নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
একটি ধবধবে সাদা বোর্ড! নিচে ছোট্ট করে ফেয়ার এন্ড লাভলী লেখা!
.
ভাইভা দিতে গেলাম একটি মাল্টি ন্যাশনাল কোম্পানীতে! ইয়ো ইয়ো ভাব! মনে করছিলাম জিজ্ঞেস করবে অর্থনীতি অনার্সে ফাস্ট ক্লাশ পাওনি কেনো!
.
কিন্তু তা না জিজ্ঞেস করে প্রশ্ন করেছে, বোর্ড এতো সাদা কেনো? এবং এটি কিসের বিজ্ঞাপন?
.
বললাম ফেয়ার এন্ড লাভলীর বিজ্ঞাপন!
.
পাল্টা প্রশ্ন করলো, আবদুর রব শরীফ সাহেব তাহলে মডেল কই?
.
বললাম, ফেয়ার এন্ড লাভলী ব্যবহার করে এতো সাদা হয়েছে যে বোর্ডের সাদা রংয়ের সাথে মিশে গেছে!
.
বিসিএস ভাইভা নিয়ে মজার কিছু জোকস আছে!
.
আমার বন্ধু মাদ্রাসা লাইন থেকে বাংলা লাইনে আসছে! বয়স তিন চার বছর কমিয়ে দিয়েছে! তার মধ্যে সে অনার্স মাস্টার্স করে বিসিএস দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে!
.
তিন তিন বার বিসিএস ফেরত! চতুর্থবার সে ভাইভা দিতে গেছে! শুনেছি তাকে দেখে সম্মানিত হুজুর মনে করে ভাইভা বোর্ডের চেয়ারম্যান উল্টো সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন!
.
এর আগে নাকি এমন ঘটনা রুয়েট বুয়েট চুয়েট টুয়েট অনেকের সাথে হয়েছে!
.
একসাথে দশ জনের ভাইভা নিচ্ছে স্যার! এক ছেলে স্যারের কানে ফিসফিস করে কি যেনো বলছে! ভাইভার রেজাল্ট দিলো কানেকানে যে ছেলে কথা বলছিলো সে ব্যতীত সবাই ফেইল! সবার মনে সন্দেহ আর কৌতূহল! কি কথা বলেছে তারা! অবশেষে ছেলেটি বললো সে বলছে, স্যার আপনার প্যান্টের চেইন খোলা! ওরা ৯ জন এটা নিয়ে হাসাহাসি করছে!
.
একটা জোকস বলবো?
'ভাইভা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন জোকস নেই! তাই এই স্ট্যাটাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টেনে আনলাম না!'
.
আমি কেডিএস এক্সেসোরিজে ভাইভা দিতে গিয়ে দেখি আমার শার্ট আর স্যারের শার্ট একদম একই কালার একই ফেব্রিকস! স্যার আমাকে প্রশ্ন করলো, রিলেশনশিপ্ ইজ বিজনেস! এটা সম্বন্ধে কিছু বলো! বললাম, একটা মানুষের সাথে কথা বার্তা আচার আচরণ 'পোষাক' আশাকে যেমন মিল থাকে তেমনি ব্যবসাতে দুই পক্ষের মধ্যে অনুরূপ সম্পর্ক থাকে!
.
স্যার এখনো বলে, তোমাকে দেখে মনে করছিলাম তোমাকে দিয়ে হবে কিন্তু........!
১৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫২
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ দাদা
২| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১:৪৩
সালমান মাহফুজ বলেছেন: দারুণ । এত এত পীড়নের ভিতরে ক্ষাণিকটা হাসির খোরাক ।
১৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫২
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!
৩| ১৯ শে মে, ২০১৭ দুপুর ২:৪২
মোঃ তানজিল আলম বলেছেন: ভাইভা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন জোকস নেই! তাই এই স্ট্যাটাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টেনে আনলাম না!'
১৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫৩
আবদুর রব শরীফ বলেছেন: হাহা তাই আনলাম না!
৪| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:২১
জেন রসি বলেছেন: ভাইভা ব্যাপারটাই একটা প্র্যাকটিক্যাল জোক!
১৯ শে মে, ২০১৭ রাত ১০:৫৮
আবদুর রব শরীফ বলেছেন: অনেক সুন্দর বলেছেন!
৫| ১৯ শে মে, ২০১৭ রাত ১১:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাইভাতে অনেকেই স্বাভাবিক থাকতে পারে না...
২০ শে মে, ২০১৭ সকাল ১১:৫২
আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১:২৮
ঢাকাবাসী বলেছেন: ভাল কিন্তু অগোছালো।