এনার্জি লাইট আজ আর নেই আজ আর নেই....লা লা লা লা লা... ! '

'লাইটির নাম এনার্জি বাল্ব ! সে কথা তুমি কি জানতে ?'

'লাইট চাইলে লাইট পাবে আলো চাইলে আলো ! সবি হবে একশ টাকায় জানবে না কেহ ! মেরা ভাই ! চুইস টিপ্পা টিপ্পা এনার্জি বাল্ব জ্বালাই !'

'যে লাইট দিলো শুধু বেদনা ! কেনো তারে ছুঁড়ে ফেলো না ? এনার্জি লাইটে আছে সাধনা, সে কথা তুমি কবু জানতে ?'

'এনার্জি আছে যার সে ই তো স্টার বাল্ব জ্বালে, প্রতিটি মানুষের ঘরে এনার্জি বাল্ব জ্বলবে ! কেউ কি ভেবেছিলো, আলোকে ভালবেসে ! তিনশ টাকার লাইট একশ টাকায় পাওয়া যাবে ?'

'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার সাথে যদি থাকে এনার্জি লাইট তুমি করতে পারবে পারাপার !'

'ফাইট্টা যায় ! আলোতে ঘরটা ফাইট্টা যায় ! বন্ধু যখন স্টার বাল্ব কিনে নিয়া আমার ঘরে লাগাইয়া দেয় ফাইট্টা যায় ও রে মা আলোতে ঘরটা ফাইট্টা যায় !

'কিসের বাড়ি ! কিসের ঘর ! কিসের সংসার ? এনার্জি বাল্ব না থাকিলে দুনিয়া আন্ধার ! হায়রে... দুনিয়া আন্ধার !'

'তিনশ টাকার এনার্জি বাল্ব এলো একশ টাকায় অনেক দিনের পর ! অনেক দিনের পর ! এই দুনিয়া আলোকিত হবে এসেছে খবর !'

'ঘরে এনার্জি বাল্ব লাগিয়ে ঐ মুখ দেখবে যখন ! কপালের কালো তিলও পড়বে চোখে ! দেখবে তখন তোমাকে নতুন সাজে ! এনার্জি লাইট ছাড়া অন্য লাইটে যেটা পরে না চোখে ! হু হু হু হুহু হুহু ! তুমি কি সেই তিনশ টাকার লাইট একশ টাকায় নিবে ?'

'তুমি কেনো বুজো না এনার্জি লাইটে ঘর পকপকায় ! আমার সবটুকু লাভ তোমায় দিয়ে ! শুধু মাত্র কোম্পানীর প্রচারের জন্যে ! দুইশ টাকা লসে তোমাকে দিলেম ! তুমি কেনো বুজো না এনার্জি লাইট ছাড়া ঘর অসহায় ! সেই তুমি কেনো এতো অচেনা হলে ! সেই আমি কেনো এনার্জি বাল্ব না লাগিয়ে..! তোমাকে শ্যামলা মনে করে !..... চলো পাল্টে যায় !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২১

সুমন কর বলেছেন: হাহাহহা...... =p~

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৪

আবদুর রব শরীফ বলেছেন: Hehehe

২| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৫

হাসান মাহবুব বলেছেন: অনেক বড় বড় কোম্পানির মার্কেট এ্যানালিসিস, ব্র্যান্ডিং ইত্যাদি নানা বিষয়ক গবেষণার পর প্রাপ্ত ফলাফলের চেয়ে বহুগুণ ভালো এদের ফলাফল। আপনার দৃষ্টি আকর্ষণ করেছে, ব্লগও লিখে ফেলেছেন!

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৫

আবদুর রব শরীফ বলেছেন: একদম খাসা বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.