নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
আরেকটু কাছে আসো
-আসছি জান
.
একটু জড়িয়ে ধরো
-ধরছি জান
.
এমন বৃষ্টির দিনে কেমন লাগছে
-খুব ভালো
.
আরেকটু কাছে আসা যায় না?
-হুম! যাবে না কেনো
.
রবীন্দ্রনাথের বৃষ্টি নিয়ে কোন গান আছে?
-আছে
.
তাহলে চালিয়ে দাও
-দিচ্ছি
.
শুনতে পাচ্ছো আমাকে?
-কথায় তো বলছো না
.
হৃদয়ের কথাগুলো
-কান পেতে আছি
.
মন পেতে শুনতে হবে
-আচ্ছা
.
শুনতে পাচ্ছো?
- হ্যাঁ পাচ্ছি
.
কেমন অনুভব হচ্ছে?
-কেমনে বুঝাবো
.
একটু চেষ্টা করো পারবে?
-কেমন জানি টাইপ
.
আরেকটু চেষ্টা করো!
-আমি তো তোমার মতো লিখতে পারিনা!
.
আচ্ছা ঠিক আছে এখন ভাগো
-কেন কি হয়েছে?
.
অনুভূতি পেয়ে গেছি
-কিসের অনুভূতি?
.
বৃষ্টির দিনে কাছে আসলে কেমন লাগে তা
-সবে তো কাছে অসলাম আরেকটু আসবো?
.
না এবার ভাগো
-কেনো?
.
অনুভূতি পেয়ে গেছি এবার সাজিয়ে গল্প লিখতে হবে!
-আরেকটু বেশী অনুভূতি নিলে চটিও লিখতে পারতে!
©somewhere in net ltd.