নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সুশান্ত পল

২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

বাঙ্গালী যখন কাউকে তোলে এমন তোলা দেয় যে সে চারদিকে কেবল বাতাস আর বাতাস দেখে ! শূন্য থেকে মহাশূন্যে ভাসতে থাকে !
.
শূন্য থেকে নামানোর পর তার শার্ট প্যান্ট জুতা এমনকি জাইঙ্গা নিয়েও টানাটানি শুরু করে দেয়
.
সুশান্ত পালকে সামান্য আক্রমণ করে আমি লিখেছিলাম কারণ সে আমাকে ব্লক করায় তার প্রতি আমার একটু ক্ষোভ ছিলো
.
কিন্তু যখন দেখি সময়ের আইডল থেকে তাকে বেবী ডল বানিয়ে ধর্ষণ করা হচ্ছে তখন খারাপ ই লাগে
.
লুইচ্চা পাগল উন্মাদ থেকে শুরু করে সবকিছু একমাত্র যেনো বাংলাদেশে একজনই ! শুধু একজন সে সুশান্ত !
.
দেখলাম,
"পাল বংশের শ্রেষ্ঠ কুলাঙ্গার নাকি সুশান্ত পল !"
"পল এর সিনোনিমস পাগল/ফাউল ইত্যাদি ইত্যাদি
.
আয়নাবাজী ছবিতে বিসিএস সেকেন্ড ছিলো আরেফীন শুভ কিন্তু বিসিএস ফাস্ট নাকি সুশান্তকে সম্মান দেখিয়ে বলা হয়নি !
.
আমি হাজারো পোস্ট পড়েছি যেখানে বিসিএস পাশ করা ছেলেগুলো সুশান্ত দা কে আইডল মেনে নিয়ে পোস্ট করেছেন
.
এমন কি প্রথম আলো থেকে শুরু করে অনেক পত্রিকায় তার অনুপ্রেরণামূলক লেখা দেখতাম !
.
তাকে রাষ্ট্রীয় ভাবে পাগল ঘোষণার পর পদোন্নতিও কেড়ে নিয়ে রংপুরে পোস্টিং দেওয়া হয়েছে
.
সুসময়ের মাছিরা ও সুর পাল্টিয়ে ফেলেছে ! চারদিকে শুধু ছিঃ আর ছিঃ
.
সুযোগ বুজে যে স্ক্রীণ শটগুলো নিয়ে মেয়েরা গর্ব করতো সেগুলো প্রকাশ করে রাতারাতি হিরো'ইন বনে গেছে
.
বাঙ্গালীর ক্যারেক্টার মাইরি ! মেয়েদের মনের মতো বাঙ্গালীর ক্যারেক্টার বুজা দায় !
.
আজকের হিরো আগামীকালের জিরো !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: নিজে ভালো তো দুনিয়া ভালো।

২| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০২

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: এই বজ্জাতটা এতদিন ভালোমানুষির মুখোশ পড়ে ছিল কি করে - যার ভেতরটা এত নোংরা আবর্জনায় ভরপুর?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.