নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সময় কিংবা অতিরিক্ত সময়

২২ শে জুন, ২০১৮ রাত ৮:৪৮

'জীবনে শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করে যাও সফলতা আসবেই ৷' -ব্রাজিল

'শুধু শেষ মিনিট না অতিরিক্ত সময়ের শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করে যাও সফলতা অবশ্যই আসবে ৷' - নেইমার

'সফলতার জন্য শেক্সপিয়ারের 'জীবন হলো একটি নাট্য মঞ্চ' উক্তিটি মনে রেখো ৷' - নেইমার

'আজ কালকের পোলা নেইমার কি যে বলিস আরে পা দিয়ে না পারলে হাত মেরে দিবি ৷'- মারদোনা

'গুরু অভিনয়ে আপনি সেরা এক্কেবারে নিঁখুত অভিনয়!'- নেইমার

'সে কি আর অভিনয় ছিলো লোকে বলে ইশ্বরের হাত আর বাংলাদেশের মানুষের মতে জ্বীনের হাত ছিলো!' - ম্যারাডোনা

'তবে দিন শেষে হাত এমন ভাবে মারতে হয় যাতে লোকে না দেখে এটা একটা আর্ট!- মারদোনা

'হাত গায়ে লাগলে এমনভাবে পড়ে যেতে হয় যাতে রেফারি প্যানাল্টি দিতে দ্বিতীয়বার ভাবতে না হয়!' - নেইমার

'চেয়ে চেয়ে দেখলাম তোমরা অভিনয় করে গেলে!' - মেসি

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৮ রাত ৮:৫৮

স্রাঞ্জি সে বলেছেন: পড়ে গেলাম, আপনি লিখে গেলেন।

২| ২২ শে জুন, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: নেইমার তুমি ভালো অভিনয় জানো ভাই! তবে কিছুটা মানবিক হও।

৩| ২২ শে জুন, ২০১৮ রাত ৯:১৬

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ভালো লাগলো।

৪| ২২ শে জুন, ২০১৮ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: যে অভিনয় জানে সে খেলতেও জানে ।

আজকের খেলা একবাক্যে বলতে গেলে ওস্তাদের মার শেষ রাতে । :)

৫| ২৩ শে জুন, ২০১৮ রাত ২:০০

কিশোর মাইনু বলেছেন: কিছু কমু না।
কইলে খারাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.