নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জীবনের অল্পস্বল্প গল্প

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৯

ডেসটিনি করার সময়ে আমার পিএসডি মামাকে একটি বিয়ের দাওয়াত দিয়েছিলাম ! উনি যাবেন না ! উনি ডায়মন্ড হলে তারপর বিয়েতে এটেন্ড করবেন বলে সংকল্প করেছেন ! যে বিয়েতে ওনাকে নিয়ে সবচেয়ে বেশী আলোচিত হবে সে বিয়েতে যাবেন বলে বিয়ের দাওয়াত খাওয়া ছেড়ে দিয়েছিলেন !
.
হোয়াট এ মোটিবেশন ! মামী যায় মামা যায় না
.
মামীকে বললাম মামাকে আবার একটি বিয়ে করার অনুমতি দেন তাহলে উনি হবেন সবচেয়ে আলোচিত ! সমাধান !
.
আমি এমএলএমের সমালোচনা করি বলে অনেক কাছের বন্ধু আমাকে আনফ্রেন্ড করেছে !
.
তবে আমি এমএলএমের মোটিবেশনের সমালোচনা কখনো করতে পারবো না ! আমার মতো চরম বিরোধিকেও ওরা দুই বছর গোলক ধাঁধায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সেকেন্ড ইয়ারে তিন তিনটি সাপ্লি(ফেইল) অর্জন করাতে সক্ষম হয়েছে !
.
ক্রাউন ডায়মন্ডের নেশা আমাকে ঘুমাতে দিতো না ! রাতে ঘুমানোর ঘোরে ডায়মন্ড বলে চিৎকারে পাশের বিড়ালটি টেবিল থেকে লাফ দিয়ে পালাতো
.
ঘন্টার পর ঘন্টা পরিচালক রফিকুল আমীন, ডায়মন্ড রাজীব দত্ত, ক্রাউন আবুল কালাম আজাদ এবং অন্যান্যদের সিডি দেখে রাত কাটতো
.
সকাল সাতটায় ঘুম থেকে উঠে ইনভাইট, ফলোয়াপ, মোটিবেশন, হাই প্রোফাইল ট্রেনিংয়ে ছুটে রাত হলে বাসায় ফিরে আসতাম
.
মোটিবেশন ট্রেনিংগুলো আসলে পাগলকরা ছিলো ! একবার এমএলএম বিরোধি এক লোককে এমন একটি ট্রেনিংয়ে ঢুকিয়ে দেওয়ার পর সে নাকি রাস্তা থেকে দুই তিনজন ফকিরকে ধরে নিয়ে এসেছিলো ডেসটিনিতে ঢুকানোর জন্য ! হীরক রাজার দেশের যন্ত্রমন্ত্রের ঘরের মতো ছিলো সেই ঘর
.
আমাকে অনেকে প্রশ্ন করে নব্য জিএমবিরা কেনো বুকে বোমা বেঁধে ঝাঁপিয়ে পড়ে ! অথবা কিভাবে ডিজুস মার্কা একটি ছেলে স্ব ইচ্ছায় সুইসাইড স্কোয়াডের সদস্য হয়ে যায় ! আশা করি উত্তর পেয়ে গেছেন !
.
মোটিবেশন দিয়ে মানুষকে সবকিছু করানো সম্ভব ! মোটিবেশনের কারণে হাঁটতে গিয়ে উষ্টা খেয়ে পড়ে যাওয়া ছেলেটি একদিন ওসাইন বোল্ট হয়ে যায়
.
জগতের অনেক বিখ্যাত ব্যক্তিরা ডেল কার্নেগি, শিব খেরা, পি জে শার্টজ, এরিক টামাস, লেস ব্রাউন, টনি রবিনস, নিক বুজিক, জিগ জিগলার, জিম রন, রে লুয়িস, আরনল্ড, জ্যাক কেনফিল্ড, ক্রিশ গার্ডনার, মিঃ ব্রেইনের ছাত্র হয়েছেন শুধু ভালো অনুপ্রাণিত করার শক্তির কারণে.....! বুঝতে হবে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.