নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
শিল্পা শেঠীকে তাদের বিবাহ বার্ষিকীতে তার স্বামী ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্র পৃথিবীর বিখ্যাত বুর্জ খলিফার ঊনিশ তলায় ১৫০ কোটি টাকা দামের একটি ফ্লাট গিফট করেছিলেন! আমি বিয়ে করার পর প্রথম বিবাহ বার্ষিকীতে হয়তো তোমাকে সর্বোচ্চ পনেরশ টাকার একটি জামদানি দিতে পারবো!
.
জনপ্রিয় নায়ক টম ক্রুজ তাদের বিবাহ বার্ষিকীতে কেটি হোমসকে ২০০ কোটি টাকা দামের একটি জেট বিমান গিফট করেছিলো আমি হয়তো দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে তোমাকে বিয়ের পর দুই হাজার টাকা দামের একটি গোল্ড প্লেটের গয়না সেট দিতে পারবো!
.
পৃথিবীর অন্যতম সেরা ধনী মুকেশ আম্বানী তার স্ত্রী নিতা আম্বনীকে ৫০০ কোটি টাকা দামের একটি বিলাসবহুল বিমান গিফট করেছিলো যাও আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকীতে পনেরশ টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা দামের জামদানি ই দিবো! কি খুশিতো?
.
মুকেশ আম্বানীর ভাই অনিল আম্বনী তার স্ত্রী টিনা আম্বনীকে বিবাহবার্ষিকীতে ৭০০ কোটি টাকা দামের ছোট খাটো একটি লাক্সারি জাহাজ উপহার দিয়েছিলেন! আমি জানি চতুর্থ বিবাহ বার্ষিকীতে আরেকটু বাড়িয়ে ৭০০০ টাকা দামের জামদানি গিফট করলে আমার সেই মাসে নুন আনতে পান্থা পুড়িয়ে যাবে!
.
তারপর তোমাদের আবদুর রব শরীফ ভাইয়ের হবু কাল্পনিক বউ বললো যে ছেলের নুন আনতে পান্থা পুড়িয়ে যায় সে কি না আমার মতো সুন্দরীকে বিয়ে করার স্বপ্নও দেখে! হাউ স্ট্রেনজ! বামন হয়ে চাঁদ পাওয়ার স্বপ্ন দেখে চতুর্থ বিবাহ বার্ষিকী পর্যন্ত কল্পনাও করে ফেলেছে!! দূর হও চ্যাট বক্স থেকে!
.
তার নামটি নীল থেকে কালো রং হওয়ার আগে শেষ যে কথাটি বলেছিলাম,
.
সম্রাট শাহজাহান তো স্ত্রীর কবরের উপর ২০ বছরে ২২ হাজার শ্রমিক খাঁটিয়ে তাজমহল বানিয়ে উপহার দিয়েছিলেন!
.
সুতরাং পঞ্চম বিবাহ বার্ষিকীতে আমিও তুমি মারা যাওয়ার পর তোমার স্মরণে তেমন কিছু একটা করে ফেলবো! গ্যারান্টি দিয়ে বললাম! খুশী তো?
১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৪
আবদুর রব শরীফ বলেছেন: মন মতো এমন কেউ পাওয়া দুষ্কর!
২| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:০২
ঢাকাবাসী বলেছেন: কত টাকার জিনিস সেটা মূখ্য না হয়ে তাতে ভালবাসা বা আন্তরিকতা কতটু আছে সেটাই মূখ্য হওয়া উচিৎ।
১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৫
আবদুর রব শরীফ বলেছেন: খুব সুন্দর বলেছেন তার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৭ রাত ৩:০১
রায়হানুল এফ রাজ বলেছেন: হয়তো এমন কেউ আছে যে শুধু আপনার ভালোবাসার জন্যই অপেক্ষা করে আছে।