নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পৃথিবীর অন্যতম সুউচ্চ দালান থেকে সফলভাবে লাফ দিয়ে রেকর্ড করা স্টানফোর্ড ইউনিভার্সিটির এমবিএ'র ছাত্রী ইউবিং জ্যাং বলেছিলেন, 'যেখানে আরাম আয়েশের সমাপ্তি প্রকৃত নায়কোচিত জীবন সেখান থেকে শুরু হয়'
.
পাওয়া কঠিন এমন মূল্যবান কিছু পেতে হলে অবশ্যই আমাদের কঠিনতর জীবন যাপন করতে হবে,
.
আব্রাহাম লিংকনের দুই মিনিটের দুনিয়া কাঁপানো ভাষণের পিছনে ২৩ বছর বয়সে চাকরি হারানোর পর ক্রমান্বয়ে ব্যবসার মূলধন, প্রিয়তমা স্ত্রী হারিয়ে ২৭ বছর বয়সে নার্ভাস ব্রেক ডাউন থেকে শুরু করে স্পীকার প্রার্থীতার পরাজয়, কংগ্রেসে হার, আবারও হার, স্বীয় পদ থেকে রিজেক্ট, সিনেটে হেরে যাওয়া, ভাইস প্রেসিডেস্ট পদে হেরে যাওয়ার পর আবার সিনেটে হেরে যাওয়া অবশেষে ৫২ বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া নামক অসংখ্য ব্যর্থতার অভিজ্ঞতা রয়েছে!
.
বর্তমান দুনিয়া কাঁপানো কিংবদন্তি আলী বাবা ডট কমের প্রতিষ্ঠাতা জ্যাক মা'য়ের কথা সামনে আসলে কেএফসিতে ২৪ জন পরীক্ষা দিয়ে ২৩ জনের চাকরি হয়েছে শুধু জ্যাক মা রিজেক্টেড! পুলিশে তার পাঁচ বন্ধুর চাকরি হয়েছে শুধু তার হয়নি! হার্ভাডে তিনি দশ বার রিজেক্টেড হয়েছেন এসব গল্প সবার জানা অজানা হলো তিনি প্রাথমিক স্কুলে ভর্তি পরীক্ষার আগে তিন বার রিজক্টেড এবং মাধ্যমিক স্কুলে দুইবার রিজেক্টেড!
.
কিন্তু তবুও তারা জীবনের সব আশা ছেড়ে আরাম আয়েশে বেঁচে থাকতে পারেন নি!
.
এভরি সাক্সেস পিপল্ আর রিজেক্টেড!!!
.
ম্যাক্সিমাম সাক্সেস পিপল্ আর ফেইলর্!!!
.
একের পর এক ব্যর্থতার কারণে অনেক বিখ্যাত ব্যক্তির নার্ভাস ব্রেক ডাউন হয়েছিলো!
.
কিন্তু তারা কখনো তাদের মূল লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারেন নি!
.
দুটাকা মাইনে রুটির দোকানে কাজ করলে আমি আপনি হয়তো কবিতার গোষ্ঠি কিলাইয়া ভাবতাম, আমি তো শেষ! আমার দ্বারা কিচ্ছু আর হবেনা! কিন্ত দুখু মিয়া নজরুইল্লা সকল প্রতিবন্ধকতা দূর করে ঠিকি জাতীয় কবি নজরুল ইসলাম হয়েছিলো!
.
পৃথিবী বিখ্যাত প্রথম সারির একজন মোটিবেটর টমাস এরিকসন বলেছিলেন, আমি খেতে পারতাম না! আমি রাস্তায় ঘুমাতাম! আমি নিগ্রো ছিলাম! কোন বেপার না আমি লক্ষ লক্ষ ডলারের মালিক এবং পৃথিবীর সেরা মটিবেটর হয়ে দেখিয়ে দিয়েছি কোন সমস্যা ই সমস্যা না!
.
সবচেয়ে বড় সমস্যা আমাদের মাথার মধ্যে যে সমস্যা আছে সেটি,
.
কেনো আমরা আমাদের সক্ষমতার ১২০ শতাংশ না দিয়ে শুধু ৫০ শতাংশ দিয়ে ভাবি পৃথিবী জয় করে ফেলবো! আমিতো একটা কিছু করে ফেলেছি!
.
দিনশেষে বিফল হলে অন্যের উপর দোষ চাপিয়ে ভাবি শালার কারণে আমি আজকে সফল্ হতে পারলাম না!
.
বনে সবাই যখন দৌড়ায় তখন সিংহ ঘাপটি মেরে বসে থাকে এমন ভাব তার মতো আলসে এবং বোকা আর নেই! কিন্তু সে তখন মাথায় প্লান করে! গাধার মতো পরিশ্রম করেনা কিন্তু শিকার যখন প্রায় নিশ্চিত তখন তার সমস্ত শক্তি প্রয়োগ করে ঝাঁপিয়ে পড়ে!
.
আমাদের শিক্ষকরা হাজার হাজার সফল মানুষদের জীবনী না জেনে নিজের গন্ডি দিয়ে বিচার করে বলে দিতে পারে, কোন স্টুডেন্ট সফল হবে আর কোন ছাত্র বিফল্ হবে! দুই সাবজেক্ট ফেইল করলে চোখ বন্ধ করে বলে দেয়, তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না! যা পড়ালেখা ছেড়ে গরুর ঘাস কাটগে!
.
সবাই গুরু হতে পারে না সত্যি বলতে কি কেউ কেউ গরু! গরুও কিন্তু উপকারী জন্তু! দুধ মাংস চামড়া দেয়!
.
এক ছেলে স্কুল ব্যাগ নিতে ভুলে গেছে একটু পর সে আরেকজন ছেলেকে স্কুলের জানালা দিয়ে তার ব্যাগটা দিতে বলেছিলো যাতে ব্যাগ পক্সির মাধ্যমে গেইট দিয়ে ঢুকবে এবং ছেলেটি ধরা খেয়ে যাওয়ার পর স্কুলের শিক্ষক ফোন করে অভিভাবককে বলে তার ছেলেকে টিসি নিয়ে চলে যাওয়ার জন্য!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় খুব কম শিক্ষক আমাকে অনুপ্রেরণা দিয়ে বলতে পেরেছে জীবনে অনেক কিছু করার আছে!!! তারা শুধু আমাদের বলেছে,
.
তোমাদের দ্বারা কিচ্ছু হবে না,
.
তোমরা সবাই ডামিশ্! রাস্কেল! এডিয়ট্!
.
তোমাদের মতো এতো ফালতু ব্যাচ্ আগে কখনো দেখিনি!
.
তোমরা এখনকার যুগের ছেলেরা একটা বাল্!
.
ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা................!
.
সত্যি বলতে কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলে স্যার ডাকতে হয় বলে কেউ কেউ স্যার নাহলে তাদের অনেকে ষাঁড়!
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: "তোমাদের মতো এতো ফালতু ব্যাচ্ আগে কখনো দেখিনি!."
সবার জন্য এটা কমন ডাইলগ।
আপনি নিজেইতো একজন বিদ্যাসাগর। আপনাকে মোটিভেট করার সাধ্যি কার?()
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: বেশ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩
আজমান আন্দালিব বলেছেন: অনুপ্রেরণা একজন শিক্ষার্থীর জীবনকে বদলে দিতে পারে।