নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ও ভাই কেনে চলের এই দেশ !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

এক লোক নতুন চেয়ারম্যান হয়েছে !
.
সকালে এসে এক লোক ডাকতেছে ৷
'চেয়ারম্যান সাহেব বাসায় আছেন ?'
চেয়ারম্যান সাহেব শুনেও জবাব দেয়না !
তিন চারবার ডাকার পর জবাব দেয়
.
বিকেলে এসে এক লোক ডাকতেছে ৷
'চেয়ারম্যান সাহেব বাসায় আছেন ?'
এবারও,
চেয়ারম্যান সাহেব শুনেও জবাব দেয়না !
তিন চার বার ডাকার পর জবাব দেয়
.
এভাবে সবাই এসে ডেকে যায় ! চেয়ারম্যান সাহেব শুনেও শুনে না
.
এবার চেয়ারম্যানের বউ ক্ষেপে গিয়ে চেয়ারম্যানকে জিজ্ঞেস করলো, কি গো ! শুনেও জবাব দেন না কেনো ?
.
নব্য চেয়ারম্যান সাহেব এবার শার্টের বুক কেলিয়ে উত্তর দিলো, "আমি চেয়ারম্যান হয়েছি তা লোকে জানতে হবে তো !"
.
যদিও চেনা বামনের পৈতা লাগে না !
.
কিন্তু পৈতা লাগিয়ে চেয়ারম্যান হলে তাকে অবশ্যই ঢোল পিটাতে হবে
.
আমি শিল্পী ! আমি বাদক ! আমি লেখক ! আমি হেন ! আমি তেন ! আমি ডাক্তার ! আমি ইঞ্জিনিয়ার ! আমি হাজী ! ইত্যাদি ইত্যাদি বলে বলে ঢোল পিটানো আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে !
.
অমুক ভাইয়ের চরিত্র ! ফুলের মতো পবিত্র ! বাণীতে নাকি অত্র এলাকার জনগন ! অথচ দুই একজন চামচা আর উনি ছাড়া আর কেউ জানে না এমন ফুল মার্কা চরিত্রের খবর !
.
ও ভাই কেনে চলের এই দেশ ! এমন রঙ্গ মার্কা আত্মতৃপ্তি মাধ্যমে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.