নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ ভাই আপনি ব্রা না আহ্

১৭ ই জুন, ২০১৮ রাত ১২:৩৮

শেখ হাসিনা, খালেদা জিয়া এবং রওশন এরশাদ তিন নেত্রী ব্রাজিলের সাপোর্টার,
.
খেলার মাঠে সবাই এক তবুও যা কিছু বিভেদ সেগুলো হলো বিনোদন,
.
একবার এক ভক্ত মাহফুজুর রহমানকে তার এবং ইভা রহমানের কন্ঠে 'স্বামী আর স্ত্রী বানাইলো যে কোন মিস্ত্রী সে বড় আজব কারিগর' গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলো!
.
সেই অনুরোধ তিনি রেখেছিলেন কি না জানিনা কিন্তু ব্রাজিলের সাম্বা নাচের সাথে মিল রেখে ইভা রহমানের সাথে দ্বৈত কন্ঠে গাওয়া গান হয়তো কিছু দিনের মধ্যে মুক্তি পাবে,
.
দেশে এখন বিশ্বকাপের আমেজ,
.
সেদিন দেখলাম মাষ্টার সাহেব বাল্য শিক্ষা পড়াচ্ছেন এ ফর আর্জেন্টিনা, বি ফর ব্রাজিল.....!
.
ওদিকে আর্জিন্টিনা মানে আওয়ামী লীগ আর বিএনপি মানে ব্রাজিল দাবী করছে কেউ কেউ,
.
সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বীপ ষ্টোরে একজন বলছে ব্রাজিল মানে বি ফর বাল তা শুনে ঝটপট উত্তর আর্জেন্টিনা মানে এ ফর আবাল,
.
কিউট না?
.
তো এক লোক বলছে বি ফর ব্রাজিল মানে বাংলাদেশ তা শুনে নোয়াখালির এক লোক বলে উঠলো এ ফর আর্জেন্টিনা মানে আঙ্গো দেশ!
.
কে যেনো বলেছিলো এ ফর আর্মি মানে আর্জেন্টিনা তা শুনে আরেকজন বললো বি ফর বুলেট মানে ব্রাজিল!
.
সেদিন একটি প্রশ্ন শুনে চমকে উঠলাম একজন হঠাৎ জিজ্ঞেস করলো, শরীফ ভাই আপনি ব্রা না আহ্?
.
এভাবে চলতে থাকে,
.
তবে এক শ্রেণির মানুষ আছে যারা মাঝখান থেকে বসে মজা নেয়,
.
ছোটকালে সন্দ্বীপে চায়ের দোকানে তুমুল বিতর্ক হচ্ছে এবার বিশ্বকাপ ব্রাজিল না আর্জেন্টিনা নিবে তার উপর এমন সময় জনৈক ব্যক্তি আড্ডার মাঝখান থেকে বলে উঠলো, দূর ভাই! কাপ যে দল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে সে দল নিবে!
.
শুধু শুধু মাথার উপর এতো চাপ নিয়ে লাভ নেই,
.
মেসি পেনাল্টি কিক্ মিস করেছে এদিকে চায়ের কাপ উত্তেজনায় হাত লেগে আমার চায়ের কাপ ভেঙ্গে গেছে!
.
একটু আগে ক্রাশ বালিকা স্ট্যাটাস দিয়েছি বি ফর ব্রাজিল, বি ফর বাল, বি ফর ব্লক....! আমি আর কিচ্ছু কমু না!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৮ রাত ১২:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা মজা পাইলাম।

২| ১৭ ই জুন, ২০১৮ সকাল ৭:৪৫

সনেট কবি বলেছেন: বেশ।

৩| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ২:২০

রিএ্যাক্ট বিডি বলেছেন: হহহহহ

৪| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: লেখায় রস আছে।

৫| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: শেষ লাইনটা ভায়া, অচাম B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.