নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পরশ পাথর তৈরীর ফর্মুলা

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৪৮

পরশ পাথর একটি কল্পিত রাসায়নিক বস্তু তবুও যুগে যুগে বহুপন্ডিত কিংবা বিজ্ঞানীরা এই পাথরের সন্ধান করে গেছেন,
.
মূলতো এই পাথরের সংস্পর্শে অন্য ধাতু রূপা কিংবা সোনায় রূপান্তর হবে!
.
যদিও সত্যজিৎ রায়ের 'পরশ পাথর' চলচ্চিত্রের একজন কেরানী কার্জন পার্কে ঘুরতে গিয়ে এই পাথরটি সন্ধান পেয়েছিলেন!
.
কিন্তু শতাব্দির পর শাতাব্দি এই পাথরের খোঁজ না পেয়ে আমেরিকার রসায়নবিদ জর্জ স্টার্কি পরশ পাথর বানাতে উঠে পড়ে লেগেছিলেন,
.
সর্বশেষ আইজ্যাক নিউটনের সতের'শ সালের একটি পান্ডুলিপি থেকে পরশ পাথরের বানানোর চেষ্টার রেসিপি উদ্ধার করা হয়!
.
ধরুন, আপনাকে বলা হলো সমুদ্রের পাড়ে যে অসংখ্য পাথর আছে সেখানে একটি পাথর আছে যেটা পরশ পাথর, আপনি বছরের পর বছর খোঁজ করতে লাগলেন!
.
এই পাথর ধরেন তো ঐ পাথর! সব পাথর শেষ করে হতাশ হয়ে একদিন বাসায় চলে আসলেন!
.
ক্লান্ত, পরিশ্রান্ত, বিভ্রান্ত.......! নিজের দিকে তাকানোর সময় নেই,
.
হঠাৎ নিজের হাতের দিকে তাঁকিয়ে দেখলেন হাতের ব্রেসলেট কিংবা ঘড়ি সব সোনা হয়ে গেছে!
.
ইউরেকা ইউরেকা বলে চিৎকার করে উঠলেন! জীবন এমনি,
.
আপনি খোঁজ করতে থাকবেন কিন্তু কোন না কোন চেষ্টা পরশ পাথরের সাথে মিলে আপনার কর্ম সোনা হয়ে যাবে!
.
পৃথিবীর সব গ্রেট শ্যুটারও লক্ষ লক্ষ বার লক্ষ্য স্থির করে অলক্ষ্যের নিশানা পেরিয়ে সঠিক পথের সন্ধান লাভ করেছেন,
.
পৃথিবীতে আপনি যা পারবেন তা হলো চেষ্টা করে যাওয়া! সাধনা করে যাওয়া! একদিন দেখবেন নিজের অবর্তমানে সব কিছু অন্যরকম হয়ে গেছে কিংবা যাচ্ছে!
.
নিজেও অবাক হয়ে ভাববেন, পরশ পাথর খুঁজে পাবেন না তবে স্পর্শ থেকে যাবে,
.
আলোকিত মানুষগুলোর সাথে থাকলে এভাবে একদিন মানুষ আলোকিত হয়ে যায়!
.
পৃথিবীর যত বড় বক্তা হোক না কেনো সে হয়তো আপনাকে যা শিখাবে তা হলো কেবলি সার্চিং কিংবা সিকিং......!
.
কিন্তু পরের কথাটা একটু লিখে রাখুন,
.
পৃথিবীতে কোন সফলতার উদ্দশ্যে চেষ্টা হলো সমুদ্রের পাড়ের পথারগুলোর মতো তবে আরেকবার চেষ্টা করে দেখাটার মধ্যে আপনি পরশ পাথরের সন্ধান লাভ করবেন!
.
পৃথিবীর যত আবিষ্কার কিংবা সফলতা তার অধিকাংশ এসেছে চেষ্টা ছেড়ে দেওয়ার আগে আরেকবার চেষ্টা করে দেখি নামক রিসিপি থেকে,
.
এই সূত্র ছাড়া নিজেকে পরশ পাথর হিসেবে তৈরীর বিকল্প কোন সূত্র নেই!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৯ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: এযুগ টা বড় কঠিন।

২| ১০ ই মে, ২০১৯ দুপুর ১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লেগেছে B-))

৩| ১০ ই মে, ২০১৯ দুপুর ১:৫৩

আপেক্ষিক মানুষ বলেছেন: ফর্মুলাটা মন্দ নয়, বেশ ভাল।

৪| ১০ ই মে, ২০১৯ বিকাল ৩:০৩

মেঘ প্রিয় বালক বলেছেন: চেষ্টার কোন শেষ নেই।

৫| ১০ ই মে, ২০১৯ বিকাল ৫:৩১

সাদা মনের মানুষ বলেছেন: পরশ পাথর ছাড়া ও সাপের মানিক নিয়া এমন কথার রটনা আছে

৬| ১০ ই মে, ২০১৯ রাত ১১:০১

মাহমুদুর রহমান বলেছেন: ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.