নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানপাপী

২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৯

মানুষের শরীর ৫০ লক্ষ কোটি কোষ দিয়ে গঠিত এবং প্রত্যেকটি কোষের রয়েছে আলাদা অস্তিত্ব,
.
আমরা এক একজন মানুষ প্রকৃত পক্ষে এক একটা সম্প্রদায়!
.
প্রত্যেকটা কোষের ভিতরে রয়েছে মাইনাস ভোল্টেজ এবং বাহিরে রয়েছে পজেটিব ভোল্টেজ,
.
একটা কোষে যে ব্যাটারি আছে তা ১.৪ ভোল্টেজের বিদ্যুৎ উৎপাদন করে সেই হিসেবে পুরো শরীর ৭০০ লক্ষ কোটি ভোল্টেজের বিদ্যুৎশক্তি রয়েছে আমাদের ভিতরে! ভাবা যায়!
.
পুরো বেপারটা নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল মাইন্ড্! আপনি যখন ভাল চিন্তা করেন তখন আপনার শরীরের বিস্ময়কর পুরো শক্তিটা সেই সিন্ধান্ত অনুযায়ী কাজ করে,
.
এমন কি কারো আশা, ভালো কথা, পরিবেশ আপনাকে সুস্থ সুখী অনুপ্রেরণা দেয়!
.
আর যখন আপনি সেন্ট্রাল মাইন্ডকে খারাপ সিন্ধান্তের দিকে ধাবিত করে তখন পুরো বিশ্ব কিংবা নিজেকে ধ্বংস করার মতো শক্তি প্রেরণা আপনি পেয়ে যাবেন!
.
ব্রেইন ওয়াশের মাধ্যমে বুকে বোমা বেঁধে কখনো মসজিদ কিংবা কখনো মন্দির গীর্জা চার্চ হোটেল মোটেলে ঝাপিয়ে পড়তে বিন্দুমাত্র অনুশোচনা আসবে না,
.
ভুল বাল শিক্ষা এভাবে মানব জাতিকে দিন থেকে দিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে! আপনি কারো উন্নত মস্তিষ্কের দ্বারা প্রভাবিত হচ্ছেন!
.
বইয়ে লেখা সব শব্দ জ্ঞান না বরং যা মানব জাতি এবং সমাজের তথা ব্যক্তির কল্যাণ সাধন করে তা হলো প্রকৃত জ্ঞান,
.
গড ফাদার যারা তারা আপনার চেয়ে বহু বেশী জ্ঞানের সন্ধান করে, ডার্ক ওয়েবে বিচরণ করে,
.
একজন সাধারণ পকেটমার কিংবা ছিঁচকে চোরাও আপনার চেয়ে অনেক বেশী সচেতনভাবে কার্য সম্পাদন করে!
.
পৃথিবীতে জ্ঞানীর চেয়ে জ্ঞানপাপীর সংখ্যা ই বেশী! লাইব্রেরী কখনো জাতির পথ প্রদর্শক হতে পারে না বরং লাইব্রেরীতে কতগুলো ভালো বইয়ের সংগ্রহ আছে সেটা মূল কথা!
.
শিক্ষনীয় চ্যানেল তো ডিসকভারি, হিস্টোরি, জিওগ্রাফিও আছে, আবার জি বাংলা, স্টার জলসার মতো বস্তা পচা চ্যানেলও আছে,
.
আসলে বেপারগুলো মানসিকতার, সমাজে মেয়েদের ধর্ষক মানসিকতার পুরুষও আছে তেমনি এসব খবরে চোখে জল আসে এমন পুরুষও রয়েছে!
.
সুষ্ঠ সমাজ গড়ে তুলতে মানসিকতা পাল্টানোর কোন বিকল্প নেই! কেবলমাত্র মানসিকতার পাল্টানোর মধ্য দিয়ে ট্রিলিয়ন শক্তিমত্তার বিদ্যুতকে প্রভাবিত করে পৃথিবী পাল্টে দেওয়া সম্ভব!
.
চিন্তা করুন কতটা আলোকিত হবে পৃথিবী শুধু নিজে পাল্টে গেলে! আসেন ভালো চিন্তা করি!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক মানব দেহেই ৭০০ লক্ষ কোটি ভোল্টেজের বিদ্যুৎশক্তি ?
বলেন কি? এত দেখি বজ্রপাতের চেয়েও বেশি !!

২| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: ভালো জিনিস চিন্তা করলে ভালো কিছু কি ঘটবে?

৩| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

কিশোর মাইনু বলেছেন: ভালো চিন্তা করলে তো হবে না শুধু, ভালো করতে ও হবে।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৭০০ লক্ষ কোটি ভোল্টেজের ব্যাপারটা আমার কাছে যৌক্তিক মনে হলো না। দয়া করে রেফারেন্স দিবেন কী?

৫| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: আপনার ভাবনায় ভালো লাগা।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪

কলাবাগান১ বলেছেন: মানব দেহে ১ ভোল্ট এর চেয়ে কম বিদ্যুত উৎপাদন করার ক্ষমতা আছে (মিলিভোল্ট)

৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৯

কালো যাদুকর বলেছেন: ডিপ ওয়েব কি? কেউ বিস্তারিত জানাবেন?

আমরা মাইক্রো ব্লগিংয়ের দিকে যাচ্ছি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.