নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সোজা-সাপ্টা

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:০০

আমাদের যুগে বান্দরের ছোলা ছিলো ! এটা হলো একটা চুলকানি উপদ্রক ! কোন রকমে কারো পিঠে লাগিয়ে দিতে পারলে তারপর শুরু হতো লুঙ্গি ড্যান্স !
.
ক্লাশের দুষ্ট ছেলেটি যেদিন পড়া শিখতো না সেদিন চুলকানি উপদ্রকটা পাউডার করে ম্যাডামের চেয়ারে ছড়িয়ে দিতো বাকীটা ইতিহাস ! নতুন মেডাম পরের দিন চেয়ারে না বসে এক ঘন্টা লেকচার দিলেন ! এক ঢিলে দুই পাখি
.
এই মহাঔষুধটি সেলামী কম দিলে নতুন বরের গা'য়ে লাগিয়ে দেওয়ার প্রচলন কম ছিলো না !
.
এক সময়ের মূর্তমান আতঙ্ক ছিলো বান্দরের ছোলা
.
যদিও এখন বান্দরের ছোলা নেই ! তেমন ব্যবহার দেখা যায় না
.
এখন পরিবেশ এতোই দূষিত হয়েছে যে শরীলে লাগলেই বান্দরের ছোলার কাজ করে !
.
তার উপর নতুন উপদ্রব এলার্জি
.
মাথা না চুলকাতেই হাত চুলকায়! হাত চুলকানো শেষ করার আগেই পা চুলকায় ! এভাবে চুলকানি চলতে থাকি ! তবে সব চুলকানি এক না ! কারো আবার বিশেষ চুলকানি থাকে !
.
কোন এক অদৃশ্য চুলকানি থেকে মিনিটে মিনিটে ওড়না খসে যায় ! পোষাক ছোট হতে হতে আন্ডার ওয়ারের আকৃতি নেয় ! সেসব চুলকানি যখন এখন আধুনিক যুগে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তখন তাদের হাঁটার ক্যাটওয়াক দেখে আমি সেই ক্লাশ মেডামের স্মৃতি মনে করতে চাই না ! অবিকল নাচন কুদন !
.
কথায় আছে এক দেশের গালি আরেক দেশের বুলি
.
আজকের পাগল আগামীকালের মাইকেল অ্যাকশন ! ওয়াও ! হোয়াট এ রিঅ্যাকশান !
.
চুলকানীর একটা বৈশিষ্ট্য আছে ! অল টাইম প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল ! কারণ যতক্ষণ চুলকাবেন ততক্ষণ ভালো লাগবে ৷ চুলকানি শেষ তো জ্বালা শুরু
.
কথাগুলো কাকতালীয় ! পড়ার পর কারো চুলকানী শুরু হলো আমি মোটেই দায়ী না !
.
চুলকানী হচ্ছে এক প্রকার সুরসুরি ! যখন উঠবে ইচ্ছে না থাকা সত্ত্বেও না চুলকিয়ে থাকতে পারবেন না ! চুলকানীসৃষ্টিকারী নারীরা সাবধান !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: প্রথম পাতায় আপনার ২টি পোস্ট, আগেরটিতে এখন পর্যন্ত মন্তব্য ২টি !!!
বগ্লার'রা কোনটি পড়বে? তাছাড়া এটা কি ফ্লাডিং এর মধ্যে পড়ে না !!

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: লেখা নোট বুকে ছিলো ৷ এমবি ছিলো না তাই দিতে পারিনি ! এমবি নিলাাম তাই দুইটা দিলাম ! ফ্লাডিং কেনো হবে ? লেখা সংগ্রহ করাও উদ্দেশ্যে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.