নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আড়াইশো টাকার ফটোগ্রাফি :P

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭



ঘুরে এলাম পতেঙ্গা সমুদ্র সৈকত! :P




পতেঙ্গা সমুদ্র সৈকতের ডান দিকের দৃশ্য মনোরম লাগলো!




বিচ্ ফটোগ্রাফারের নির্দেশনায় মডেলের ভূমিকায়



স্টাইলে পরিপূর্ণতা আনয়নের জন্য চশমায় হাত



আবহমান কাল বাংলার সবচেয়ে পুরাতন স্টাইল



ইহা একমাত্র স্টাইল যা আমি উদ্ভাবন করেছি

আপনিও চাইলে প্রতি পিচ পাঁচ টাকা কিংবা তিন টাকা ধরে কন্টাকে এমন পোজ দিয়ে ছবি তুলতে তুলতে সমুদ্র উপভোগ করতে পারবেন! ওরা কিন্তু খারপ ছবি তোলে না! আমি ১২৪ টি তুলে সিলেক্ট করে ৫০ টি নিয়ে আড়াই'শ টাকা দিয়েছিলাম!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হা, হা, হা

ভাই কি আমাদের এখানে পাত্রী চাই বিজ্ঞাপন দিতে এই পোস্ট দিয়েছেন???!!!

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৪

আবদুর রব শরীফ বলেছেন: একদিন বুড়ো হয়ে যাবো ভেবে যৌবন সংরক্ষণ করে রাখছি!

২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

বানেসা পরী বলেছেন: মাশাল্লাহ্। ভাই তো দেখতে সেই রকম সুন্দর!
তাসকিনের বিয়ের দু:খে নাকি আড়াইশো টাকার দু:খে/সুখে পোস্ট টা দিলেন একটু বিস্তারিত বললে সবার বুঝতে সুবিধা হত।:P
পতেঙ্গা সৈকত তো উপলক্ষ্য মাত্র।B-))

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

আবদুর রব শরীফ বলেছেন: :P

৩| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকে স্মার্ট দেখাচ্ছে।

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

মোস্তফা সোহেল বলেছেন: এতু সুন্দর ছবি দিলে হপে ;)

৫| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: সব ক'টা ছবি ভালো লেগেছে।
বিশেষ করে- 'ইহা একমাত্র স্টাইল যা আমি উদ্ভাবন করেছি'। স্টাইলটা বেশ হয়েছে।


কিন্তু কথা হচ্ছে- আমি যদি ব্লগে আমার ছবি দেই তাহলে সবাই হায় হায় করে। এই ছবি ব্লগ দেখে আমার নিজের ছবি দিয়ে- একটা ছবি ব্লগ দিতে ইচ্ছা করছে। দিবো?

৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৩

স্বল্প বাঁধন বলেছেন: ঘটককে খবর দিয়েছেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.