নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ ভিডিও ভাইরাল !

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

দেশে কিছু বুদ্ধিজীবী আছে যারা ঐশী যখন বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে তখন সে নাবালিকা নাবালিকা বলে শিশুর মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন !
.
তাদের যুক্তি আর মায়া কান্না দেখে আমি তো ঐশীকে পীর মানা শুরু করছিলাম ৷ তার কুনু দোষ নাই !
.
প্রভা যখন ভাইরাল হয়ে ওয়ালে ওয়ালে হট কেক তখনও কিছু বুদ্ধিজীবী উদয় দেখেছি ! তাদের যুক্তি শুনে আমি মেনে নিয়েছিলাম প্রভা পৃথিবীর বুকে মাত্র এক পিছ ভালো মেয়ে
.
তেমনি দেখেছিলাম লিটনের ফ্লাট উল্লাস করা মেয়েটিও নাকি ধর্ষিতা !
.
কেউ চুরি করেছে আপনি তাকে বলতে পারবেন না সে চোর তাইলে তার বিরুদ্ধে সমালোচনা করা হয় ?
.
দেশে আরো অনেক বুদ্ধিজীবী আছে.....
.
এলাকায় বাঘের আক্রমণ ! দুই তিনজন নিহত আহত শতাধিক ! বুদ্ধিজীবী সাহেব তখন ঐ এলাকায় ছিলেন ৷ খবরটি টিভিতে শুনার পর উনি বাঘের ভয়ে তিন দিন ঘর থেকে বের হননি অবশেষে খবর পেলেন এলাকাবাসী নিরাপত্তার কারণে বাঘটি মেরে ফেলেছে ! উনি কপাট খুলে বের হলেন, পরিবেশের ভারসাম্য আর বন্য প্রাণীর জন্য মায়া কান্না করতে করতে বেহুশ !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এক সময় হরিণ মেরে ঝুলিয়ে নিয়ে যেতো ! বেপারটি সবাই জানতো ৷ হরিণের মাংস খেয়ে পেটে হাত বুলাতো বুদ্ধিজীবীবর্গ ! একদিন এক বেচারার গেইটের গ্রিলে মে বি একটি হরিণ আটকা পড়েছিলো ৷ বেচারা হরিণটা জবাই করে খেয়ে ফেলছিল তারপর শুরু হলো বুদ্ধিজীবীদের হরিণ প্রীতি ! পোস্টারে রমরমা চঃবিঃ, মিছিল মিটিং সমাবেশে সোচ্চার বুদ্ধিজীবীরা....!
.
ইস্যু পাওয়া পর্যন্ত এহেন বুদ্ধিজীবীরা ঘুমিয়ে থাকে !
দেখেও দেখে না !
শুনেও শুনে না !
বুজেও বুজে না !
.
তারা এইডস নিয়ে সোচ্চার কিন্তু তারা অবাধ যৌন মিলন মেনে নিয়েছে ৷ অবাধ যৌন মিলনের বিরুদ্ধে বললে আপনি হয়ে যাবেন সেকেল ক্ষেত, ওদের যুক্তি সব চালিয়ে যান কিন্তু বিশেষ অঙ্গ প্লাস্টিক সার্জারি করতে ভুলবেন না !

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০

বোরহাান বলেছেন: সেই বাঁশ দিলেন! :v

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৮

আবদুর রব শরীফ বলেছেন: বাঁশ দেওয়ার মানসিকতা থেকে লিখিনি ভাইজান

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

জুবায়ের সোহেল বলেছেন: উচিত কথা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

আবদুর রব শরীফ বলেছেন: একমত পোষণ করার জন্য ধন্যবাদ !

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: হাঁচা কতা। :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: দারুন বলেছেন ভাই..............

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.