নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এক পলকে আমার স্ট্যাটাস সিঙ্গেল হয়ে গেলো !

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৫

ছেলেটি প্রথম ফটোগ্রাফি শিখছে ! যা দেখে তার ই ছবি তুলে ! শীতের আগমনের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসে কারণ পাহাড়ি এলাকা ! সকাল পাঁচটায় এমন কনকনে শীতে এসে দরজা ঠুকাচ্ছে ! ভেবেছি ডাকাত পড়েছে ! কন্ঠ শুনে দরজা খুলে দেখলাম ডিএসলার নিয়ে দাঁড়িয়ে ! বললো একটু পর তো অফিসে চলে যাবেন তার আগে শিশিরের দুই একটা ছবি তুলবো !
.
কইলাম ! দূর বেটা ! শিশিরতো এখন সাকিবের ঘরে এতো সকালে তো সাকিবও উঠে নি মর্নিং ওয়ার্ক করার জন্য
.
আরে শিশির না শিশির বিন্দু ! তো আমাকে কেনো ? আপনি কিছুক্ষণ শিশিরের মধ্যে দাঁড়িয়ে থাকবেন তারপর আপনার চুলে বিন্দু বিন্দু শিশির জমবে ! আমি চুলের উপর জমে থাকা শিশিরের মধ্যে একটি বিন্দুর ছবি তুলবো !
.
তারপর কি ঘটলো বাকীটা কমু না
.
আজ অফিস থেকে এসে ফেসবুকে ডু মেরে দেখি সে গুদরে পোকার ছবি তুলে আপলোড করেছে ! হোয়াট এ ক্রিয়েটিভিটি ! মলের উপর পোকাটি চিৎ পটাং হয়ে আছে !
.
যদিও বিপদ আমি ডেকে এনেছি ! একবার তারে একটি কবিতা শুনিয়েছিলাম, 'তুমি অন্য রকম বলোনি বলে কবিতা হয়নি কতোদিন !'
.
তার মাথা ঢুকে গেছে অন্য রকম ছবি না তুললে ফটোগ্রাফি হবে না
.
একটা ছেলে একটা মেয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিলো ! তবে ছেলেটি মনে মনে মেয়েটিকে ভালবাসতো ! একদিন সেই ছেলেকে এই লাইনটি শুনিয়ে দিয়েছিলাম ! 'তুমি অন্যরকম বলোনি বলে কবিতা হয়নি কতদিন !'
.
তারপর ছেলেটি পরের দিন গিয়ে মেয়েটিকে দোস্ত না বলে অন্যরকমভাবে ওগো বলে সম্বোধন করে বললো, তোমাকে অন্যরকম ভালবাসি ! সেই থেকে হায় ! এখনো ছেলেটি একা !
.
যাই হোক অন্যভাবে তুললে সব ছবি আর্ট হয়ে যায় না ! সব ফটোগ্রাফিও হৃদয় ছুঁয়ে যায় না ! যেদিন এমন একটা ছবি তুলে দিবি যা দেখে ললনাদের চোখ ছানাবড়া হয়ে যাবে বলবে শুধু, "ওয়াও ! ওয়াও ! এক পলকে আমার স্ট্যাটাস সিঙ্গেল হয়ে গেলো !" সেদিন তোকে ফটোগ্রাফার স্বীকৃতি দিবো !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অ্যা??? কোনদিক দিয়ে কি হইলো? মাথার উপ্রে দিয়া গেলো!

২| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


ওরাংওটাং'কে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.