নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নারী

২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৪

বাংলাদেশ বর্তমানে পৃথিবীর একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং সংসদ উপনেতা সকলেই নারী কিন্তু হেটার্সরা বলে তারা কেউ নির্বাচিত না !
.
বিদেশীরা দেখলাম এগুলো বলে ট্রল করে ! 9gag নামক ব্লগেও দেখলাম
.
বেপারটা তেমন না আমরা বাংলাদেশীরা একমাত্র নারীদের সম্মান দিয়ে বাসে সিট ছেড়ে দিই ৷ নিজেরা নিয়মিত বাসে যাতায়ত করলেও মা বোনদের সম্মান দেখিয়ে সীমিত সামর্থ্যের মধ্যেও সিএনজি ভাড়া করার চেষ্টা করি
.
মূল কথা আমরা নারীদের কথা মেনে চলতে চেষ্টা করি যেভাবে ছোট বেলায় মায়ের কথা মেনে চলতাম
.
কোন বিশেষ নারী যদি বলে আজ থেকে দিন একটাও সিগারেট খাবে না তাহলে ছেলেটি দশটার জায়গায় অন্ততটি আটটি কমিয়ে দুটি খেয়ে বলে আমি একটিও খায় নি ! সেটা ও বা মন্দ কিসের ? কিন্তু পাবলিক অন্য লোক যদি বলে ভাই সিগারেট খাইয়েন না তার উত্তর রেডী, 'সিগারেট কি তো বাপের টাকা দিয়ে খায় ?'
.
একজন নারী কোন পুরুষকে ঠিক করতে ডান্ডা মারতে হয় না একটু মিষ্টি করে বললে আমরা ঠান্ডা হয়ে যায়
.
হেটার্সরা অনেক কিছু বলবে কিন্তু আমরা নির্বাচিত করলেও নারীকে নির্বাচিত করতাম
.
হয়তো শেখ হাসিনা নতুবা খালেদা জিয়া কে
.
শেখ হাসিনার পরিচয় তিনি বঙ্গবন্ধু কন্যা এখানে জাতির জনককে সম্মান দেখানো হচ্ছে
.
খালেদা জিয়ার পরিচয় তিনি মেজর জিয়ার অর্ধাঙ্গী এখানে জিয়াকে সম্মান দেখানো হচ্ছে
.
রওশন এরশাদের পরিচয় তিনি সাবেক সেনা নায়ক এবং প্রসিডেন্টের অর্ধাঙ্গী এখানে এরশাদকে সম্মান দেখানো হচ্ছে
.
এই লেখাটি তে রাজনীতিক কোন্দল বিবেচনা আনা হয়নি
.
আমি শুধু বলতে চাচ্ছি আমরা কিছু বিছিন্ন ঘটনা বাদে নারীকে সম্মান দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর বুকে এক নম্বর জাতি
.
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা উদাহরণ হতে পারে না !
.
আমাদের জিডিপি কম কারণ আমরা নারীর সেবাকে আর্থিক মাপে দন্ডিত করি না ! এখানে প্রতিটি পরিবার এক একটি প্রতিষ্ঠান ৷

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৫

সুপ্ত আগ্নেয়গিরি বলেছেন: কোন বিশেষ নারী যদি বলে আজ থেকে দিন একটাও সিগারেট খাবে না তাহলে ছেলেটি দশটার জায়গায় অন্ততটি আটটি কমিয়ে দুটি খেয়ে বলে আমি একটিও খায় নি ! সেটা ও বা মন্দ কিসের ? কিন্তু পাবলিক অন্য লোক যদি বলে ভাই সিগারেট খাইয়েন না তার উত্তর রেডী, 'সিগারেট কি তো বাপের টাকা দিয়ে খায় ?


:-P :-P :-P

এই অংশটা দারুন হইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.